উইকিপিডিয়া:উইকিপিডিয়া দিবস

উইকিপিডিয়া ডে কাপকেক।
ওয়াশিংটন, ডি.সি. অনুষ্ঠান, ২০১০

জানুয়ারী ১৫ উইকিপিডিয়ানদের নিকট উইকিপিডিয়া দিবস হিসেবে পরিচিত। ২০০১ সালের এই তারিখে, উইকি-ভিত্তিক উইকিপিডিয়া প্রকল্পসমূহ নুপিডিয়ায় পাঁচ দিন কাটানোর পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কয়েক বছর এই উইকিপিডিয়া দিবস পালিত হয়েছে। ২০১১ সালে উইকিপিডিয়া ১০ নামে বিশ্বব্যাপী বৃহৎ উদযাপন করা হয়েছিল, এবং এই ঐতিহ্য বৈচিত্র্যময়ভাবে স্থানীয় সম্মিলনের এবং উইকি-ইভেন্টের সঙ্গে উইকিপিডিয়া দিবসের জন্য রবিবার ১৫ জানুয়ারি ২০১২ পর্যন্ত অব্যাহত ছিল।

উইকিপিডিয়া দিবস ২০১৫ সম্পাদনা

২০১৫ সালে উইকিপিডিয়া দিবসে উইকিপিডিয়া ১৪ বছরে পদার্পন করেছে! এই দিনে উইকিপিডিয়া এস অ্যা রিসার্স টুল (উইকিপিডিয়া একটি গবেষণা হাতিয়ার) শিরোনামে রয়্যাল নেদারল্যান্ডস একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক অ্যামস্টারডামে একটি আলোচনাচক্র আয়োজিত হয়। যেখানে বক্তাদের মধ্যে একজন ছিলেন, জিমি ওয়েলস। আলোচনাচক্রে প্রিমিয়াম ইরাসমিয়ানাম ফাউন্ডেশন উইকিপিডিয়া সম্প্রদায়কে ইরাসমাস পুরস্কার ২০১৫ এর বিজয়ী বলে ঘোষণা করে।

উইকিপিডিয়া দিবস ২০১২ সম্পাদনা

 
উইকিপিডিয়া ১১

বিভিন্ন দেশের ঘটনাবলী সমন্বয়ে ইংরেজি উইকিপিডিয়ার বেশ কিছু পাতা সন্নিবেশ করা যেতে পারে:

উইকিপিডিয়া দিবস ২০১০ সম্পাদনা

হিব্রু উইকিপিডিয়া ১,০০,০০০ নিবন্ধ যুক্তকরণঃ উৎযাপন - ২০১০ সালের ১৫ জানুয়ারি ইসরাইলের তেল আভিভে অনুষ্ঠিত হয়।

উইকিপিডিয়া দিবস ২০০৯ সম্পাদনা

জানুয়ারী ১৫, ২০০৯ সালে উইকিপিডিয়ার অষ্টম বার্ষিকীতে ইংরেজি উইকিপিডিয়া প্রায় ২,৭০০,০০০-এর কাছাকাছি নিবন্ধে (২,৬৯৯,৭২১, ২০:০০ ইউটিসি হিসাবে) এবং সার্বিকভাবে ১৫.৭৫০.০০০ এর অধিক পাতা ছাড়িয়ে যায়।

উইকিপিডিয়া দিবস ২০০৮ সম্পাদনা

জানুয়ারি ১৫, ২০০৮ সালে ইংরেজি উইকিপিডিয়ায় ২,১৭৬,৮৭৫ টি নিবন্ধ সহ সপ্তম জন্মদিন পালিত হয়।

উইকিপিডিয়া দিবস ২০০৭ সম্পাদনা

উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ, জানুয়ারি ১৫, ২০০৭ সালে ৬ বছরে পদার্পন করে। পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি ভাষার উইকিপিডিয়া প্রায় ১,৫০০,০০০ নিবন্ধ তৈরি হয় এবং উইকিপিডিয়ানদের সম্পাদনা ১০৪.০০০.০০০ ছাড়িয়ে যায়।

উইকিপিডিয়া দিবস ২০০৬ সম্পাদনা

উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ, জানুয়ারি ১৫, ২০০৬ সালে ৫ বছরে পদার্পন করে।

উইকিপিডিয়া দিবস ২০০৫ সম্পাদনা

উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ, জানুয়ারি ১৫, ২০০৫ সালে ৪ বছরে পদার্পন করে।

উইকিপিডিয়া দিবস ২০০৪ সম্পাদনা

উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ, জানুয়ারি ১৫, ২০০৪ সালে ৩ বছরে পদার্পন করে।

উইকিপিডিয়া দিবস ২০০৩ সম্পাদনা

১৩০.০০০-এর বেশি নিবন্ধ নিয়ে ২৮টি ভাষায় ছড়িয়ে যাবার মাধ্যমে, উইকিপিডিয়া, একটি মুক্ত বিশ্বকোষ, জানুয়ারি ১৫, ২০০৩ সালে ২ বছরে পদার্পন করে।

উইকিপিডিয়া দিবস ২০০২ সম্পাদনা

২০০২ সালের উইকিপিডিয়া দিবসে ইংরেজি উইকিপিডিডয়ায়এই নিবন্ধটি তৈরি করা হয়েছিল।[১] এরপর উইকিপিডিয়ায় মোটামুটিভাবে ২০,০০০ নিবন্ধ তৈরি হয়। সে সময়ে উইকিপিডিয়া দেখা যেতো এই ঠিকানায়: http://nostalgia.wikipedia.org/

তারও আগের তথ্যের জন্য, ইন্টারনেট আরকাইভে এর কপি খুঁজে পাওয়া যায়। এখানে পুরনো একটি সংরক্ষণাগার রয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০০১

উইকিপিডিয়া দিবস ২০০১ সম্পাদনা

২০০১, যে বছর উইকিপিডিয়া প্রকাশ্যে সর্বসাধারণের জন্য চালু করা হয়েছিল।

তথ্যসূত্র সম্পাদনা