উইকিপিডিয়া:উইকিপত্রিকা/দেয়ালিকা

উইকিপত্রিকা
দেয়ালিকা
WP:POST/1
মাঘ ১৪৩১

 

২০২৫ সালের প্রত্যাশা

দেখতে দেখতে চলে গেল ২০২৪ খ্রিস্টাব্দ আর এলো নতুন ইংরেজি বছর ২০২৫! প্রিয় পাঠকবৃন্দ, আপনাদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটছে। আমরা চাই যে আপনাদের নতুন বছর ভালো কাটুক এবং এই বছরে আমরা যেন আপনাদেরকে উইকিপত্রিকার পক্ষ থেকে ভালো মানের প্রবন্ধ উপহার দিতে পারি।

নতুন বছর মানেই নতুন কিছু, নতুন বছরে আমরা ভুলে যাই অতীতে গ্লানি, অতীতের দোষ-ত্রুটি। তার সাথে নতুন বছরে আমরা দেখতে শুরু করি নতুন স্বপ্ন, আমাদের হৃদয়ে জেগে উঠে নতুন আশা। আমরা জাতি হিসেবে যেমন পরোপকারী তেমন কিছুটা স্বার্থপর। আর এই বৈশিষ্ট্য আমাদের দেখায় নতুন বছরে নতুন প্রত্যাশা। কেউ কেউ সেই প্রত্যাশা দ্রুত কাটিয়ে উঠে। আবার কেউ কেউ সেই প্রত্যাশার সাগরের মাঝে ডুবে থাকে। আপনাদের প্রত্যাশা রয়েছে, ঠিক একইভাবে আমারও রয়েছে। কেননা নতুন বছর যে প্রত্যাশারই বছর, স্বপ্ন দেখার বছর।

আমাদের বাঙালিদের কাছে ও বঙ্গ অঞ্চলে বসবাসরত বাসিন্দাদের কাছে নববর্ষ ২টি – ইংরেজি নববর্ষ ও বাংলা নববর্ষ। বাংলা নববর্ষের সাথে আমাদের আবেগের সম্পর্ক থাকলেও সমগ্র পৃথিবীতে আজ সার্বজনীনভাবে গ্রেগরীয় পঞ্জিকা প্রচলিত। তাই ইংরেজি নববর্ষ আমাদের জীবন ব্যবস্থার সাথে মিশে গেছে। আর সেজন্যই হয়তো নতুন ইংরেজি বছর ছাড়া আমরা নিজেদের কর্মজীবন কল্পনা করতে পারি না। তাই আমি মনে করি নতুন বছরের প্রত্যাশা এখানে খুব প্রাসঙ্গিক।

সবার মতো আমারও কিছু প্রত্যাশা রয়েছে। পূরণ হোক বা নাই হোক, আশা তো করাই যায়। বাংলা উইকিপিডিয়ায় দেখা যায় সারা বছর ব্যবহারকারীরা অগঠনমূলক সম্পাদনা ও ধ্বংসপ্রবণতা ঠেকাতে কঠোর পরিশ্রম করে ও নিজেদের মূল্যবান সময় ব্যয় করে। আমার প্রত্যাশা হলো নতুন বছরে যেন আগের চেয়ে এই ধরনের সম্পাদনাগুলো কম হয় যাতে সম্পাদকদের উপর দায়িত্বের বোঝা কমে। পাশাপাশি ধ্বংসপ্রবণতা কমাতে যেন আরও ভালো ভালো টুলস, স্ক্রিপ্ট, বট ইত্যাদি তৈরিতে অভিজ্ঞ প্রোগ্রামাররা এগিয়ে আসে। তাছাড়া আমি খেয়াল করেছি যে সম্পাদকরা নিষ্ঠার সাথে টহল দিলেও কিছু অপব্যবহারকারী সূক্ষ্মভাবে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় যার ফলে বিভিন্ন নিবন্ধে ভুল তথ্য থেকে যাচ্ছে। আমি আশা করি নতুন বছরে আমরা এই ব্যাপারে আরও বেশি সচেষ্ট হতে পারবো।

উইকিপিডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চিত্র। আমরা নিবন্ধের উন্নয়নের জন্য প্রাসঙ্গিক মুক্ত ছবি আপলোড করে থাকি। কিন্তু ২০২৩ সালে বাংলাদেশ সরকারের নতুন কপিরাইট আইন ছবি আপলোড করে ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। আইনের ধারাগুলো পড়ে আমার মনে হয়েছে যে এর কিছু অংশ অস্পষ্ট এবং বিভিন্নভাবে ব্যাখ্যা করার সুযোগ আছে। এতে সরাসরি আগের আইনের ৭২ ধারা বাদ দেওয়া হয়েছে যা বাংলাদেশ সংক্রান্ত তথ্যের প্রতুলতায় বাধা সৃষ্টি করতে পারে। আর তাই সরকারের নিকট আবেদন থাকবে যে তারা যেন ৭২ ধারা ফিরিয়ে এনে মুক্ত বিশ্বকোষের কার্যক্রম অব্যাহত রাখতে সাহায্য করে। পাশাপাশি ব্যাপারটি নিয়ে কাজ করতে আমি উইকিমিডিয়া বাংলাদেশকে অনুরোধ করছি।

গত বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা ও ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। এগুলোর মধ্যে কিছু ইভেন্ট প্রতি বছর হয়ে থাকে, যেমন অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা, উইকিপিডিয়া এশীয় মাস ইত্যাদি। কিন্তু কিছু অনিয়মিত বা নতুন ইভেন্ট এবার সম্প্রদায়ে আলোড়ন সৃষ্টি করেছে। উইকিভ্রমণে যে নিবন্ধ প্রতিযোগিতা হয়েছিল সেটা যে এতটা ইতিবাচক প্রতিক্রিয়া পাবে তা আমার ধারণার বাইরে ছিল। ডিসেম্বরে উইকিপিডিয়ায় আয়োজিত গণিত এডিটাথনে পুরস্কারের ব্যবস্থা না থাকলেও এটি সফলতা অর্জন করেছিল। তবে যে ইভেন্টের কথা উল্লেখ করতেই হবে তা হলো বাংলা উইকিসম্মেলন। এবারের উইকিসম্মেলনে কিছু মানুষ অনিচ্ছাসত্ত্বেও যেতে না পারলেও ভালো সফলতা অর্জন করেছে। আমার প্রত্যাশা থাকবে ২০২৪ সালের ন্যায় ২০২৫ সালেও যেন “চমকে দেওয়ার মতো” একাধিক ইভেন্ট আয়োজিত হয়।

আরও একটি প্রত্যাশা আছে, যদিও জানিনা তা পূরণ হবে কিনা। এই বছর আশা থাকবে যেন সকমাস্টাররা বাংলা উইকিপিডিয়ায় তাদের সকপাপেটিং বাদ দিয়ে অলস সময় গঠনমূলক কাজে ব্যয় করবে। সত্যি কথা বলতে তাদের জন্য উইকিপিডিয়ায় অনেকের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। সময়গুলো যদি নিবন্ধ অনুবাদ বা অন্যান্য কাজে ব্যয় করা যেতো তাহলে আমাদের উইকিপিডিয়া কত সমৃদ্ধ হতে পারতো একটু ভেবে দেখুন! তাই তাদের প্রতি আশা থাকবে তারা যেন সকপাপেটিং বাদ দিয়ে সম্প্রদায়কে সুবিধা করে দেয়।

আমি এটাও আশা করবো যেন নতুন বছরে বাংলা উইকিপিডিয়ায় আমরা নিয়মতান্ত্রিকভাবে কাজ করে যেতে পারি। বিভিন্ন ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় যেন অন-উইকিতে গঠনমূলক আলোচনার মাধ্যমে মীমাংসায় আসতে পারি। মাঝেমধ্যে এমনটা হয়ে থাকে যে নীতিমালা স্পষ্ট হলেও একেক ব্যবহারকারী নিজেদের মতো নিয়মের ব্যাখ্যা দিয়ে কাজ করে যাচ্ছে। এসবের ফলে হালকা সংঘাত হচ্ছে কিন্তু কেউ কোন ঐক্যমত বা একক সিদ্ধান্তে আসছেনা বা আসতে পারছেনা। অনেক ক্ষেত্রে আলোচনা অমীমাংসিত থেকে যাচ্ছে। তাই এই বছর আমরা যেন এই সমস্যা পেরিয়ে সুস্পষ্টভাবে নীতিমালা ব্যাখ্যার মাধ্যমে সুশৃঙ্খল কর্মব্যবস্থা উইকিপিডিয়ায় কার্যকর করতে পারি – এই প্রত্যাশা আমার সম্প্রদায়ের কাছে থাকবে।

আমরা জানি যে শীত ও বসন্তকালে উইকিপিডিয়ায় মানুষের আনাগোনা ও সম্পাদনা কমে যায়। শীতকালে মূলত কর্মজীবী ও পরীক্ষার্থী ছাড়া অন্যান্যরা কম ব্যস্ত থাকে। কিন্তু তবুও উইকিপিডিয়া কম সক্রিয় থাকে। শীত ও বসন্তে যাদের হাতে অলস সময় পড়ে থাকে তারা উইকিপিডিয়ায় কিছুটা হলেও সময় ব্যয় করবেন – এমন আশা কি আমরা করতে পারিনা?

পরিশেষে বলে যেতে চাই যে উপরে আমার যে প্রত্যাশাগুলো তুলে ধরলাম সেগুলো যে এই বছরেই পূরণ হবে তা আমি বিশ্বাস করিনা। কিন্তু আশা তো করাই যায়। আজ না হোক, আগামীকাল না হোক, এক দিন নিশ্চয়ই প্রত্যাশাগুলো পূরণ হবে। আপনাদের এই বছরের প্রত্যাশাগুলো মন্তব্যে জানান। লেখা শেষ করার আগে এক বিশ্বনন্দিত সাহিত্যিকের কবিতা উদ্ধৃত করে যেতে চাই:

“মেয়েটি ছিল একা, হাজারো প্রশ্ন ও বিভ্রান্তির বেড়াজালে,

কিন্তু তবুও তাকে যেন ঘিরে রেখেছিল প্রত্যাশার স্বপ্ন; যেন এক তীব্র বিকর্ষণের দেয়াল
যা তাকে তার পরিণতি থেকে ঠেলে দিচ্ছিল, বারে বারে, ধীরে ধীরে
এক অনন্ত মুক্তির দিকে”


— এক অস্তিত্বহীন কবি



পাঠকদের মন্তব্য

ধ্বংসপ্রবণতা রোধের কাজটি দায়িত্ববোধ থেকে করি

বাংলা উইকিসম্মেলনে উইকিপিডিয়ান নাহিয়ান।

উইকিপত্রিকায় প্রতি সংখ্যায় একজন উইকিপিডিয়ানের সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে। গত ১১ থেকে ১২ জানুয়ারিতে টেলিগ্রামের মাধ্যমে নাহিয়ানের (ব্যবহারকারী নাম Nahian) সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছিল। কর্মব্যস্ততার মাঝেও তিনি আমাদের সময় দিয়েছেন এবং প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। সাক্ষাৎকার নিয়েছেন সহ-সম্পাদক মেহেদী আবেদীন।

সহ-সম্পাদক: আপনি কবে থেকে উইকিপিডিয়ায় আছেন এবং কি কারণে এখানে যোগ দিতে আগ্রহী হলেন?

নাহিয়ান: আমি ২০১৮ সাল থেকে সক্রিয়ভাবে উইকিপিডিয়ার সঙ্গে যুক্ত রয়েছি। যদিও এর আগেও আমি উইকিপিডিয়ার একজন নিয়মিত পাঠক ছিলাম, তবে সম্পাদক হিসেবে আমার যাত্রা শুরু হয় ২০১৮ সালের সেপ্টেম্বরে। সেই সময় একজন বিশিষ্ট ব্যক্তির বিষয়ে বাংলা উইকিপিডিয়ায় তথ্য অনুসন্ধান করেও কোনো নিবন্ধ খুঁজে না পেয়ে তাঁর বিষয়ে লিখতে আগ্রহী হয়ে উঠি। নবাগত হলেও সম্পাদনার পূর্বে উইকিপিডিয়ার নীতিমালা পর্যালোচনা করে বুঝতে পারি যে তিনি বিশ্বকোষে অন্তর্ভুক্তির জন্য যথেষ্ট উল্লেখযোগ্য। এরপর আমি তাঁর নিবন্ধ তৈরি করি, যা আমার উইকিপিডিয়া সম্পাদনার প্রথম অভিজ্ঞতা ছিল। সেখান থেকেই আমার উইকিপিডিয়া যাত্রা শুরু হয়।

সহ-সম্পাদক: পাঠকদের জন্য সেই ব্যক্তির নাম বলা যাবে যার নিবন্ধ লিখে আপনার উইকিপিডিয়ায় হাতেখড়ি?

নাহিয়ান: "কানু বন্দ্যোপাধ্যায়", তিনি সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী চলচ্চিত্রের একজন অভিনেতা ছিলেন। আনাড়ী হাতে প্রথম নিবন্ধ (অনিবন্ধিত সম্পাদক হিসেবে আইপি থেকে) তৈরি করেছিলাম। অভিজ্ঞ সম্পাদক ও বাংলা উইকিপিডিয়া প্রশাসক আফতাবুজ্জামান ভাই আমার তৈরিকৃত প্রথম নিবন্ধ সম্প্রসারণে সহযোগিতা করেছিলেন।

সহ-সম্পাদক: আচ্ছা। উইকিপিডিয়ায় আপনার আগ্রহের ক্ষেত্রগুলো কি কি? অর্থাৎ উইকিপিডিয়ায় আপনি কোন কোন বিষয় নিয়ে কাজ করতে বেশি পছন্দ করেন বা অধিকাংশ সময় করে থাকেন?

নাহিয়ান: বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখার দীর্ঘ যাত্রায় সময়ের সঙ্গে আমার আগ্রহের ক্ষেত্রগুলোর পরিবর্তন লক্ষ্য করেছি। আমার প্রথম নিবন্ধটি ছিল জীবনী ও চলচ্চিত্র বিষয়ক, যা এখনও আমার সম্পাদনার প্রিয় ক্ষেত্র। শুরুর দিকে খাদ্য, রাজনীতি, সাম্প্রতিক ঘটনা ও জীবনীসহ বিভিন্ন বিষয়ে নিবন্ধ তৈরি করেছি। এছাড়া বাংলাদেশের অধিকাংশ পৌরসভার নিবন্ধ তৈরিতেও ভূমিকা রেখেছি। বর্তমানে আমি মূলত জীবনী, চলচ্চিত্র ও রাজনীতি বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নের পাশাপাশি সাম্প্রতিক পরিবর্তন পাতায় টহল দিতে আগ্রহী। নবাগতদের সহযোগিতা, বাংলা উইকিপিডিয়ায় অনুপস্থিত বিষয়শ্রেণী ও টেমপ্লেট তৈরি এবং আগে থেকেই তৈরি পাতাগুলো সংশোধনেও ভূমিকা রাখছি। নতুন পাতায় বিষয়শ্রেণী যোগ, সেগুলোর উইকিউপাত্তে সংযোগ, বানান সংশোধনসহ বিবিধ অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করাই এখন আমার প্রধান লক্ষ্য। উইকিপিডিয়ায় এই নিরন্তর অবদান রাখার মাধ্যমে জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে পারাই আমার সন্তুষ্টির প্রধান উৎস।

সহ-সম্পাদক: আপনার মতে আপনার সৃষ্ট নিবন্ধগুলোর মধ্যে কোন নিবন্ধকে সেরা হিসেবে এগিয়ে রাখবেন এবং কেন? একইসাথে আপনার তৈরি নয় কিন্তু আপনি সম্প্রসারণ করেছেন এমন সব নিবন্ধগুলোর মধ্যে কোনটি সেরা মনে করছেন? পাশাপাশি অনূদিত নিবন্ধের মধ্যে কোনটি তৈরির জন্য আজও গর্ব করতে পারবেন বলে মনে করেন?

নাহিয়ান: সত্যি বলতে, নির্দিষ্ট কোন নিবন্ধের নাম উল্লেখ করা কঠিন। শুরুতে আমার তৈরিকৃত নিবন্ধে বেশ কিছু ভুল-ত্রুটি থেকে যেত, যা অভিজ্ঞতার অভাবের জন্য স্বাভাবিক। তবে সময়ের সঙ্গে নতুন অনেককিছুই শিখেছি এবং সম্পাদনায় মানোন্নয়নের মাধ্যমে সামনে এগিয়ে যেতে পেরেছি। এখন নিবন্ধের সংখ্যা বৃদ্ধির চেয়ে গুণগত মানে বেশি গুরুত্ব দিই। প্রতিটি নিবন্ধে যথাসম্ভব নিখুঁত অনুবাদ ও তথ্য উপস্থাপন নিশ্চিত করার চেষ্টা করি। যান্ত্রিক অনুবাদ এড়িয়ে চলার পাশাপাশি ভাষার প্রাঞ্জলতা বজায় রাখতে মনোযোগী থাকি। আমি মনে করি, এভাবে নিবন্ধগুলি তৈরি করতে পারা আমার জন্য এক ধরনের গর্বের বিষয়।

সহ-সম্পাদক: এখন বলুন, উইকিপিডিয়া নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

নাহিয়ান: ভবিষ্যতে উইকিপিডিয়ায় আরও গঠনমূলক অবদান রাখার ইচ্ছা রয়েছে। বিশেষত বাংলা ভাষার নিবন্ধ সমৃদ্ধ করা এবং তথ্যবহুল, নির্ভুল ও প্রাঞ্জল নিবন্ধ তৈরি করার দিকে মনোযোগী থাকতে চাই। নতুন বিষয়বস্তু তৈরি করা, পুরোনো নিবন্ধ হালনাগাদ করা এবং উইকিপিডিয়া সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি করাও পরিকল্পনার মধ্যে রয়েছে। এছাড়াও যাদের উইকিপিডিয়ায় অবদান রাখার আগ্রহ রয়েছে, তাদের সহযোগিতা ও পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করতে চাই।

সহ-সম্পাদক: উইকিপিডিয়া তো ক্রমশঃ বদলাচ্ছে। আপনি যখন প্রথম উইকিপিডিয়ায় এসেছিলেন সেই উইকিপিডিয়ার সাথে বর্তমান উইকিপিডিয়ার কোন তফাত দেখতে পান? সেই অনুযায়ী আমাদের কর্মতৎপরতায় কিরকম পরিবর্তন আনা উচিত?

নাহিয়ান: আমি যখন প্রথম উইকিপিডিয়ায় যুক্ত হই, তখন নিবন্ধের সংখ্যা ও তথ্যের বিস্তৃতি তুলনামূলক সীমিত ছিল। অনেক বিষয়ের ওপর মানসম্মত ও বিশদ নিবন্ধের অভাব অনুভূত হতো। সেই সময় অনেক ব্যবহারকারীই নবীন ছিলেন এবং সম্পাদনা নীতিমালা বা মানদণ্ড সম্পর্কে তাদের ধারণাও সীমিত ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে উইকিপিডিয়া সমৃদ্ধ হয়েছে— নতুন প্রযুক্তি, উন্নত সম্পাদনা সরঞ্জাম এবং অভিজ্ঞ সম্পাদকদের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টায় এটি আরও পরিপূর্ণ ও মানসম্মত হয়ে উঠেছে। বর্তমান পরিস্থিতিতে তথ্য যাচাই ও নির্ভুল সূত্র প্রদানের গুরুত্ব বেড়েছে। পাশাপাশি মানসম্মত ভাষার ব্যবহার এবং প্রাসঙ্গিক বিষয়বস্তু উপস্থাপনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্যবহারকারীদের যথাযথ সহযোগিতা প্রদানের উদ্যোগ নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উইকিপিডিয়ার গুণগত মান নিশ্চিত করা জরুরি।

সহ-সম্পাদক: আচ্ছা ব্যবহারকারীদের সংখ্যা তো বাড়ছে। এর পাশাপাশি কিন্তু মানুষের উইকিপিডিয়ার প্রতি আগ্রহ বাড়ছে। যখন প্রথম ইন্টারনেট জগতে উইকিপিডিয়া সম্পর্কে জেনেছিলেন তখন কি মনে হয়েছিল উইকিপিডিয়া এমন একটি পর্যায়ে আসবে?

নাহিয়ান: আমি আলোচনা শুরুতে উল্লেখ করেছিলাম যে, ২০১৮ সাল থেকে উইকিপিডিয়ার সাথে সম্পাদক হিসেবে যুক্ত থাকলেও, এর সাথে আমার পরিচয় পাঠক হিসেবে অনেক আগেই হয়েছিল। পাঠক হিসেবে উইকিপিডিয়া ব্যবহারের এক পর্যায়ে আমি নিজেও অবদান রাখতে আগ্রহী হয়ে উঠি। আমার মতো হয়তো অনেক ব্যবহারকারীই প্রথমে পাঠক হিসেবে উইকিপিডিয়ার সাথে পরিচিত হয়েছেন এবং ভবিষ্যতেও হবেন। কারণ, এখানে প্রয়োজনীয় ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়, এবং তথ্যসূত্রের মাধ্যমে যাচাইকৃত তথ্যের ভাণ্ডার উইকিপিডিয়াকে একটি বিশ্বস্ত উৎস হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটি একটি মুক্ত বিশ্বকোষ, যেখানে প্রায় সকল প্রকার প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যায়। তাই আমি সবসময় কামনা করতাম উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক, এবং আমি বিশ্বাস করি, উইকিপিডিয়ার অগ্রগতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সহ-সম্পাদক: ধরা যাক, আপনাকে ২৪ ঘন্টার জন্য উইকিপিডিয়ার মালিকানা দেওয়া হলো। তো এই সময়ের মধ্যে আপনি উইকিপিডিয়ার যেকোন কিছু ইচ্ছামত পরিবর্তন করতে পারবেন বা যেকোন কিছু তৈরি বা আয়োজন করতে পারবেন? এই ২৪ ঘন্টায় আপনি কি করবেন?

নাহিয়ান: যদিও এটি কেবল আমার কল্পনায় সম্ভব, তবে আলোচনার খাতিরে যদি মেনে নিই যে আমাকে ২৪ ঘণ্টার জন্য উইকিপিডিয়ার মালিকানা দেওয়া হয়েছে, তাহলে আমি প্রথমে উইকিপিডিয়ার উন্নয়ন ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য কাজ শুরু করব। প্রথমে, উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার নিবন্ধের মান বৃদ্ধি এবং ভাষাগত বৈচিত্র্য আরও সমৃদ্ধ করার দিকে মনোযোগ দেব, বিশেষত বাংলা উইকিপিডিয়ার ওপর বেশি জোর দেব। এছাড়া, নতুন ব্যবহারকারীদের জন্য একটি প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করব, যাতে তারা সহজেই সম্পাদনা নীতিমালা ও তথ্য যাচাইয়ের পদ্ধতি শিখে গঠনমূলক অবদান রাখতে পারে। নিবন্ধগুলোর গুণগত মান উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় পর্যালোচনা ব্যবস্থা তৈরি করব, যা তথ্যের সঠিকতা এবং প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে। এছাড়া, নিবন্ধগুলোর ভাষা আরও প্রাঞ্জল ও পাঠকবান্ধব করার লক্ষ্যে একটি নতুন ভাষা পরিমার্জনা পদ্ধতি চালু করব, যাতে এটি আরও বৃহত্তর পাঠকশ্রেণীর কাছে পৌঁছাতে পারে।

সহ-সম্পাদক: আপনাকে তো প্রায়ই বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা ঠেকাতে সক্রিয় দেখা যায় বিরাট একটা সময়ের জন্য। যেকোন মানুষ হয়তো এরকম সক্রিয় টহলদারির সাথে ব্যক্তিগত জীবন সামলাতে গেলে বিপদে পড়ে যাবে। আপনি কিভাবে সবদিক সামলে এভাবে উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখছেন? এর পেছনের রহস্য কি?

নাহিয়ান: ধ্বংসপ্রবণতা রোধের কাজটি আমি আমার দায়িত্ববোধ থেকে করি। উইকিপিডিয়া একটি মুক্ত তথ্যভাণ্ডার এবং সবার জন্য উন্মুক্ত, তাই এখানে সঠিক ও নির্ভুল তথ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন উইকিপিডিয়ায় ভুল তথ্য বা অগঠনমূলক সম্পাদনা দেখতে পাই, তখন তা সংশোধন বা মানোন্নয়ন করা আমার জন্য অপরিহার্য হয়ে ওঠে। তাছাড়া, উইকিপিডিয়ায় অবদান রাখা আমার অত্যন্ত পছন্দের কাজ, ফলে কখনো ক্লান্তি অনুভব করিনি। এই কারণে, ব্যক্তিগত জীবন ও কর্মব্যস্ততা সামলানোর পরেও উইকিপিডিয়ায় সময় দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। যদিও আমি ব্যস্ত থাকি, তবুও এমন প্রতিনিয়তই হয় যে— আমি বিভিন্ন গন্তব্যে যাতায়াতের সময় যানবাহনে বসে থাকা অবস্থায়, কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকাকালীন বা বাইরে হাঁটতে বের হওয়ার সময়েও উইকিপিডিয়ার সাম্প্রতিক পরিবর্তন পাতায় নজর রাখতে থাকি। উইকিস্ক্যানের তথ্যানুযায়ী, আমি গড়ে ৭.৫ ঘণ্টা দৈনিক উইকিপিডিয়ায় সময় ব্যয় করি, তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী, এর থেকেও অধিক সময় আমি উইকিপিডিয়ায় ব্যয় করছি। অধিকাংশ সময়, বিশেষত রাতে, আমি সক্রিয় থাকি, কারণ এসময় অন্যান্য সম্পাদকদের উপস্থিতি কম থাকে এবং ধ্বংসপ্রবণ সম্পাদনাগুলোও এই সময়ে বেশি দেখা যায়। তাই, আমার কর্মব্যস্ত জীবনের মধ্যেও উইকিপিডিয়ার প্রতি নিজের ভালোলাগা, দায়িত্ববোধ ও প্রবল আগ্রহের কারণে আমি নিয়মিত অবদান রেখে চলছি।

সহ-সম্পাদক: আপনার মতে বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যত চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে?

নাহিয়ান: বাংলা উইকিপিডিয়ার ভবিষ্যত চ্যালেঞ্জগুলো মূলত দেশগুলোর কূটনৈতিক সম্পর্কের প্রভাবের কারণে জটিল হতে পারে। রাজনৈতিক উত্তেজনা বা সম্পর্কের অবনতির কারণে কিছু ইতিহাস বা ঘটনাবলী নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যা নিরপেক্ষ তথ্য উপস্থাপন কঠিন করে তুলবে। ভাষাগত বৈচিত্র্য, যেমন শব্দ, উচ্চারণ বা ব্যাকরণগত পার্থক্য, দুই দেশের ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাছাড়া, রাজনৈতিক বা সামাজিক উদ্দেশ্যে ভুয়া তথ্য প্রচার এবং তথ্যের অপ্রতুল বা পক্ষপাতদুষ্ট উৎসের সমস্যা থেকে সঠিক ও নির্ভুল তথ্য প্রদান চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে বাংলা উইকিপিডিয়াকে নিরপেক্ষ, বৈচিত্র্যময় ও বিশ্বস্ত রাখা অত্যন্ত জরুরি।

সহ-সম্পাদক: আচ্ছা, শেষ প্রশ্ন! নতুন ও পুরোনো ব্যবহারকারীদের জন্য আপনার বার্তা কি?

নাহিয়ান: নতুন এবং পুরোনো ব্যবহারকারীদের জন্য আমার বার্তা হলো, উইকিপিডিয়া একটি মুক্ত এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার, যেখানে সবাইকে অবদান রাখার সমান সুযোগ দেওয়া হয়। নতুন ব্যবহারকারীদের জন্য পরামর্শ, প্রথমে উইকিপিডিয়ার নীতিমালা এবং নির্দেশিকা ভালোভাবে বুঝে নিবন্ধ তৈরি বা সম্পাদনা শুরু করুন, এবং সঠিক উৎস থেকে তথ্য নিয়ে নিরপেক্ষতা বজায় রাখুন। পুরোনো ব্যবহারকারীদের জন্য বলবো, আপনার অভিজ্ঞতা ও জ্ঞান দিয়ে নতুনদের সহায়তা করুন এবং উইকিপিডিয়াকে আরও সমৃদ্ধ করতে অবদান রাখুন। উইকিপিডিয়া একটি সম্প্রদায়, যেখানে সহযোগিতা, সদিচ্ছা ও সঠিক তথ্যের প্রতি শ্রদ্ধা সর্বাধিক গুরুত্ব পায়।

সহ-সম্পাদক: ধন্যবাদ সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য।

নাহিয়ান: ধন্যবাদ।



পাঠকদের মন্তব্য

শীতকালে যেসব কারণে উইকিপিডিয়ায় সম্পাদনা নিষিদ্ধ করা উচিত

শীতে উইকিপিডিয়ানদের দুঃখ লাঘব করতে উইকিরসের একটি সামান্য প্রচেষ্টা।

আমরা যারা জীবিত; আমরা জানি, শীতকালে উইকিপিডিয়ায় সম্পাদনা করা কতটা কঠিন। আর যারা বিবাহিত; তারাও জানেন, গরমে বা শীতে উইকিপিডিয়ায় সম্পাদনা করা কতটা কঠিন। যেহেতু উভয়পক্ষই জানেন, সম্পাদনা বন্ধে মত দিয়েছেন এবং নিরপেক্ষ বিচার করার জন্য তৃতীয় কোনো পক্ষ পাওয়া সম্ভব নয়, তাই আমরা এই প্রবন্ধে এমন সব কারণ খোঁজার চেষ্টা করবো, যার ফলে আমাদের এক পক্ষ মত দিতে পারে ও অন্য পক্ষ বিচার করতে পারে। যা-ই হোক আর না-ই হোক, উইকিপিডিয়ার অ-উইকিরসীয় নীতির কারণে পক্ষাবলম্বীরা তো আর বিচার করতে পারছেন না।

প্রথম কারণ, শীতে উইকিপিডিয়ানরা উত্তেজিত থাকেন, তাই শীতে উইকিপিডিয়ায় সম্পাদনা নিষিদ্ধ করা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন, শীতে কেমন উত্তেজনা বিরাজ করে, উইকিসম্মেলন হল এবং... এমনকি, উইকিপত্রিকা পর্যন্ত প্রকাশিত হয়ে গেল। এছাড়া এবার আরও হল গণিত এডিটাথন আর জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন। আর উইকিপিডিয়া এশীয় মাসে কী ধরনের টানটান উত্তেজনা বিরাজ করেছে, সে আপনারা দেখেছেনই। আশা করছি, এর মধ্যে বিবাহিত হওয়া বা জীবিত থাকার সাথে সম্পৃক্ত কিছু নেই। যদিও আমাকে উইকিসম্মেলনে রাজশাহী বা চট্টগ্রামের কেউ বলেছিলেন, আপনার বিয়ে করা উচিত, ঝগড়ার আওয়াজ (উত্তেজনা অর্থে) কমে আসবে। আমি বুঝিনা, মৃত মানুষের আবার ঝগড়া কীসের?

দ্বিতীয় কারণ, শীতে উইকিপিডিয়ার আলাপ পাতায় বেশি ঝগড়া হয় এবং ঝগড়াগুলি মূল নামস্থানে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই শীতে উইকিপিডিয়ায় সম্পাদনা নিষিদ্ধ করা উচিত। আমাদের গোপন এজেন্ট জানিয়েছেন, উইকিপিডিয়ার মূল নামস্থানগুলিকে আলাপ পাতা দ্বারা প্রতিস্থাপিত করার জন্য একটি বড় সকফার্ম ইতিমধ্যে সক্রিয় হয়েছে এবং তারা বিভিন্ন উইকিপত্রিকার সম্পাদকদেরকে পর্যন্ত ঘায়েল করে ফেলেছে। এরমধ্যে আলাপ পাতাগুলিতে ঝগড়া অত্যন্ত বড় পর্যায়ের চলে যাচ্ছে। ঝগড়া কম হলে সমস্যা ছিল না, কিন্তু এতো বেশি ঝগড়া যদি উইকিপিডিয়ার মূল নামস্থানে চলে যায়, তাহলে আমরা যারা জীবিত আছি, তাদের শুভবিবাহ কীভাবে হবে? পাত্র-পাত্রীদের পরিবারেরা যদি এইসব ঝগড়া গুগল করে দেখতে পারে, আমাদের অবস্থাটা কী হবে? ওহ দুঃখিত, এর মধ্যেও বিয়ে চলেই আসল।

তৃতীয় কারণ, শীতকালে হাত এত ঠান্ডা থাকে যে টাইপ করতে গেলে মনে হয়, আঙুলগুলো বরফ হয়ে যাবে। উইকিপিডিয়ার মতো প্ল্যাটফর্মে টাইপ করার জন্য যে পরিমাণ ধৈর্য এবং গতি প্রয়োজন, শীতে তা সম্ভব নয়। যারা গ্লাভস পরে টাইপ করার কথা ভাবছেন, তারা সম্ভবত জানেন না যে গ্লাভস পরে টাইপ করতে গিয়ে ভুল বানানের কারণে "উইকিপত্রিকা"কে "উইকিপিডিয়া" বানিয়ে ফেলা কতটা বিব্রতকর হতে পারে। পরে কেউ লিখে ফেললো যে, উইকিপিডিয়ার প্রধান সম্পাদক খাত্তাব হাসান। চিন্তা করুন, বিষয়টা আমার জন্য আনন্দের হলেও আপনাদের জন্য কতটা কষ্টের হবে। এরপর আমাকে বাধাদানের জন্যও আলোচনা শুরু হতে পারে। এই বিব্রত থেকে বাঁচার জন্য টাইপিংয়ের জন্য গ্লাভস কোনোভাবেই বিকল্প নয়। এজন্য আমরা জীবিতরা ভাবি, যদি একটা জীবনসঙ্গী থাকত, তাহলে তাকে দিয়ে...

দুঃখিত, বিয়েটা বারবার ঢু দিচ্ছে। বোধহয় শীতকালীয় প্রভাব। তাই আমরা চ্যাটজিপিটি থেকে যৌক্তিক কিছু কারণ জেনে নিই। আশা করছি, তার শীত-গরম নেই আর সে বিয়ে নিয়ে উত্তেজিত থাকবেনা। চলুন, নিচে আমার ও চ্যাটজিপিটির কথোপকথন তুলে ধরি।

চ্যাটজিপিটির সাথে আমার কথোপকথন

আমি: উইকিপিডিয়ায় সম্পাদনা করার সময় শীতকাল চলে আসলে আমরা চাচ্ছি, সম্পাদনা নিষিদ্ধ করার জন্য, আমি তিনটি কারণ যুক্ত করেছি। সেগুলি সঠিক না হওয়ায় তোমার শরণাপন্ন হয়েছি। তুমি সুন্দর কারণ যুক্ত করে দাও।

চ্যাটজিপিটি: চতুর্থ কারণ, শীতকালে উইকিপিডিয়ার সম্পাদনার ওপর ইতিবাচক প্রভাব ফেলে না বরং শীতের ভয়ে উইকিপিডিয়ানরা "সাঁতার কাটা পেঙ্গুইন" বা "তুষারমানব" নিয়ে অপ্রয়োজনীয় নিবন্ধ বানিয়ে ফেলেন। এতে উইকিপিডিয়ার তথ্যগত মানহানি হতে পারে।

পঞ্চম কারণ, শীতকালে যারা নতুন উইকিপিডিয়ান হন, তাঁরা প্রায়শই "বরফ গলে যাওয়া" বিষয়ে নিবন্ধ তৈরি করতে চান। এটি না তো মৌলিক গবেষণা, না তো তথ্যভিত্তিক। তাই শীতকালে উইকিপিডিয়া নিষিদ্ধ করলে এই সমস্যার সমাধান হতে পারে।

ষষ্ঠ কারণ, শীতকালে বিয়ের মৌসুম থাকে। এ সময় উইকিপিডিয়ানরা বিয়ের দাওয়াতে এত ব্যস্ত থাকেন যে সময়মতো নিবন্ধ পর্যালোচনা বা সম্পাদনা করতে পারেন না। একদিকে খিচুড়ি, মাংস, আর কাতান শাড়ির আনন্দ, অন্যদিকে উইকিপিডিয়ার সম্পাদনার দায়িত্ব—এটা খুবই বিভ্রান্তিকর। তাই শীতে সম্পাদনা বন্ধ থাকলে উইকিপিডিয়ানরা অন্তত নির্ভাবনায় বিয়ের দাওয়াত উপভোগ করতে পারেন।

সপ্তম কারণ, শীতকালে যারা বিয়ে করেন, তারা বিয়ের প্রস্তুতির চাপে উইকিপিডিয়ার দিকেই তাকানোর সময় পান না। আর যারা বিয়ে করেন না, তারা এত শীতল অনুভূতিতে আচ্ছন্ন থাকেন যে "বিয়ের উপযুক্ত বয়স" বা "শীতকালীন বিবাহ সংস্কৃতি" নিয়ে অপ্রয়োজনীয় নিবন্ধ তৈরি করে ফেলেন। এর ফলে উইকিপিডিয়ার মূল বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হয়।

আমি: আরে, আরে, প্রথম দুইটা তো ঠিক ছিল। কিন্তু শেষেরগুলিতে তুমি আবার বিয়ে ঢুকিয়ে দিয়েছো কেনো? ষষ্ঠ কারণ তা-ও চলে, কিন্তু সপ্তম কারণে তুমি সরাসরি বিয়ের উল্লেখ করলে। মনে রেখো, আমরা এখানে বিয়ে নিয়ে কোনো কথাই বলবো না। আবারও বলছি, আমরা বিয়ে নিয়ে কথাই বলবো না। বুঝতে পেরেছো, বিয়ে নিয়ে কোনো কথাই হবে না।

চ্যাটজিপিটি: তুমি বারবার বিয়ে বিষয়ে কথা বলছো, তোমার কি খুব বেশি বিয়ে করতে মনে চায়?

আমি: মানে? আমি বিয়ে নিয়ে কথা বলছি মানে আমার বিয়ে করতে মনে চায়? মানে, আমার মনে চায় না; এই কথা আমি বলছি না। কিন্তু এর অর্থ এই না যে, আমি এজন্য এই কথা বলছি। মানে, আমি বলতে চাচ্ছি যে, আমার বিয়ে করতে মনে চায় কিন্তু এর সাথে এর কোনো সম্পর্ক নেই। জেমিনি আপু সত্যিই বলে, তুমি খুব একটা ভালো নও। বড় বড় কথা বলো।

পাঠকবর্গ, চ্যাটজিপিটি সহায়তা না করায় আমরা জেমিনি আপুর কাছে চলে যাবো। কিন্তু আপনারা জানেন, জেমিনি হালনাগাদকৃত তথ্য দেয় ও সে মনে রাখেনা বলে বলে অহংকার করে। তাই আমি জেমিনি আপুর কাছে পরবর্তী হালনাগাদ আসলেই যাবো। কবে আসবে, সেটা শীতের পরই হয়ত জানা যাবে। কোন শীত, সেটা যদিও জানা যায়নি। ততদিন পর্যন্ত সম্পাদনা বন্ধ করতে না পারায় অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি।



পাঠকদের মন্তব্য

উইকিপিডিয়া

উইকিপিডিয়া আমার উইকিপিডিয়া
কত বছর কেটে গেল,
তবুও আস্থার জগতে একমাত্র নাম তুমি
উইকিপিডিয়া, উইকিপিডিয়া।
এই উইকিপিডিয়া দিবসে তুমি জন্ম নিয়েছ,
সেই ছোট্ট পিচ্চিটি থেকে আজ কত বড় হয়ে গেছ
মনে মনে ভাবি কত মানুষ তোমার জন্য শ্রম দিয়েছে
তোমায় তিলে তিলে গড়ে তুলেছে
তাই আজ আমরা তোমার জন্য গর্ব করতে পারি
উইকিপিডিয়া, উইকিপিডিয়া।
কত ধ্বংসপ্রবণতার মধ্যে দিয়ে যাচ্ছো তুমি
দিন দিন কত অগঠনমূলক সম্পাদনা করে দিচ্ছে তোমায় ক্ষতবিক্ষত
তোমায় ঠিক রাখতে আমাদের সে কি আয়োজন!
তবুও তুমি আছো পাহাড়ের মতো সুবিশাল শক্তিশালী
যেন এসব সামান্য আঁচড় মাত্র
তাই তোমার জন্মদিনে আজ তোমার ইতিহাস স্মরণ করি;
হে উইকিপিডিয়া, তোমার ২৪ বছর পূর্তিতে গ্রহণ করো এই কবির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা
এভাবেই থেকো সারাজীবন
যেন মানুষ তোমার কাছ থেকে শিখে যেতে পারে আজীবন।



পাঠকদের মন্তব্য

উইকিপিডিয়া, সাধু ভাষা ও চলিত ভাষা

উইকিপিডিয়ায় সাধু ভাষায় লিখা হয়তো বর্ত্তমান কালে নিরেট একখানা স্বপ্ন। কিন্তু বাংলা চলিত ভাষার এতো এতো লাগামহীন পরিবর্তনের কারণে খুব বেশিদিন ইহার চর্চা থাকিবেনা বলিয়াই অনুমিত হয়। ইহা ব্যতীত ভাষার মাধুর্য্যের কথা তো আমি পূর্বেই লিখিয়াছি। ভাষার মাধুর্য্যের জন্যই খুব সম্ভবতঃ লিখক জাতি চলিত ভাষা ছাড়িয়া সাধু ভাষায় চলিয়া আসিবেন।

কেবল উইকিপিডিয়াই নহে, তাবৎ পত্র-পত্রিকা আর বই-পত্তরে চলিত ভাষা দেখিয়া আমার বোধ হয় যেন কেহ বাংলা ভাষার সঞ্জীবনী ছিনাইয়া লইতেছে। যদিওবা চলিত ভাষা মানুষের মুখের কাছাকাছি বলিয়া লিখিতে সহজ, কিন্তু এই ভাষায় লিখিবার কিংবা পড়িবার আনন্দ নিতান্তই গৌণ বলিয়াই বোধগম্য হইবে। অন্যান্য ভাষার দিকে তাকাইয়া দেখুন, সেইসব ভাষার পদ্য ও গদ্য অদ্যাবধি কিরূপ রাজকীয়ভাবে স্বীয় দায়িত্ব পালন করিয়া যাইতেছে। বাংলা চলিতরূপের প্রসারের কারণেই ইহার মধ্যে পুরাতন সেই ঐশ্বর্য্য আর বাকি নাই। উর্দু ভাষার প্রতি এই কারণে কখনও কখনও আমি বেশ ঈর্ষান্বিত হই। ঐ ভাষার শ্রেষ্ঠত্ব দেখুন না, আজকেও ঐ ভাষার পাঠদান পাকিস্তান কিংবা ভারত দেশে শ্রেষ্ঠ পর্যায়ের কর্ম্ম বলিয়া গণ্য হয়। যদিও বাংলা ভাষার অধ্যাপকগণও বাংলাদেশ কিংবা ভারতে সম্মান পাইয়া থাকেন, কিন্তু সেই সম্মান পাওয়া কেবলই অধ্যাপনার কারণেই হইয়া থাকে; এর সাথে বাংলা ভাষার শ্রেষ্ঠত্বের দূর দূর সম্পর্ক নাই। ঐসমস্ত দেশে যখন কাব্যচর্চার জন্য শায়েরী-মুশায়েরার আসর বসে, কতো গুণীজন সেখানে যাইয়া স্বীয় পদধূলি দিয়া আসিতে প্রাধান্য দিয়া থাকেন।

উইকিপিডিয়া লইয়া যদ্যাবধি সম্পাদনা-আরাধনা করিয়া আসিতেছি, কাহাকেও পাই নাই যিনি উইকিপিডিয়াকে সাধু ভাষায় রূপ দিতে চাহেন। সবাই হয়তো স্রোতের দিকেই বহিয়া যাইতে পছন্দ করিয়া থাকিবেন। আমিও বিভিন্ন ব্যস্ততার কারণে বিষয়টি লইয়া নীরবতাই অবলম্বন করিয়া আসিয়াছি অথবা স্রোতের সঙ্গেই তাল মিলাইয়া চলিতে পছন্দ করিয়া আসিতেছি। উইকিপিডিয়ার ভগিনীপ্রকল্প উইকিসংকলনে কখনও কখনও এই কারণেই গিয়া শান্তি লইয়া আসি, সেইস্থানে পুরাতন বই-পত্তর লইয়া কাজ হইয়া থাকে। সেইসব বই পড়িতে কতোই না আনন্দ! কেহ বুঝি কোমল আর মোলায়েম শব্দগুলি আমার মনের মধ্যে স্পর্শ করাইয়া দিতেছে।

আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমদিকে সাধু ভাষায় লিখালিখি আরম্ভ করিলেও খুব দ্রুতই লিখার ধারা পরিবর্তন করিয়া লন। তাহার লিখা পরিবর্তন করিতে আমাদের প্রিয় লিখক প্রমথ চৌধুরীর অবদান উল্লেখ্যভাবে বলা হইয়া থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর স্বীয় মনমাধুরী আর লিখিবার শক্তিবলে হয়তোবা গীতাঞ্জলী লিখিয়াছিলেন, কিন্তু কবিগুরুর পরবর্তী সময়ে ভিন্ন কাহাকেও পাওয়া যাইবেনা, যিনি ভাষাকে এতোখানি মাধুর্য্য দিতে পারিয়াছেন। অন্যান্য সাহিত্যিকদের আমি ছোট করিতেছি না, তাহারা স্বীয় সময়ে অবশ্যই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করিয়া গিয়াছেন। কিন্তু হয়তোবা সাধু ভাষার এতো নিকটবর্ত্তী কালে থাকিবার কারণেই কবিগুরু এতো সুন্দর করিয়া ভাষার ব্যবহার করিতে পারিয়াছিলেন। পরবর্তী ব্যক্তিবর্গ সাধু ভাষা কেবলই পড়িবার জন্যই চর্চা করিয়াছেন, নিজে চর্চা নিতান্তই গৌণ সংখ্যক মানুষ করিয়াছেন।

উইকিপিডিয়ায় সাধু ভাষায় লিখা হয়তো বর্ত্তমান কালে নিরেট একখানা স্বপ্ন। কিন্তু বাংলা চলিত ভাষার এতো এতো লাগামহীন পরিবর্তনের কারণে খুব বেশিদিন ইহার চর্চা থাকিবেনা বলিয়াই অনুমিত হয়। ইহা ব্যতীত ভাষার মাধুর্য্যের কথা তো আমি পূর্বেই লিখিয়াছি। ভাষার মাধুর্য্যের জন্যই খুব সম্ভবতঃ লিখক জাতি চলিত ভাষা ছাড়িয়া সাধু ভাষায় চলিয়া আসিবেন। অন্যান্য ভাষাগুলি দেখুন, ইংরাজি ভাষায় কথা বলা শিক্ষা করা কতোই না সহজ। তথাপি, শেক্সপিয়র সাহেবের লিখা বুঝিতে পারা ভিন্নরূপের যোগ্যতা। ইহা ব্যতীতও আপনি কি সাধারণ ইংরাজি শিখিয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মর্ম উপলব্ধি করিতে পারিবেন? কক্ষনোই না। উর্দু ভাষার বিষয়টিও দেখুন, আল্লামা ইকবাল কিংবা জন এলিয়ার লিখা বুঝে, এমন উর্দুভাষী কি খুব বেশী? অথচ ভারত ও পাকিস্তানের পৃথক পৃথক শিক্ষালয়ে মির্জা গালিবের চর্চাও দেখিয়াছি। যেইখানে গত শতাব্দীর উর্দু লিখকদের লিখা বুঝাই দুরূহ কার্য।

আমাদের কবিগুরু এবং অন্যান্য চলিত ভাষাকে প্রাধান্য দেওয়া কবি-সাহিত্যিকরা হয়তো বাংলা ভাষার উপর সংস্কৃতের প্রভাবকে অপসারণ করিতে চাহিতেন। কিন্তু একখানা প্রচলিত ভাষার একখানা শ্রেণীকে অপসারণ করা কি খুবই সহজ? অভিধান খুলিয়াই দেখুন, কতগুলি শব্দ অদ্যাবধি আমরা সংস্কৃতের অনুরূপ ব্যবহার করিতেছি। আমি কাহাকেও বলিতেছিলাম, আমরা সংস্কৃতের অপ্রয়োজনীয় দিকখানা রাখিয়া দিয়াছি, প্রয়োজনীয় দিক বর্জন করিয়াছি। নচেৎ যাহারা চাহেন সংস্কৃতের প্রভাব বর্জন করিতে তাহাদের উচিত ছিল, নতুন শব্দ আবিষ্কার করা ও সংস্কৃত শব্দ বর্জন করা। সেইখানে তাহারা পুরাতন শব্দ বর্জন না করিয়াই কেবলই সুন্দর নীতিগুলি বর্জন করিয়াছেন।

অন্যের সমালোচনা তো অনেক করিলাম, এক্ষণে স্বীয় কার্যের প্রতি দৃষ্টিপাত করি। আমি যদ্যপি চাহি যে, সাধু ভাষা প্রচলিত হউক, তথাপি আমার দ্বারা ইহার প্রতি উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হইয়া উঠে নাই। আমি অন্যদের ন্যায় সদাই কল্পনা করিয়া যাই, ঈশ্বরের পক্ষ হইতে কোনো দেবতুল্য মানব আসিবেন ও সঠিক সঠিক বিষয়গুলি প্রচলিত করিবেন। আমার মনে হইতেছে না যে, ইহজন্মে এই স্বপ্ন সত্য হইবে। তবুও স্বপ্ন দেখিতে দোষ কী?




পাঠকদের মন্তব্য

বাংলা উইকিপিডিয়ায় ২০২৪ সালের সর্বাধিক পঠিত নিবন্ধসমূহের একটি পর্যালোচনা

২০২৪ সালে বাংলা উইকিপিডিয়া ব্যবহারকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলো নানা বৈচিত্র্যময় বিষয়। পাঠকেরা এই বছর ইতিহাস, সাহিত্য, রাজনীতি এবং বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁদের কৌতূহল মেটানোর জন্য বাংলা উইকিপিডিয়ার শরণাপন্ন হয়েছেন। এখানে বছরের সবচেয়ে বেশি পঠিত দশটি নিবন্ধের সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করা হলো।

সর্বাধিক পঠিত দশটি নিবন্ধ

১. বাংলাদেশ - ৭,৪৪,৭১৯ বার

বাংলাদেশ সম্পর্কিত নিবন্ধটি ছিলো বছরজুড়ে শীর্ষে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র, এর রয়েছে একটি দীর্ঘ ইতিহাস, ভূগোল, সংস্কৃতি। বাংলা উইকিপিডিয়ার অধিকাংশ পাঠক ভৌগলিকভাবে বাংলাদেশের হওয়ায়, এতে তুলে ধরা হয়েছে সাম্প্রতিক ঘটনাবলী যা বিস্তারিত তথ্যের জন্য এটি পাঠকদের কাছে সবসময় আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এই বছরও তার ব্যতিক্রম ছিল না। তাই সর্বাধিক পঠনের ভিত্তিতে এবার নিবন্ধটি প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া এটি ২০২৪ সালে ৬১ জন সম্পাদক ১৭৮ বার সম্পাদনা করেছেন।

২. আনন্দবাজার পত্রিকা - ৭,৩০,৭৯৯ বার

ভারতীয় সংবাদমাধ্যমের মধ্যে অন্যতম, আনন্দবাজার পত্রিকা সম্পর্কে তথ্য জানতে অনেকেই এই নিবন্ধটি পড়েছেন। এটি পত্রিকাটির ইতিহাস এবং প্রভাব সম্পর্কে একটি বিশদ ধারণা দেয়। নিবন্ধটির বিষয়বস্তু বছর জুড়ে নানান ইস্যুতে বিভিন্ন প্রেক্ষাপটে বাংলাভাষীদের কাছে আগ্রহের বিষয়ে পরিণত হয়েছে। যদিও পুরো বর্ষজুড়ে পাতাটি তেমন সম্পাদনাই করা হয়নি। ৪ জন পৃথক সম্পাদক কেবল ৪ বারই পাতাটি সম্পাদনা করেছেন।

৩. মুহাম্মদ ইউনূস - ৭,২২,৮২৩ বার

ড. মুহাম্মাদ ইউনুস ২০০৬ সালে নোবেল পেলেও ২০২৪ সালের অসহযোগ আন্দোলনের পর সর্বাধিক আলোচনায় আসেন।

চট্টগ্রামের ব্যক্তি ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল বিজয়ী উল্লেখযোগ্য একজন ব্যক্তি। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর তার জীবনী এবং কর্মের প্রতি ২০২৪ সালে উল্লেখযোগ্য পরিমাণে মানুষের আগ্রহ ছিল, যার ফলে তার নিবন্ধে পাঠকদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। এছাড়া দায়িত্ব নেওয়ার পর তাকে ঘিরে চলা বিভিন্ন ঘটনা তার প্রতি মানুষের জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয় যার প্রভাব তার নিবন্ধের পাঠক সংখ্যার উপর পড়ে। ৭৮ জন উইকিপিডিয়ান ২০২৪ সালে তার নিবন্ধটি ২৮৮ বার সম্পাদনা করেন।

৪. রবীন্দ্রনাথ ঠাকুর - ৬,৫৮,৩২৩ বার

রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষের প্রথম নোবেল বিজেতা

ভারতের জাতীয় কবি, বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা ও বাংলা সাহিত্যের কবিগুরু হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর সর্বদা পাঠকদের আগ্রহে থাকেন। নোবেল বিজয়ী এই কবির সৃষ্টিকর্মের ফলে বাংলাদেশ ও ভারতের পাঠকদের কাছে নিবন্ধটি গুরুত্ব পেয়ে থাকে এবং অন্যান্য বছরের ন্যায় এবারও তার নিবন্ধটি আগ্রহের শীর্ষে রয়েছে। এই পাতাটি ২৫ জন সম্পাদক ৫৩ বার পুরো ২০২৪ সাল জুড়ে সম্পাদনা করেছেন।

৫. এক্স এক্স এক্স এক্স (অ্যালবাম) - ৬,৩৫,১০২ বার

এক্স এক্স এক্স এক্স কানাডীয় নৃত্য-পাঙ্ক ব্যান্ড ইউ সে পার্টি দলের তৃতীয় পূর্ণ দৈর্ঘ্যের অ্যালবাম। অ্যালবামটি ২০০৯ সালের ২৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়। অ্যালবামটির নিবন্ধ ২০২৪ সাল জুড়ে ৮ জন উইকিপিডিয়ান ৮ বারই সম্পাদনা করেছেন।

৬. শেখ মুজিবুর রহমান - ৫,৪৩,৮৯১ বার

ব্রিটিশ ভারত, পাকিস্তান বাংলাদেশের ইতিহাস ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের একজন ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানের জীবনী এবং রাজনৈতিক ভূমিকার প্রতি পাঠকদের আগ্রহ বজায় ছিল। এই বছর ছাত্র–জনতার অভ্যুত্থান পরবর্তী আওয়ামী শাসনের বিতর্কের জেরে তাকে নিয়ে হওয়া আলোচনার ফলে তার নিবন্ধে প্রচুর পাঠকের আনাগোনা ঘটে। এই নিবন্ধটি ২০২৪ সালে সর্বমোট ৪৬ জন সম্পাদক ২০০ বার সম্পাদনা করেছেন।

৭. কাজী নজরুল ইসলাম - ৪,৬৫,৭০৩ বার

কাজী নজরুল ইসলামকে কখনো কখনো বাংলাদেশের জাতীয় কবি বলে অভিহিত করা হয়

ভারতের পশ্চিমবঙ্গের চুরুলিয়ায় জন্মানো বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশ ও ভারত উভয় দেশে জনপ্রিয়। তাই প্রতি বছর তার নিবন্ধের প্রতি থাকে পাঠকদের আগ্রহ। এই বছরও তা অব্যাহত ছিল। পাশাপাশি কাজী নজরুল ইসলামকে এই বছর বাংলাদেশের জাতীয় কবি ঘোষণায় পাঠকদের আগ্রহ বেড়ে যায় এই অসাম্প্রদায়িক ব্যক্তিত্বের নিবন্ধে। তার নামের নিবন্ধটি উইকিপিডিয়ায় ২০২৪ সালে ২২ জন সম্পাদক ৫৪ বার সম্পাদনা করে উন্নয়ন করেন।

৮. মুহাম্মাদ - ৪,২৫,৭২৮ বার

ইসলাম ধর্মের প্রধান নবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের নিকট একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও বিশ্বের প্রধান একটি ধর্মের প্রচারক বিধায় প্রতি বছর তার নিবন্ধে প্রচুর মানুষের আনাগোনা থাকে। সৌদি আরবের মক্কা শহরে জন্ম নেওয়া নবী মুহাম্মাদের প্রচারিত জীবনব্যবস্থা ইসলাম ধর্ম আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং তিনি বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের মাঝে অন্যতম। এই তালিকার অন্য নিবন্ধগুলির বিপরীতে এই নিবন্ধটি ২০২৪ সালের সম্পাদনার দিক থেকে সেরা দশের তালিকায়ও রয়েছে। এই বছর ৩৮ জন সম্পাদক এটি ৬২৬ বার সম্পাদনা করেছেন।

৯. বাংলা ভাষা - ৩,৯৫,১৭৯ বার

বাংলা উইকিপিডিয়া বাংলা ভাষায় লিখিত।‌ বাংলা ভাষার ইতিহাস, বিকাশ এবং বৈচিত্র্য সম্পর্কে জানার জন্য পাঠকেরা এই নিবন্ধে ঝুঁকেছেন। নিবন্ধটি ইন্দো-ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত এই ভাষাটির নানান খুঁটিনাটি তথ্য তুলে ধরে পাঠকদের বিশদ জ্ঞান অর্জনে সহায়ক বলে অনেক পাঠকের আনাগোনা বেশ লক্ষণীয়। ২০২৪ সালে ৪৬ জন সম্পাদক ৯৯ বার সম্পাদনা করেছেন।

১০. মিয়া খলিফা - ৩,৯০,২৭০ বার

লেবাননে জন্ম নেওয়া প্রাপ্তবয়স্ক ছায়াছবির এই সাবেক অভিনয়শিল্পী বিভিন্ন কারণে সারাবিশ্বে ইতিবাচক ও নেতিবাচকভাবে আলোচিত বিধায় তার জীবনীর প্রতি পাঠকদের সর্বদা আগ্রহ থাকে। এবারও এর ব্যতিক্রম ছিল না, এই বছরেও পাঠকদের আগ্রহের মধ্যে শীর্ষ দশে মিয়া খলিফা জায়গা করে নিয়েছেন। ১৫ জন সম্পাদক ১৬ বার এই নিবন্ধটি সম্পাদনা করেছেন।

পর্যালোচনা

২০২৪ সালের বাংলা উইকিপিডিয়ার পঠিত নিবন্ধগুলোর তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, পাঠকেরা দেশীয় ইতিহাস, রাজনীতি, সাহিত্য, ধর্মীয় বিষয় এবং বিনোদনের প্রতি সমানভাবে আগ্রহী ছিলেন। এই বৈচিত্র্যময় পাঠপ্রবণতা বাংলা উইকিপিডিয়ার গুরুত্ব এবং প্রাসঙ্গিকতাকে আবারও প্রমাণ করে।

বাংলা উইকিপিডিয়া ক্রমবর্ধমানভাবে জ্ঞান ও তথ্যের একটি নির্ভরযোগ্য উৎসে পরিণত হচ্ছে। এর পাঠকসংখ্যা বাড়ানোর পাশাপাশি আরও বেশি মানসম্মত নিবন্ধ সংযোজনই হতে পারে ভবিষ্যতের প্রধান লক্ষ্য।



পাঠকদের মন্তব্য

টেমপ্লেট এবং মডিউল: উইকিপিডিয়ায় শক্তিশালী সরঞ্জাম

টেমপ্লেট এবং মডিউল উইকিপিডিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। এগুলি নিবন্ধগুলিকে পরিষ্কার, সংগঠিত এবং সহজে ব্যবস্থাপনাযোগ্য করে তোলে। যেসব তথ্য একাধিক পাতায় ব্যবহৃত হয় বা পরিবর্তনের সম্ভাবনা থাকে, সেগুলি টেমপ্লেট ও মডিউলের মাধ্যমে সহজে সন্নিবেশ ও হালনাগাদ করা যায়। এর ফলে সময় বাঁচে এবং ভুলের সম্ভাবনা কমে।

টেমপ্লেট

টেমপ্লেটসমূহ উইকিপিডিয়ার "টেমপ্লেট" নামস্থান -এ তৈরি হয়। এগুলি {{টেমপ্লেট নাম|<parameter>}} ফরম্যাটে ব্যবহার করা হয়। টেমপ্লেট ব্যবহার করে একই ধরনের তথ্য একাধিক পাতায় স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শন করা সম্ভব। উদাহরণস্বরূপ, কোনও নির্দিষ্ট তারিখ, তথ্যসূত্র বা বার্তা একাধিক নিবন্ধে প্রদর্শনের জন্য টেমপ্লেট ব্যবহার একটি কার্যকর উপায়।

টেমপ্লেট তৈরি করার সময়, এগুলিতে বিভিন্ন প্যারামিটার বা মান ব্যবহার করা যায়। এই প্যারামিটারগুলির মাধ্যমে টেমপ্লেটকে আরও নমনীয় করা হয়। উদাহরণস্বরূপ:

{{উদাহরণ টেমপ্লেট|প্যারামিটার১=মান১|প্যারামিটার২=মান২}}

এর মাধ্যমে একই টেমপ্লেট বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী ভিন্ন আকারে ব্যবহার করা যায়। টেমপ্লেট ব্যবহারের সুবিধাগুলির মধ্যে রয়েছে:

  • একই তথ্য বারবার লেখার প্রয়োজন নেই।
  • তথ্য হালনাগাদ করতে গেলে কেবলমাত্র টেমপ্লেটটি সম্পাদনা করলেই সেটি সব জায়গায় প্রযোজ্য হয়।
  • নিবন্ধের গঠন এবং চেহারা একরকম থাকে।

উদাহরণ হিসেবে, "দ্ব্যর্থতা নিরসন" টেমপ্লেটটি নিবন্ধের শিরোনামের দ্ব্যর্থতা নিরসনে ব্যবহৃত হয়। যেমন:

{{দ্ব্যর্থতা নিরসন|কক্ষপথ}}

মডিউল

মডিউলসমূহ আরও উন্নত এবং গতিশীল কার্যক্ষমতা সরবরাহ করে। এগুলি লুয়া (Lua) নামক প্রোগ্রামিং ভাষায় তৈরি করা হয় এবং উইকিপিডিয়ার "মডিউল" নামস্থান-এ সংরক্ষিত থাকে। মডিউল ব্যবহারের মাধ্যমে জটিল গণনা, ডেটা প্রক্রিয়াকরণ এবং স্বয়ংক্রিয় ফিচার সংযোজন করা যায়, যা টেমপ্লেট দিয়ে সম্ভব নয়।

মডিউল সাধারণত টেমপ্লেটের সাথে একত্রে কাজ করে। টেমপ্লেট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট সংগ্রহ করে মডিউলকে পাঠায়, যেখানে মডিউল প্রয়োজনীয় প্রক্রিয়াকরণ করে ফলাফল প্রদান করে। উদাহরণস্বরূপ, মডিউল ব্যবহার করে তারিখ গণনা, তালিকা তৈরি বা ডাটাবেস থেকে তথ্য প্রদর্শন করা সম্ভব।

মডিউল ব্যবহারের কয়েকটি সুবিধা:

  • জটিল লজিক বা গণনা কার্যকরভাবে সম্পন্ন করা যায়।
  • কোড পুনরায় ব্যবহারযোগ্য ও সংগঠিত থাকে।
  • নিবন্ধগুলিতে স্বয়ংক্রিয় তথ্য আপডেট করা যায়।

উদাহরণস্বরূপ, "মডিউল:নথি" টেমপ্লেট এবং মডিউলের নথি লিখতে ব্যবহার করা হয়:

{{#invoke:নথি|function_name|parameter}}

এভাবে মডিউল টেমপ্লেটের কার্যক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তোলে এবং উইকিপিডিয়ার পৃষ্ঠাগুলিকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করে তোলে।

বাংলা উইকিতে বহুল ব্যবহৃত কিছু টেমপ্লেট এবং মডিউল

উইকিপিডিয়ায় তথ্যছক টেমপ্লেটসমূহ মডিউল:তথ্যছক এর উপর নির্ভরশীল।

উইকিপিডিয়ার সবচেয়ে বেশি ব্যবহৃত মডিউল এবং টেমপ্লেটের মধ্যে তথ্যছক মডিউল এবং টেমপ্লেট অন্যতম। উইকিপিডিয়ার প্রায় প্রতিটি ব্যক্তি, দেশ, বিভাগ, জেলা, মৌল সম্পর্কিত নিবন্ধে তথ্য যোগ করতে তথ্যছক টেমপ্লেট ব্যবহার করা হয়। তথ্যছক টেমপ্লেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টেমপ্লেট যা উল্লেখিত পাতা সমূহে সহজে তথ্য যোগ করতে ব্যবহার করা হয়।

টেমপ্লেট:নথি মূলত মডিউল:নথি এর উপর নির্ভরশীল।

এটি টেমপ্লেট এবং মডিউল এ নথি যুক্ত করতে ব্যবহৃত হয়। এটির মাধ্যমে টেমপ্লেট অথবা মডিউলের কার্যাবলী এবং ব্যবহারবিধি সহজে যুক্ত করা যায়।

ব্যবহার: {{নথি|}}

প্রাকদর্শন:


মডিউল:ConvertTime সেইসকল ভাষার উইকিতে ব্যবহৃত হয় যেসকল ভাষায় আরবী সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়না, যেমন: বাংলা ভাষা।

ব্যবহার: {{#invoke:ConvertTime|main|২০২৫}} => 2025

উপসংহার

টেমপ্লেট এবং মডিউল উইকিপিডিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি সরঞ্জাম। টেমপ্লেট সহজ ও নির্ভুল উপায়ে বারবার তথ্য প্রদর্শন করতে সাহায্য করে, যেখানে মডিউল তথ্য সন্নিবেশে আরও জটিল কার্যক্ষমতা ও স্বয়ংক্রিয়তা যোগ করে। এই দুটি সরঞ্জাম একত্রে কাজ করে উইকিপিডিয়ার নিবন্ধগুলোকে আরও সংগঠিত, কার্যকর ও আধুনিক করে তোলে। তাই, উইকিপিডিয়ার উন্নয়নে টেমপ্লেট এবং মডিউল ব্যবহারের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।



পাঠকদের মন্তব্য

উইকিপত্রিকা বার্ষিক পরিসংখ্যান ২০২৪

যান্ত্রিক ত্রুটি অথবা ব্যক্তিগত কারণে পরিসংখ্যানের তথ্যসমূহের তারতম্য ঘটতে পারে। তাই, এটি উইকিপিডিয়ার অগ্রগতির বা সম্পাদনার মানের মানদণ্ড হিসেবে ব্যবহার না করার পরামর্শ রইল, তবে এখান হতে যেকোন ধরনের সহায়তা নিতে পারবেন!

উইকিপত্রিকা বার্ষিক পরিসংখ্যান মূলত একটি বিস্তারিত প্রতিবেদন, যা প্রতি বছর উইকিপিডিয়া সম্পর্কিত বিভিন্ন পরিসংখ্যান, তথ্য এবং বিশ্লেষণ উপস্থাপন করে। এই প্রতিবেদনে বিগত ৫ বছরের উইকিপিডিয়ার পাতা, সম্পাদনা, নিবন্ধ সম্পর্কিত একটি পরিসংখ্যান তুলে ধরা হয়। এর উদ্দেশ্য হলো পূর্ববর্তী বছরগুলোর অগ্রগতির সাথে তুলনামূলক পরিসংখ্যান তৈরি করে উইকিপিডিয়ার সক্রিয়তা এবং অগ্রগতি তুলে ধরা ও সার্বিক মূল্যায়ন করার জন্য পাঠককে একটা ধারণা দেয়া।

নতুন পরিসংখ্যান নিয়ে বিস্তারিত জানার জন্য পড়ে নিন আমাদের পূর্ণ প্রতিবেদন।

সক্রিয় ব্যবহারকারী

সাল সংখ্যা (জন)
২০২০ ৩৩০
২০২১ ৩৪৮
২০২২ ৩৪০
২০২৩ ৩১৩
২০২৪ ৩২০

সারাংশ

ছক এবং গ্রাফ হতে দেখা যাচ্ছে, ২০২১ সালে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ এবং এই সংখ্যা সর্বনিম্ন ছিল ২০২৩ সালে। ২০২০-২০২১ সালের মধ্যে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৫.৪৫% বৃদ্ধি পেয়েছে। কিন্তু এর পরের বছর হতে ২০২৪ সাল পর্যন্ত ৩৪৮ জন হতে ৩১৩ জনে ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। কিন্তু, গত বছরেই ২০২৪ সালে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা আগের বছরের তুলনায় ২.২৩% বৃদ্ধি পেয়েছে।

২০২১ সালে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা সর্বোচ্চ হওয়ার একটি কারণ হলো করোনা মহামারির কারণে ঘোষিত লকডাউন। ফলে, অনলাইন সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় উইকিপিডিয়ায় সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। এর পরবর্তী বছর হতে উইকিপিডিয়ার সক্রিয়তা কমতে শুরু করে। ২০২৪ সালের একটি ভালো লক্ষণীয় দিক হলো, উইকিপিডিয়া বিগত বছরের তুলনায় আরো সক্রিয় হয়ে উঠে।

সম্পাদনা সংখ্যা

সাল সংখ্যা
২০২০ ৮,২৯,৭৮৬
২০২১ ৭,৬৬,৬৬২
২০২২ ৬,৫২,০৫২
২০২৩ ৭,৯৬,২১০
২০২৪ ৬,৯৬,৪৩৫

সারাংশ

ছক হতে দেখা যাচ্ছে, বিগত পাঁচ বছরের সম্পাদনা সংখ্যা মোটামুটি স্থিতিশীল অবস্থায় আছে। ২০২০ সালে সর্বোচ্চ সম্পাদনা হলেও পরবর্তী বছরসমূহে সম্পাদনা কমতে থাকে। এরপর, ২০২৩ সালে বিগত বছরের তুলনায় ২২% বৃদ্ধি পেলেও ২০২৪ সালে সম্পাদনা সংখ্যা আগের বছরের তুলনায় কমে যায় ১২% কমে যায়।

সক্রিয় ব্যবহারকারী হিসেবে বিবেচনা করলে, ২০২৪ সালের প্রতি সক্রিয় ব্যবহারকারীর সম্পাদনা সংখ্যা ছিল গড়ে প্রায় ২১৭৬ , যা বিগত বছরের তুলনায় কম, ২০২৩ সালে ছিল প্রতি জনে গড়ে প্রায় ২৫৭৬ । এতে থেকে বোঝা যায় যে ২০২৪ সালে সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি সত্ত্বেও সম্পাদনা কম হয়েছে।

বিস্তারিত দেখুন এখানে

নতুন পাতা

সাল সংখ্যা
২০২০ ১,২৫,৬৬০
২০২১ ৭৬,৭৮৬
২০২২ ৭৪,১৬৯
২০২৩ ১,৮৪,৫৭৪
২০২৪ ৬৪,৫৩৭

সারাংশ

গ্রাফ হতে স্পষ্ট দেখা যাচ্ছে যে ২০২০ সাল এবং ২০২৩ সালে ব্যাপক হারে নতুন পাতা তৈরি করা হয়েছে। এখানে নতুন পাতা বলতে কেবল নিবন্ধ নয়, এর মধ্যে টেমপ্লেট, মডিউল, উইকিপিডিয়া প্রকল্প পাতা, বিষয়শ্রেণী পাতা, সাহায্য পাতা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। ২০২০ সালে হতে ২০২১ সালে একটি বড় ধরনের পতন ঘটে, প্রায় ৩৮.৯% হ্রাস পায়।

এরপর প্রায় স্থিতিশীল ভাবে নতুন পাতা তৈরি হতে থাকে। এরপর, ২০২৩ সালে সর্বোচ্চ সংখ্যক পাতা তৈরি হয়েছে। ২০২২ সালের তুলনায় প্রায় ৬৭.৫% বেশি! লক্ষণীয় যে, ২০২৩ সালের তৈরিকৃত নতুন পাতার মধ্যে টেমপ্লেট তৈরির সংখ্যা খুব বেশি ( প্রায় ৫২.৮৩% )

পরবর্তী বছরে, ২০২৪ সালে, বিগত ৫ বছরের মধ্যে সর্বনিম্ন সংখ্যক পাতা তৈরি করা হয়েছে, ২০২৩ সালের তুলনায় প্রায় ৬৫.০৩% হ্রাস পেয়েছে!

বিস্তারিত দেখুন এখানে

নতুন ব্যবহারকারী

সাল সংখ্যা (জন)
২০২০ ২৩,৭৩৬
২০২১ ২০,১৮৫
২০২২ ২১,৫১৮
২০২৩ ১৮,৫৫৩
২০২৪ ১৪,৭৬২

সারাংশ ছক হতে দেখা যাচ্ছে, প্রতিবছরই (২০২২ সাল ব্যতীত) নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা ক্রমান্বয় হারে হ্রাস পাচ্ছে এবং সর্বনিম্ন নিবন্ধিত ব্যবহারকারী সংখ্যা দাঁড়ায় ২০২৪ সালে। ২০২১-২০২২ সালে নতুন ব্যবহারকারীর আগমন ৬.৬% বৃদ্ধি পায়। এরপর আবার নবীন ব্যবহারকারীর আনাগোনা কমতে থাকলে শেষ পর্যন্ত তা ২০২৩ সাল হতে ২০.৪৭% কমে যায়।

প্রতিবছর ১০ হাজারের উপরে নতুন ব্যবহারকারী নিবন্ধন করে থাকে, কিন্তু তাদের মধ্য থেকে অবদানকারী খুব অল্প সংখ্যকই পাওয়া যায়। উইকিপিডিয়ায় নতুন ব্যবহারকারীদের যোগদানের জন্য একটি ভূমিকা পালন করছে উইকিপিডিয়ায় আয়োজিত প্রতিযোগিতা বা এডিটাথনসমূহ। প্রত্যেক উইকিপিডিয়া প্রতিযোগিতায় দেখা যায় বিশাল সংখ্যক ব্যবহারকারী উইকিপিডিয়ায় যুক্ত হচ্ছে এবং তা উইকিপিডিয়ার সার্বিক উন্নয়নে কাজ করেছে।

নতুন নিবন্ধ

সাল সংখ্যা
২০২০ ২১,৩৫৬
২০২১ ১৫,৫৯১
২০২২ ১৬,৩০২
২০২৩ ১৩,৪৯৮
২০২৪ ১৬,৫৩১

সারাংশ

গ্রাফ থেকে দেখা যাচ্ছে, বিগত পাঁচ বছরে ২০২০ সালে সর্বোচ্চ সংখ্যক নিবন্ধ তৈরি করা হয়েছে। ২০২০ হতে ২০২১ সালে নিবন্ধ তৈরির হার ৩০% কমে যায় এবং এর পরের বছর হতে প্রায় একই হারে নিবন্ধ তৈরি হতে থাকে। অবশেষে, ২০২৪ সালে নিবন্ধ তৈরির হার ২২.৪৭% বৃদ্ধি পায়।

২০২০ সালে সর্বোচ্চ নিবন্ধ তৈরির কারণ ছিল উইকিপিডিয়া ১ লক্ষ নিবন্ধ মাইলফলক অর্জন করা, যা সফল হয়েছিল। এর পরবর্তী বছর হতেই স্বাভাবিক নিয়মে নিবন্ধ তৈরি হতে থাকে এবং সেই বিবেচনায় ২০২৪ সালে সবচেয়ে বেশি নিবন্ধ তৈরি করা হয়েছিল।

সর্বোচ্চ সম্পাদক

  1. কুউ পুলক - ৪০,০৩৬
  2. Tuhin - ৩৪,৩৩০
  3. Gc Ray - ২৩,৮৫৮
  • অনুরাগ - ৫৯,৪৪৫ [সক-পাপেট তদন্তের পরে এই ব্যবহারকারীকে বাধা দেওয়া হয়েছে]

সর্বোচ্চ নিবন্ধ সৃষ্টিকারী

  1. Tuhin - ৩,৬৬১ টি
  2. Waraka Saki - ১,২৪২ টি
  3. কুউ পুলক - ৮৫৯ টি
  • অনুরাগ - ৯৪৭ টি [সক-পাপেট তদন্তের পরে তাকে বাধাদান করা হয়েছে]
মন্তব্য: ব্যবহারকারী Tuhin এর তৈরিকৃত নিবন্ধ ২০২৪ সালে উইকিপিডিয়ায় তৈরিকৃত নিবন্ধের প্রায় ২২.১৫%। তাই, Tuhin কে ২০২৪ সালের উইকিপিডিয়ার সেরা ব্যবহারকারী বলা যায়।

বর্ণনা

সকল ছক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ২০২৪ সালে নতুন নিবন্ধ এবং সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সম্পাদনা এবং তৈরিকৃত পাতার সংখ্যার অবনতি ঘটেছে। এছাড়াও নতুন আগমনকারীদের সংখ্যাও কমেছে। এখান হতে স্পষ্ট যে, ২০২৪ সালে ব্যবহারকারীরা অন্যান্য বছরের তুলনায় সম্পাদনার চেয়ে নতুন নিবন্ধ তৈরির দিকে মনোযোগ দিয়েছে। আরেকটি লক্ষণীয় দিক হলো এই বছরে নতুন পাতা তৈরির হার ব্যাপকভাবে কমে গিয়েছে, যার মধ্যে ২৬% নতুন নিবন্ধের (১৬,৫৩১টি) এবং ২৮% নতুন বিষয়শ্রেণীর (১৭,৯৪৯টি)। অর্থাৎ, ২০২৩ সালে টেমপ্লেট তৈরি সংখ্যা বেশি ছিল, এবং ২০২৪ সালে বিষয়শ্রেণী তৈরির সংখ্যা বেশি।

ব্যবহারকারী বিভাগের দিকে তাকালে দেখা যায়, প্রতিবছরের ন্যায় এই বছরও অসংখ্য নতুন ব্যবহারকারী আসলেও সক্রিয় থাকছেন মাত্র কয়েকজন। অর্থাৎ, ব্যবহারকারীর চেয়ে অবদানকারীর সংখ্যা খুবই কম।

আরেকটি বিষয় হলো, বিগত ১০ বছরের মধ্যে উইকিপিডিয়ায় বাধাদানের সংখ্যা সবচেয়ে বেশি ছিল ২০২৪ সালে (অন্যান্য বিগত বছরের তুলনায় ২০২৪ সালে প্রথমবার বাধাদানের সংখ্যা ১ হাজার পার হয়েছে)। যদিও, অন্যান্য সালের তুলনায় অসীম বাধাদানের সংখ্যা কম, ২০২৪ সালের মধ্যে অসীম বাধাদানের শিকার হয়েছে প্রায় ৬২% বাধাদানকারীর মধ্যে।

একটি ভালো দিক হলো, বিগত বছরেরে তুলনায় এই বছরে নিবন্ধ তৈরির সংখ্যা বেড়েছে। এইভাবে যদি নতুন তৈরি হার একই থাকে, তবে আশা করা যায় যে আগামী ২০২৬ সালের মাঝামাঝি সময়ে নিবন্ধের সংখ্যা ২ লক্ষ পার হবে!

সারসংক্ষেপে, উইকিপিডিয়ার সম্পাদনা অনুযায়ী অবদানকারীর সংখ্যা কমে যাচ্ছে এবং অপব্যবহারের সংখ্যাও বাড়ছে। তাই, যেসব ব্যবহারকারী নতুন এসেছে অথবা আসবে, তাদের সার্বিক সহায়তার জন্য চেষ্টা চালাতে হবে এবং তাদেরকে অবদানকারী দলে অন্তর্ভুক্ত করার জন্য উৎসাহ এবং সাহস প্রদান করা উচিত, এবং অবশ্য আমাদেরকে সচেতন হতে হবে, যাতে তারা কোনোভাবে নিরুৎসাহিত না হয়। তাহলে বাংলা উইকিপিডিয়ার যাত্রা অন্যান্য প্রকল্পের তুলনায় স্বার্থক এবং সফল হবে।

অন্যান্য পরিসংখ্যান

নিচে আরও কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যান এবং তথ্য তুলে ধরা হয়েছে, যা পরবর্তীর জন্য রেকর্ড-স্বরূপ সংরক্ষণ রাখা হয়েছে।

পাতা অর্ধ-সুরক্ষা প্রদান৭৮টি
পাতা সম্পূর্ণ-সুরক্ষা প্রদান২৯টি
বাধাদান করা হয়েছে৬৬৪ জন ব্যবহারকারী
নতুন বট৩টি
স্থানান্তর সংখ্যা৫,০৮৪
ধন্যবাদ২,২৫৫
অপসারণ১২,৮৬৬
মোট বর্ণ যোগ৬৬ কোটি ৭০ লাখ
বট দ্বারা সম্পাদনা১৫.০৪%
বট দ্বারা পাতা তৈরি১৯.৪১%

আয়োজন

ক্রম এডিটাথন নিবন্ধ সংখ্যা
বিজ্ঞান এডিটাথন ২০২৪ ৮৫টি
অসমীয়া-বাংলা আন্তঃউইকি সহযোগিতামূলক সম্পাদনা মেলা ২০২৪ ৩১টি
জাতীয় সংসদ নির্বাচন এডিটাথন, ২০২৪ ৩৪টি
আন্তর্জাতিক নারী দিবস অনলাইন সম্পাদনা সভা ২০২৪ ৩২টি
রমজান এডিটাথন ২০২৪ ৯৫টি
আন্তর্জাতিক জাদুঘর দিবস সম্পাদনাসভা ২০২৪ ২০টি
উইকিপিডিয়া গণিত এডিটাথন ২০২৪ ১১১টি
জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪ ৫৫টি (নিবন্ধ সম্প্রসারণ)
ক্রম প্রতিযোগিতা নিবন্ধ সংখ্যা
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪ ৪৬০
নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৪ ৮৬২
উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ ১৯৬

অধিকার

নতুন অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী (২০২৪)
অধিকারের নাম সংখ্যা (জন)
নিরীক্ষক
ফাইল স্থানান্তরকারী
রোলব্যাকার
স্বয়ংক্রিয় পর্যবেক্ষক

বিস্তারিত পরিসংখ্যান

সম্পাদনা

নিবন্ধ৫,১২,৫১৮
বিষয়শ্রেণী৫০,৬৯৪
ব্যবহারকারী২৭,৯৯১
টেমপ্লেট১৬,৪০৩
উইকিপিডিয়া১৫,৭৭৩
চিত্র৬,৫৬৬
খসড়া১,৮৫২
প্রবেশদ্বার৮৫৯
মিডিয়াউইকি২৫৮
সাহায্য৫২

পাতা

নিবন্ধ১৬,৫৩১
বিষয়শ্রেণী১৭,৯৪৯
ব্যবহারকারী১৯১৪
টেমপ্লেট২১৪৮
উইকিপিডিয়া৭৩৭
চিত্র২,৩১৩
খসড়া১৫৯
প্রবেশদ্বার৫১
মিডিয়াউইকি২৭
সাহায্য
নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। উইকিমিডিয়া পরিসংখ্যান, এক্সটুলস, উইকিস্ক্যান থেকে তথ্যসমূহ নেওয়া হয়েছে।



পাঠকদের মন্তব্য

উইকিপিডিয়া ও উইকিমিডিয়ার নানাবিধ স্বজন-আয়োজন

সম্প্রতি উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এর ফলাফল প্রকাশিত হয়েছে

উইকিপিডিয়া এশীয় মাস ২০২৪ এর ফলাফল প্রকাশিত

২০১৫ সাল থেকে প্রতিটি অংশগ্রহণকারী স্থানীয় সম্প্রদায় প্রতি বছরের নভেম্বর মাস জুড়ে একটি বার্ষিক নিবন্ধ তৈরির প্রতিযোগিতা আয়োজন করে। এতে তাদের নিজস্ব দেশ ব্যতীত এশিয়া সম্পর্কিত নিবন্ধ তৈরি করা হয়। ভারত ও বাংলাদেশ ব্যতীত এশিয়ার অন্যান্য দেশ সম্বন্ধীয় নিবন্ধের সংখ্যা ও গুণমান বৃদ্ধি করাই হলো বাংলা উইকিপিডিয়ায় এই আয়োজনের মূল উদ্দেশ্য।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশিত হলো সর্বশেষ ২০২৪ সংস্করণের আয়োজনের ফলাফল।

প্রতিযোগিতাটির এবারের আসরে অংশ নিয়ে নিবন্ধ জমা দিয়েছেন মোট ৩১ জন। জমা দেয়া ১৯৬ টি নিবন্ধের মধ্যে ১৯২ টি পর্যালোচনা শেষে গৃহীত হয়েছে। সর্বোচ্চ ৫০ টি নিবন্ধ গৃহীত হওয়ার মাধ্যমে এশীয় দূত হয়েছেন মোঃ মালেক ইসলাম। দ্বিতীয় এশিয়া দূত হয়েছেন মোঃ সাকিবুল হাসান। তার ৩৮ টি নিবন্ধ গৃহীত হয়েছে।

জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪

আনন্দময় বিজ্ঞান জগৎ-এর আয়োজনে এবং আদিভাই ও ওয়াকিলঅমাত্রিক-এর যৌথ সমন্বয়ে উইকিপিডিয়ায় প্রথমবারের মতো আয়োজিত হয়ে গেল জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪।

এই মুহূর্তে বাংলা উইকিমিডিয়ায় নিবন্ধের সংখ্যা ১,৬২,৮৩৯টি হলেও বিদ্যমান মানসম্মত বিজ্ঞানবিষয়ক ও পাঠ্যক্রম-সহায়ক নিবন্ধের সংখ্যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষত বাংলাদেশের পাঠ্যক্রমের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের প্রয়োজনীয় নিবন্ধগুলো বাংলা উইকিপিডিয়ায় ভালো অবস্থায় নেই। তাই বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিষয়াবলি এবং মহাকাশবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিবন্ধসমূহের সামগ্রিক মানোন্নয়ন করার লক্ষ্যে আয়োজিত হয়ে গেল জগদীশচন্দ্র বসু বিজ্ঞান এডিটাথন ২০২৪।

অনুবাদ বা নতুন নিবন্ধ তৈরিতে অংশ নিতে আগ্রহী ব্যবহারকারীরা নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে নিবন্ধ তালিকা থেকে নিবন্ধ বেছে নিয়েছেন। অনুবাদকৃত নিবন্ধ জমা দিলে তা পর্যালোচনা করে গ্রহণ বা সংশোধনের জন্য পাঠানো হয়েছে। এডিটাথনে অংশগ্রহণের স্মারক হিসেবে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়া যেকোনো একটি নিবন্ধ গৃহীত হলেই একটি উইকিপদক প্রদান করা হবে। শীর্ষ তিনজন ব্যবহারকারীকে বিশেষ উইকিপদক, মুদ্রিত সনদ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হবে।

উইকিপিডিয়ায় বাংলা ভাষায় পাঠ্যসূচিভুক্ত মানসম্মত বিষয়বস্তুর স্বল্পতা দূরীভূত করার উদ্দেশ্য নিয়ে আয়োজকেরা প্রতিবছর বিজ্ঞান এডিটাথন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন। এডিটাথনটিকে বাংলা উইকিপিডিয়ায় বাংলাদেশের বিজ্ঞান বিষয়ক শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত বিষয়াবলি এবং মহাকাশবিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে একটি কার্যকরী উদ্যোগের শুরু বলা চলে।

স্টুয়ার্ড নির্বাচনে প্রার্থী গ্রহণ শুরু

স্টুয়ার্ডগণ উইকিমিডিয়ার সকল উইকিতে সম্প্রদায়ের সম্মতি ও স্টুয়ার্ড নীতিমালা অনুসারে কারিগরী কাজগুলো করে থাকেন। এসকল কাজের মধ্যে আছে ব্যবহারকারী নাম পরিবর্তন, অ্যাকাউন্টের অপব্যবহার রোধে ব্যবহারকারীর বিশেষ কিছু তথ্য যাচাই করা, এবং এধরনের আরও অনেক কাজ। সাধারণত প্রতি বছরই নতুন স্টুয়ার্ড নির্বাচন করা হয়।

এবছর প্রার্থীতা জমাদান চলবে ১৫ জানুয়ারি ২০২৫, ০০:০০ (ইউটিসি) থেকে শুরু হয়ে ৩১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৯ (ইউটিসি) তারিখ পর্যন্ত। এই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের প্রশ্ন করার সুযোগ রয়েছে।

ভোট গ্রহণ চলবে ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০ (ইউটিসি) তারিখে শুরু হয়ে ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০ (ইউটিসি) তারিখ পর্যন্ত।

প্রার্থীদের মানদণ্ড পূরণ করার বাধ্যবাধকতা রয়েছে এবং নির্বাচিত হতে ৮০% সমর্থন অনুপাতে কমপক্ষে ৩০টি ভোট পেতে হয়। নির্বাচনের পর যে কেউ চাইলে সংগৃহীত পরিসংখ্যানে ফলাফল দেখতে পারবেন। বর্তমানে যারা স্টুয়ার্ড হিসেবে রয়েছেন তাদের নিশ্চিতকরণ প্রক্রিয়াও সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে।

উইকিপিডিয়া দিবস

১৫ জানুয়ারি উইকিপিডিয়া দিবস। এই দিনে উইকিপিডিয়ার ওয়েবসাইটে প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস সর্বপ্রথম সম্পাদনা করেন। এই দিনটিকে উইকিপিডিয়ার জন্মদিনও বলা হয়ে থাকে। এই দিনটি বিভিন্ন দেশের উইকিপিডিয়ানরা বিভিন্নরূপে পালন করেন। সাধারণত এই দিনটিতে উইকিপিডিয়ানরা কেক কেটে উদযাপন করে থাকেন বা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

বাংলা উইকিপিডিয়ার জন্মদিন

২৭ জানুয়ারি ২০২৫ সালে বাংলা উইকিপিডিয়ার জন্মদিন পালন করা হবে। উক্ত দিনে বাংলা উইকিপিডিয়া ২১ বছর পূর্ণ করবে। এই দিনে একটি আইপি ঠিকানা থেকে বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতা তৈরি করা হয়েছিল। জানা যায় যে ৯ ডিসেম্বর ২০০৩ সালে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের পিএইচডির তৎকালীন বাংলাদেশী শিক্ষার্থী শাহ আসাদুজ্জামান ইমেইল যোগে জিমি ওয়েলসকে বাংলা উইকিপিডিয়া তৈরির জন্য অনুরোধ করেছিলেন, যদিও উইকিপিডিয়ার বাংলা সাব-ডোমেইনটি ২০০২ সালেই সৃষ্টি হয়েছিল। এরপর ২০০৪ সালের ২৪ মে তারিখে বাংলা উইকিপিডিয়ার সর্বপ্রথম নিবন্ধ "বাংলা ভাষা" সৃষ্টি করা হয়। বাংলা উইকিপিডিয়ার জন্মদিন বিভিন্ন উইকিমিডিয়া সম্প্রদায় উদযাপন করে থাকে। আগের বছর বাংলাদেশের গাজীপুর জেলায় বাংলা উইকিসম্মেলনে বাংলা উইকিপিডিয়ার জন্মদিন আনুষ্ঠানিকভাবে উদযাপন করে উইকিমিডিয়া বাংলাদেশ। এই বছরও বিভিন্নভাবে বাংলা উইকিপিডিয়ার জন্মদিন পালন করা হবে বলে আশা করা হচ্ছে।

উদ্ধৃতি

  1. https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:আলোচনাসভা/সংগ্রহশালা/২০২৫/১-২
  2. https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:জগদীশচন্দ্র_বসু_বিজ্ঞান_এডিটাথন_২০২৪
  3. https://meta.wikimedia.org/wiki/Stewards/Elections_2025
  4. https://bn.wikipedia.org/wiki/উইকিপিডিয়া:উইকিপিডিয়া_দিবস
  5. https://www.kalerkantho.com/online/techbishwa/2017/02/25/467581




পাঠকদের মন্তব্য

প্রবন্ধ হালনাগাদ হয়ে থাকলে আপনাকে দেয়ালিকা শোধন করতে হতে পারে