উইকিপিডিয়া:উইকিপত্রিকা/চৈত্র ১৪৩১/পরিসংখ্যান

পরিসংখ্যান

ফেব্রুয়ারির শীর্ষ দশ

বাংলা উইকিপিডিয়ার শীর্ষ দশ ধারাবাহিকের এবার নিবেদিত মাস হচ্ছে ফেব্রুয়ারি ২০২৫। অন্যান্য মাসের তুলনায় অমর একুশে প্রতিযোগিতার জন্য এই মাসে অনেক বেশি সম্পাদনা হয়। যার ফলে বিশ্বের অন্যতম সমৃদ্ধ মুক্ত এই জ্ঞানভাণ্ডার তার উন্নয়নের পথে কয়েক পা এগিয়ে গিয়েছে। প্রতিদিন অসংখ্য স্বেচ্ছাসেবক তাদের মূল্যবান সময় ব্যয় করে তথ্যসমৃদ্ধ ও নির্ভুল নিবন্ধ তৈরি, সম্প্রসারণ এবং সংস্কার করে চলেছেন। এ মাসে প্রতিযোগিতার বিষয়বস্তুর পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিবন্ধ সম্পাদনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং অভিজ্ঞ ও নতুন উভয় সম্পাদকই উইকিপিডিয়ার সমৃদ্ধিতে অবদান রেখেছেন। এই প্রতিবেদনে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় সম্পাদনা কার্যক্রম, নতুন নিবন্ধ তৈরি, শীর্ষ সম্পাদকদের অবদান এবং প্রশাসনিক কার্যক্রমের সংক্ষিপ্ত পরিসংখ্যান তুলে ধরা হলো।

সর্বাধিক সম্পাদিত শীর্ষ দশ নিবন্ধের তালিকা

ফেব্রুয়ারি মাসে বাংলা উইকিপিডিয়ায় কিছু নিবন্ধ বিশেষভাবে আলোচনায় এসেছে এবং তুলনামূলক বেশি সম্পাদনা পেয়েছে। নিচে সর্বাধিক সম্পাদিত নিবন্ধগুলোর তালিকা দেওয়া হয়েছে।

ক্রম নিবন্ধের নাম সম্পাদনার সংখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ইতিহাস ৪৫০
জাতীয় নাগরিক পার্টি ৪২৩
২০২৪–২৫ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ৩২২
কিং লিয়ার ২৫১
আইন র‍্যান্ড ২২৩
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২২০
খাইবার পাখতুনখোয়ায় বিদ্রোহ ১৯৪
মুম্বইয়ের ইতিহাস ১৮৬
জীব ১৮৪
১০ দ্বিতীয় ইন্তিফাদা ১৮৩

শীর্ষ দশ সর্বাধিক নিবন্ধ প্রণেতার তালিকা

নতুন নিবন্ধ তৈরি উইকিপিডিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ দিক। ফেব্রুয়ারি মাসে বেশ কিছু অভিজ্ঞ ও নতুন সম্পাদক বাংলা উইকিপিডিয়ায় নতুন নিবন্ধ সংযোজন করেছেন, যা বাংলা ভাষায় মুক্ত জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

ক্রম ব্যবহারকারী নাম মোট নিবন্ধ
Md. T Mahtab ৩৭৭
Nettime Sujata ২১৩
RDasgupta2020 ১৯৬
কুউ পুলক ১৩০
Aishik Rehman ৫৫
মোঃ মালেক ইসলাম ৫৩
Muhtasim Sinha ৫০
Waraka Saki ৩৭
Jawata Afnan Roza ৩৭
১০ Syrus257 ৩৬

শীর্ষ দশ সর্বাধিক সম্পাদনাকারী ব্যবহারকারী

বাংলা উইকিপিডিয়ার সামগ্রিক উন্নয়নে প্রতিদিনকার সম্পাদনাগুলো বিশেষ ভূমিকা রাখে। ফেব্রুয়ারি মাসে যেসব ব্যবহারকারী সবচেয়ে বেশি সম্পাদনা করেছেন, তাদের তালিকা নিচে প্রদান করা হয়েছে। একজন আইপি ব্যবহারকারী ৩৬৯৬টি সম্পাদনা করেছেন, কিন্তু আইপি হওয়ায় তার নামটি তালিকায় আসেনি।

ক্রম ব্যবহারকারী সম্পাদনা সংখ্যা
কুউ পুলক ৬২৮২
Mehedi Abedin ২৫৭২
Ahmed Reza Khan ১৯২৭
Nahian ১৯২৩
Md. T Mahtab ১৮৩১
Sbb1413 ১৭৫৭
Tuhin ১৭৪৩
মোঃ মালেক ইসলাম ১৪৪৫
FaysaLBinDaruL ১২৪৬
১০ Jawata Afnan Roza ১২১৮

শীর্ষ দশ প্রশাসকদের অ্যাকশনের পরিসংখ্যান

উইকিপিডিয়ার প্রশাসকগণ সম্পাদনা তদারকি, ধ্বংসপ্রবণতা প্রতিরোধ এবং নীতিমালার সুষ্ঠু বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে থাকেন। ফেব্রুয়ারি মাসেও প্রশাসকরা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। নিচে প্রশাসনিক কর্মকাণ্ডের শীর্ষ দশ পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। নতুন প্রশাসক ছাকিব ভাই ৩৩৭টি প্রশাসনিক পদক্ষেপ নিয়ে শীর্ষে রয়েছেন, যার মধ্যে অপসারণ, পুনর্বহাল, বাধাদান এবং ব্যবহারকারী অধিকার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ কাজ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রকি মাসুম, শাকিল, রিয়াজ, ঐশিক ভাইসহ অন্যান্য প্রশাসকরাও বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

ক্রম নাম দল মোট অপ স.অমৎ. ল.অ পুপুনরুদ্ধার বাধা বা.র সু অসু. অধি.অধিকার এক.একত্রীকরণ অ.ছা. মডেল
MS Sakib প্রশাসক ৩৩৭ ২৭৯ ১৪ ১৯ ১৪
RockyMasum প্রশাসক ৩২৩ ৩২১
MdsShakil গোপনকারীস্টুয়ার্ডপ্রশাসক ২৮৪ ২০৫ ২৯ ২৬
RiazACU ব্যবহারকারী পরীক্ষকপ্রশাসক ১৮৩ ১২৪ ৫৪
Aishik Rehman প্রশাসক ১৬৫ ১৪৪ ১৫
Moheen প্রশাসক ৮৫ ৮৫
Ashiq Shawon প্রশাসক ৭৭ ৭০
Suvray প্রশাসক ৫৭ ৫৬
Yahya ইন্টারফেস প্রশাসকগোপনকারীস্টুয়ার্ডপ্রশাসক ৫৬ ৩৯
১০ আফতাবুজ্জামান ইন্টারফেস প্রশাসকপ্রশাসক ২৯ ২৬


২০২৫ সালের ফেব্রুয়ারি মাস বিভিন্ন কারণে বাংলা উইকিপিডিয়া বেশ সচল ছিল, এটি একটি কার্যকর মাস ছিল। নতুন নিবন্ধ সংযোজন, বিদ্যমান নিবন্ধের মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম যথারীতি পরিচালিত হয়েছে। সম্পাদকেরা ধীরগতির মধ্যেও উইকিপিডিয়ার তথ্যসম্ভার সমৃদ্ধ করতে অব্যাহতভাবে কাজ করেছেন। ভবিষ্যতে আরও কার্যকরী সম্পাদনা ও নতুন সম্পাদকদের অংশগ্রহণের মাধ্যমে বাংলা উইকিপিডিয়া আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশা করা যায়।