উইকিপিডিয়া:অপসারণ পর্যালোচনা/বাংলা পক্ষ

বাংলা পক্ষ সম্পাদনা

বাংলা পক্ষ নামক নিবন্ধটি পুনরায় তৈরি করতে ইচ্ছে প্রকাশ সম্পাদনা

বাংলা পক্ষ (আলাপ|সম্পাদনা|ইতিহাস|লগ|সংযোগ|নজরে রাখুন) (পুনরুদ্ধার)

নমস্কার
বাংলা পক্ষ এই শিরোনামধারী নিবন্ধটি অতীতে তৈরি করা হলেও যথাযথ তথ্যসূত্রের অভাব, অনুপুযুক্ত লেখনশৈলী, অহেতুক ও অযৌক্তিক বিষয়বস্তু এমন বিভিন্ন খামতি থাকার দরুন তা যথার্থতভাবেই অপসারিত করে দেওয়া হয়। তৎসত্ত্বেও, আমি এই নিবন্ধটি সমস্ত তথ্য, যথাযথ তথ্যসূত্র, নিরপেক্ষতা আদি অবলম্বন করেই পুনরায় তৈরি করতে ইচ্ছুক। উইকিপিডিয়ায় যেকোনো কারণবশত (এক্ষেত্রে সেটা ছিল পুরোপুরি ন্যায্য কারণবশতই) মুছে ফেলা নিবন্ধ আবার করে সৃষ্টির উপর কোনোধরণের বাধানিষেধ যেহেতু নেই সেহেতু আমি এই নিবন্ধটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে আগ্রহী। সম্পর্কিত বিষয়টি (নিবন্ধটি) ইতিমধ্যে সামাজিক, রাজনৈতিক মহলে যথেষ্ট উল্লেখযোগ্যও হয়েছে, কাজেই আমার বিশ্বাস উইকিপিডিয়ায় উল্লেখযোগ্যতার প্যারামিটারটি পর্যাপ্তভাবেই সার্থক করা হবে।
@NahidSultan:, @Ashiq Shawon:
অশেষ ধন্যবাদ। -- Mouryan (আলাপ) ১২:৫৫, ৮ জানুয়ারি ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]

@Mouryan হ্যা নিবন্ধটি উল্লেখযোগ্য, https://en.wikipedia.org/wiki/Bangla_Pokkho, আপনি এই লিঙ্ক থেকে নিরেপক্ষভাবে অনুবাদ করতে পারেন। কার যেন উপপাতায় দেখেছিলাম নিবন্ধটা, সেখানে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিলোনা। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৮:২৩, ১২ নভেম্বর ২০২১ (ইউটিসি)[উত্তর দিন]
বাংলা পক্ষ শিরোনামটি বাংলা উইকিপিডিয়াতে সুরক্ষিত (অসীম) করা হয়েছে। ফলে শুধুমাত্র প্রশাসকগণ এই শিরোনামে নিবন্ধ শুরু করতে সক্ষম। পূর্বে আমি নিজে নিবন্ধ শুরু করেছিলাম। কিন্তু একজন ব্যবহারকারী নিবন্ধটিতে অপসারণ প্রস্তাব রাখেন (স্বার্থের সংঘাত) এবং নিবন্ধটি অপসারণ করা হয়।
বর্তমানে নিবন্ধটি বর্তমানে ইংরেজি উইকিপিডিয়ায় রয়েছে এবং বেশ বড় আকারেরই রয়েছে। ফলে আমি বাংলা পক্ষ শিরোনাম থেকে সুরক্ষা (অসীম) অপসারণের আবেদন করছি। সেই সঙ্গে সম্ভব হলে আমার শুরু করা নিবন্ধটি ফিরিয়ে এনে পর্যালোচনা (স্বার্থের সংঘাত বিষয়ে) করার আনুরোধও করছি। ... @NahidSultan:, @Ashiq Shawon:খাঁ শুভেন্দু (আলাপ) ১০:১০, ১০ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]