উইকিপিডিয়া:অনুরোধের খাতা/হাতের পাঁচ
"হাতের পাঁচ" তালিকাসম্পাদনা
শর্তাবলীসম্পাদনা
- ভুক্তির সংখ্যা - এখানে ৫টি ভুক্তি থাকবে। এক বারে ৫টির বেশি ভুক্তি এখানে দেয়া হবে না।
- কে প্রস্তাব রাখবেন? - যে কেউ নতুন ভুক্তির প্রস্তাব রাখতে পারেন। নতুন ভুক্তির পাশে সংশ্লিষ্ট বিষয়ের ইংরেজি নাম / ইংরেজি উইকির লিংক দিলে ভালো হয়।
- ভুক্তি যোগ প্রতিস্থাপন -
- কোনো ভুক্তি তৈরী হয়ে গেলে সেটার বদলে অন্য একটি দেয়া হবে।
- যিনি নতুন ভুক্তিটি তৈরী করবেন, তিনি হাতের পাঁচ তালিকা থেকে সেটি সরিয়ে তৈরী হয়ে যাওয়া ভুক্তির তালিকায় সেটাকে যোগ করে দেবেন। তবে ভুক্তির আকারের শর্ত মানতে হবে (নিচে দেখুন)।
- আকারের শর্ত - একটি ভুক্তি তৈরী করার সময় অবশ্যই কমপক্ষে ৩ প্যারাগ্রাফ লেখা (স্ক্রিন ভরতে পারে এরকম) দিয়ে ভুক্তিটি শুরু করতে হবে। এর কম লেখা দিয়ে শুরু করলে তা হিসাবে ধরা হবে না, এবং "তৈরী হয়ে গেছে" এমন তালিকায় সরানো যাবে না।
- উইকিপিডিয়া:অনুরোধের খাতা/হাতের পাঁচ/সেপ্টেম্বর ২০১৯
- উইকিপিডিয়া:অনুরোধের খাতা/হাতের পাঁচ/আগস্ট ২০১৯
- উইকিপিডিয়া:অনুরোধের খাতা/হাতের পাঁচ/জুলাই ২০১৯
সংক্ষিপ্ত সহযোগিতা কার্যক্রমে অংশগ্রহণকারীদের তালিকা এবং পয়েন্টসম্পাদনা
নিচের তালিকায় আপনার নাম এবং অন্যান্য তথ্য যোগ করুন। তালিকায় নাম যোগ করতে তালিকার শেষে |} এর আগে নতুন লাইন তৈরি করে নিচের সংকেত কপি করে পেষ্ট করুন,
|-
|ঘর১ || ঘর২ || ঘর৩ || ঘর৪
এবং কলাম শিরোনাম অনুযায়ী ঘরের মান পরিবর্তন করুন।
নাম | নিবন্ধের সংখ্যা | নিবন্ধের তালিকা | শেষ হালনাগাদকৃত তারিখ |
---|---|---|---|
অয়ন | ৮ | হেলিকপ্টার, ফ্লুরসেন্ট বাতি, নীল (বর্ণ), প্যাঁচা, বেলুন, শামুক, ভোঁদড়, কাঁথা | জুলাই ১১, ২০০৯ |
ফয়সল | ৩ | মোমবাতি, বেলন, থার্মোমিটার | জুলাই ১০, ২০০৯ |
রেজওয়ান | ১ | হালুয়া | জুলাই ০৪, ২০০৯ |
বেলায়েত | ১ | কম্বল | জুলাই ০৪, ২০০৯ |
রাগিব | ১ | বেগুন | সেপ্টেম্বর ৭, ২০০৯ |
মুনতাসির | ১ | পুরি (খাদ্য) | জুলাই ১, ২০০৯ |
জয়ন্ত | ২ | খরা, তিস্তা নদী | জুলাই ৯, ২০০৯ |
মুনির হাসান | ০ | ||
নাসির খান | ০ | ||
রিয়াদ | ১ | ইস্পাত | জুলাই ২৪, ২০০৯ |
তানভির | ২ | টাক, স্কুইড | সেপ্টেম্বর ৯, ২০০৯ |
রোহান | |||
আলী হায়দার খান (তন্ময়) | ২ | বায়েজিদ বোস্তামি, তেল | জুলাই ২২, ২০১০ |
মহীন রীয়াদ | ২ | কামরাঙা, কামিনী | ফেব্রুয়ারি ২৪, ২০১৪ |
পুরনো পরিসংখ্যানসম্পাদনা
মাস | মোট নিবন্ধ | সর্বাধিক নিবন্ধদাতা |
---|---|---|
জুন ২০০৯ | ৯০ | ফয়সল (৩৪) |
জুলাই ২০০৯ | ১৩ |