উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৫/রমজান

     

     

ইসলাম বিষয়ক এডিটাথন ২০২৫
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি করাই হলো এই এডিটাথনের মূল উদ্দেশ্য।

নিয়মাবলী:

  1. এডিটাথনে অংশ নিতে অবশ্যই প্রবেশকৃত (লগ-ইন থাকা) অ্যাকাউন্ট থেকে অনুবাদ করতে হবে, আইপি থেকে সম্পাদিত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  2. ইসলাম সম্পর্কিত যেকোনও নিবন্ধ অনুবাদ করা যাবে (আপনার সুবিধার্থে এখানে একটি তালিকা রয়েছে)।
  3. কোনও নিবন্ধ গৃহীত হতে হলে তাতে অবশ্যই নূন্যতম ৩০০ শব্দ থাকতে হবে
  4. যা লিখবেন তা যেন প্রাঞ্জল, বোধগম্য হয়। যান্ত্রিক অনুবাদ গৃহীত হবে না।
  5. নিবন্ধ সৃষ্টির সংখ্যা অনুসারে বিজয়ী নির্ধারিত হবে।

যোগাযোগ: এডিটাথন সম্পর্কে আপনার যে কোনো জিজ্ঞাসা আলাপ পাতায় অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে লিখুন।

পুরস্কার

সম্পাদনা
স্থানীয় পুরস্কার
  • প্রথম শীর্ষ ৩ অবদানকারীকে শুভেচ্ছা উপহার হিসেবে ডিজিটাল সনদ প্রদান করা হবে।
  • গৃহীত হওয়া নিবন্ধ প্রণেতাকে উইকিপদক প্রদান করা হবে।
আন্তর্জাতিক পুরস্কার

এই প্রতিযোগিতা সমাপ্তির পর নিবন্ধগুলি আন্তর্জাতিক দলের কাছে পাঠানো হবে। আন্তর্জাতিক দল সবচেয়ে বেশি নিবন্ধ সৃষ্টিকারীদের এই পুরস্কার দিবেন। উদাহরণস্বরূপ: ইন্দোনেশীয় উইকির এক সম্পাদক ৫০০ নিবন্ধ লিখল, বাংলা উইকির এক সম্পাদক ২০০ নিবন্ধ লিখল ও আরবি উইকির এক সম্পাদক ১০০ নিবন্ধ লিখল। এই ক্ষেত্রে বৈশ্বিকভাবে ইন্দোনেশীয় উইকির ব্যক্তি প্রথম, বাংলা উইকির ব্যক্তি দ্বিতীয় ও আরবি উইকির ব্যক্তি তৃতীয় হবেন।

  • ১ম স্থান অধিকারী - ৩০০ ডলার (৩৬,৪০০ টাকা)
  • ২য় স্থান অধিকারী - ২০০ ডলার (২৪,২০০ টাকা)
  • ৩য় স্থান অধিকারী - ১০০ ডলার (১২,১০০ টাকা)
  • ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী - ৫০ ডলার (৬,০০০ টাকা)

নিবন্ধ জমা দিন

সম্পাদনা

একটি নিবন্ধের কাজ শেষ করেছেন?
আপনার তৈরি নিবন্ধটি জমা দিন

সামাজিক যোগাযোগ মাধ্যম

সম্পাদনা