উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষণ/২০১৮

Ahm masum সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি একজন নিয়মিত এবং অভিজ্ঞ ব্যবহারকারী। বাংলা উইকিপিডিয়াতে আমার ৬৫০০ এরও বেশী সম্পাদনা রয়েছে। অন্যান্য উইকিমিডিয়া প্রকল্পে আমার ২০০০ এরও বেশী সম্পাদনা রয়েছে। বাংলা উইকিপিডিয়ায় আমার রোলব্যকার অধিকার রয়েছে। আমি জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে সম্পূর্ণ অবগত এবং উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে তা মেনে চলি। যদি আমি এই অধিকারটি পাই তাহলে আমার সম্পাদনাসমূহ অন্য ব্যবহারকারীদের পরীক্ষিত হিসেবে চিহ্নিত করতে হবে না যা তাদের সময় অপচয় হওয়া থেকে রক্ষা করবে।-- মহামতি মাসুম (আলাপ) ১২:৩৬, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে-- অভিজ্ঞ ও পুরাতন ব্যবহারকারী। করা হয়েছে। ফেরদৌস১২:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Imtiaz ahmed rifat সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ায় আছি প্রায় ১ বছর।ইতিমধ্যে ৫০ নিবন্ধ এবং ৫৫০+ সম্পাদনা করেছি। আমি কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত।এই অধিকার পাওয়ার সবগুলো শর্তই পুরণ করেছি।অধিকারটি পেলে হয়তো আমার সম্পাদনায় সাহায্য করবে না,তবে আমাকে এটা উৎসাহিত করবে এবং বাকিদের উপর পেট্রোলিং এর চাপ কমাবে।ধন্যবাদ Imtiaz ১৫:৫৮, ২০ জুলাই ২০১৮ (ইউটিসি)

  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৫:৪২, ২৬ জুলাই ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

Arian Writing সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়াতে আমার ৫০টির বেশি নিবন্ধ ও ২,০০০+ সম্পাদনা রয়েছে এবং বাংলা উইকিপিডিয়ার বিভিন্ন নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। একজন নিয়মিত এবং অভিজ্ঞ ব্যবহারকারী হিসেবে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকারটির আবেদন রাখছি। Arian Writing আলাপ ১০:২৭, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২৩:৩৯, ৩ আগস্ট ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]