উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/স্বয়ংক্রিয় পরীক্ষক/২০১৫

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে চলচ্চিত্র,বিজ্ঞান,বাংলাদেশের ঐতিহ্য, ইউনিয়ন, পৌরসভাসহ আরো বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। এছাড়া বিভিন্ন উইকিপ্রকল্পে কাজ শুরু করেছি এবং ভবিষ্যৎে উইকিতে আরো সক্রিয় হওয়ার মানসে এই ক্ষেত্রে কাজ করে যাচ্ছি এবং যাবো। আশা করি আমার বিগতদিনের কাজের ভিত্তিতে আমাকে স্বয়ংক্রিয় পরীক্ষণ এর অধিকারটি দিবেন। ইকবাল হোসেন (আলাপ) ১১:১২, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  সমর্থন ইকবাল এই অধিকারটি পাওয়ার যোগ্য। এখনও পর্যন্ত সে ৭১টি মানসম্মত নিবন্ধ তৈরী করে ফেলেছেন। এছাড়াও সে একজন নিয়মিত এবং বিশ্বস্থ ব্যবহারকারী।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১২:৫৩, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাব (আলাপ) ১৫:৩১, ১৩ মার্চ ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বিগত কয়েকমাস ধরে রসায়ন বিষয়ক বিভিন্ন নিবন্ধ ও টেমপ্লেট সম্পাদনা করেছি এবং এই বিষয়ে আমার সুস্পষ্ট ধারণা হয়েছে। এছাড়া নিবন্ধের মান উন্নয়ন এবং অন্যান্য বিষয়েও সম্পাদনা করেছি ও করতে আগ্রহী। আমি উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা কালে উক্ত নিবন্ধের যাচাইযোগ্যতা, কপিরাইট আইন, উল্লেখযোগ্যতা ও নীতিমালা সংক্রান্ত বিধিনিশেধ মেনে চলি। আমার পূর্বের সম্পাদনাসমূহে তা রয়েছে। Motiur Rahman Oni (আলাপ) ১২:৪৮, ১২ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৩, ১৩ এপ্রিল ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ার নিয়মিত সম্পাদক। আমি বাংলা উইকিপিডিয়া ৬০০ এর বেশী সম্পাদনা করিছি। আমি উইকিপিডিয়ার নিবন্ধ এ অবাঞ্ছিত লেখা যোগ করি না, এবং আর প্রায়শই নতুন বিষয়বস্তু যোগ করি।

আমি নিয়মিত নতুন নিবন্ধ তৈরি করি ও সম্পাদনা করি। আমি উইকিপিডিয়ার জীবিত ব্যক্তির জীবনী, কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালা সম্পর্কে পরিচিত ও তা উইকিপিডিয়ায় সম্পাদনা ও বিষয়বস্তু যোগের ক্ষেত্রে মেনে চলি আর ভবিষৎ এ চলব। আমি উইকিপিডিয়া ৫০টিরও বেশি নিবন্ধ তৈরি করেছি। আর নিয়মিত ধ্বংসপ্রবণতা মূলক সম্পাদনা রোধে আছি। যদি আমাকে এই অধিকার দেওয়া হয়। তাহলে এই অধিকার আমাকে নতুন আর সম্পূর্ণ নিবন্ধ তৈরিতে উৎসাহ যোগাবে। $R (আলাপ) ০৪:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  সফল; স্বাগতঃ জানাচ্ছি আপনাকে! - Suvray (আলাপ) ১৭:১০, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
Thank you very much.$R (আলাপ) ১৭:৪৭, ২৯ সেপ্টেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি এর মাধ্যমে উইকিপিডিয়ায় আরো সহজে অবদান রাখতে পারব। সাজিদ রেজা করিম (আলাপ) ১১:১৬, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

@সাজিদ রেজা করিম: আপনার সম্পাদনার মান খুব ভালো, অধিকারটি দিতেও আমার কোন আপত্তি নাই কিন্তু আপনার তৈরিকৃত নিবন্ধগুলোর মধ্যে অধিকাংশই তিন/চার লাইনের। আমার বাংলা উইকিপিডিয়ায় কমপক্ষে তিন/চার প্যারার নিবন্ধ আশা করি। সুতরাং আপনার প্রতি অনুরোধ থাকবে নিবন্ধ তৈরি করলে অন্তত যেন একটু বড় হয়। এবং এই অধিকারটি শুধুমাত্র যারা পাতা প্যাট্রোল করে তাদের চাপ কমাবে, আপনার সম্পাদনায় কোনই প্রভাব পড়বে না। একইসাথে আপনার আবেদনটি   সফল হিসেবে গৃহীত হল।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৩, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি খুব কম সময় হলেও বাংলা উইকিপিডিয়ায় ভাল অবদান রাখতে চেষ্টা করেছি। আমি বিভিন্ন বিষয়ের উপর নিবন্ধ লিখার সময় যাচাইযোগ্যতা, তথ্যসূত্র, উল্লেখযোগ্যতা, কপিরাইট প্রভৃতি বিষয় লক্ষ্য রাখি। এ অধিকারটি আমার উইকি সম্পাদনায় আরো ভালো অবদান রাখতে কাজে আসবে শাহাদাত সায়েম (আলাপ) ১৮:৪০, ১ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে আফতাব (আলাপ) ১৮:০৭, ২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় আরো ভালভাবে অবদান রাখা, নিজেকে উইকিপিয়ার সাথে আরো বেশি যুক্ত করা, প্রশাসনিক কাজে অংশগ্রহণ, কাজের চাপ কমানো। ধন্যবাদ। উজ্জ্বল সরকার (আলাপ) ০৬:৩৮, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]

  মন্তব্য ব্যবহারকারী ৯০টির বেশি নিবন্ধ তৈরি করেছে। তার   সমর্থন রইল।  ধন্যবাদ-- Sethtalk ০৬:৫৩, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে নিবন্ধ তৈরির পর অনুগ্রহ করে উইকিডাটার সাথে সংযোগ করে দেবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৯, ১৮ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)[উত্তর দিন]