উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/রোলব্যাক/২০১৯

  • অনুরোধের অবস্থা:    সফল

যখনই আমি সময় পাই উইকিপিডিয়ায় অবদান রাখার চেষ্টা করি। আমি এখন পর্যন্ত ১৫০০+ সম্পাদনা করেছি, যদিও এই সংখ্যা খুবই কম। আমি সাধারণত নতুন ব্যবহারকারী ও আইপি ঠিকানা কর্তৃক ধ্বংসপ্রবণতা রোধে কাজ করে থাকি। যদিও রোলব্যাক অধিকার ছাড়াই এটি করা যায়, কিন্তু একজন ব্যবহারকরীর একাধিক ধ্বংসপ্রবণ সম্পাদনা বাতিলের ক্ষেত্রে ঝামেলায় পড়তে হয়। আমি উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। তাই আমাকে রোলব্যাক অধিকার প্রদান করলে ধ্বংসপ্রবণতা রোধে আমার কাজ করতে আরও সুবিধা হবে। ~ইসমাইল (আলাপ) ০৪:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:২৫, ৪ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি উইকিপিডিয়ার নীতিমালা এবং রোলব্যাক কখন করতে হয় তা সম্পর্কে জ্ঞাত।আমার ইতোমধ্যে স্বয়ংক্রিয় পরীক্ষণ অধিকার টি আছে।যদিও আমি বর্তমানে টুইংকল ব্যবহার করছি,তবে আশা করি অযাচিত সম্পাদনাসমূহ বাতিল করতে রোলব্যাক অধিকারটি আমাকে বাড়তি সুবিধা দিবে ইমতিয়াজ (আলাপ) ১০:৫০, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:১৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি লক্ষ করেছি, সেসব সম্পাদনা রোলব্যাক করা হয় সেগুলো বাতিল হওয়ার সাথে পরীক্ষিতও হয়ে যায়। ফলে অন্য টহলকারীদের সময় বাঁচে। আমি হয়তো সম্পাদনা বাতিল করলে সেগুলো একটি একটি করে পরীক্ষিত করতে পারি, কিন্তু সময়ের অভাবে করি না। এছাড়া রোলব্যাক ব্যবহার করলে সম্পাদনা বাতিল করতে কম সময় লাগবে। তাই যেসব সম্পাদনা বাতিলে ব্যাখ্যার প্রয়োজন নেই এবং কেউ যুক্তিযুক্ত আপত্তি করবে না সেগুলো রোলব্যাক করতে চাই। WP:রোলব্যাক পড়ে রোলব্যাক সুবিধার জন্য আবেদন করছি - Ahmad ১৩:৩২, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

করা হয়েছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৫:৪৭, ৮ মার্চ ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা রোধে ও অনাকাঙ্ক্ষিত সম্পাদনা সহজে বাতিলের জন্য এই সুবিধাটি চাই। —মারুফ হোসেন (আলাপ) ০৬:৪৮, ১৬ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৮, ১৭ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিত উইকিপিডিয় অবদান রাখি ও এর নীতিমালা এবং রোলব্যাক সম্পর্কে অবগত আছি, এবং কখন রোলব্যাক ব্যবহার করতে হয়। আমি বর্তমানে নিরীক্ষক হিসেবে অমীমাংসিত পরিবর্তন গুলো পর্যালোচনা করে থাকি। রোলব্যাক আমাকে ধ্বংসপ্রবণতা সম্পাদনাসমূহ বাতিল করতে এবং SW Viewer এর সুবিধা পেতে সাহায্যে করবে। জনি (আলাপ) ১৮:৫৯, ২১ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৭, ২২ জুন ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় আমি নিয়মিতভাবে সম্পাদনা করে থাকি। আমি রোলব্যাক সম্পর্কে পড়েছি। আমি তার মাধ্যমে জেনেছি যে, কখন রোলব্যাক করতে হয় এবং কখন রোলব্যাক করতে হয় না। এমতাবস্থায়, আমি রোলব্যাক অধিকার লাভের উপযুক্ত বলে মনে করি। S. M. Nazmus Shakib (আলাপ) ০৫:৫৩, ১০ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৭, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিত উইকিপিডিয় অবদান রাখি ও এর নীতিমালা এবং রোলব্যাক সম্পর্কে অবগত আছি, এবং কখন রোলব্যাক ব্যবহার করতে হয়রোলব্যাক আমাকে ধ্বংসপ্রবণতা সম্পাদনাসমূহ বাতিল করতে সাহায্যে করবে।--•— মোহাম্মদ নাবিল০৫:৩৮, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৩৭, ২১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি যখনই সময় পাই (সাধারণত নিয়মিত) উইকিপিডিয়ায় বিভিন্ন সম্পাদনা, পরিষ্কারকরণ, তথ্যসূত্র যাচাইকরণ ইত্যাদি করে থাকি। আমি রোলব্যাকার অধিকার সম্পর্কে পড়েছি এবং জেনেছি যে, ধ্বংসপ্রবণতা রোধে এটি কখন প্রয়োগ করতে হয় এবং কখন প্রয়োগ করা থেকে বিরত থাকতে হয়। এমতাবস্থায় আমি নিজেকে রোলব্যাকার অধিকারটির সদ্ব্যবহারের জন্য যোগ্য মনে করছি। যদি যোগ্য না হয় তাহলে কিভাবে উপযুক্ত হতে পারবো তাও জানাতে অনুরোধ জানাচ্ছি।-ধন্যবাদ নকীব সরকার বলুন... ০৬:১৮, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে - Suvray (আলাপ) ১১:৫২, ২৬ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখছি বিশ্বজ্ঞানে বাংলা ও বাংলাদেশের নাম উচ্চাসীন করতে। বাংলা ও বাঙালির সংস্কৃতি যেমন প্রাচীন তেমন সমৃদ্ধ। সঙ্গত কারণে আমাদের জাতিগত জ্ঞানের পরিমাণ ও বিশ্ব অঙ্গনে অবদানও বেশি হওয়া উচিত। কিন্তু তা হচ্ছে না কারণ আমরা কোয়ালিটির থেকে কোয়ান্টিটিকে প্রাধান্য বেশি দিচ্ছি। উইকিপিডিয়ায় অনেক অনিবন্ধিত ব্যাবহারকারী এমনকি অভিজ্ঞ ব্যাবহারকারীরাও ভুল তথ্য দিয়ে সম্পাদনা করছে বা ধ্বংসাত্মক কাজে লিপ্ত হচ্ছে। এসব কাজ ইচ্ছাকৃত হোকা বা অনিচ্ছাকৃত হোক তা রোধ করতে রোলব্যাক পদের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুভব করছি। আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও নিরীক্ষক সুবিধা যুক্ত আছে। আমি রোলব্যাক ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত আছি এবং কখন রোলব্যাক ব্যবহার করতে হয় তা জেনেছি। রোলব্যাক আমাকে ধ্বংসপ্রবণতা সম্পাদনাসমূহ বাতিল করতে সাহায্যে করবে। আমি আশা করছি এ পদ পেলে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মানকে বজায় রাখতে পারব। —রুহান (আলাপ) ১৯:২১, ২ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বিশ্বকোষের নীতিমালা মেনে বাংলা উেইকিপিডিয়ায় নিয়মিত অবদান রাখছি। আমার লেখা বা সম্প্রসারণ করা বেশ কিছু নিবন্ধে নতুন ব্যবহারকারী কিংবা আইপি থেকে ব্যবহারকারীদের অনেকে সম্পাদনা করতে গিয়ে তথ্যগত বিভ্রান্তি তৈরি করেন। তাদের সম্পাদনা একাধিকবার থাকলে স্বাভাবিকভাবে রোলব্যাক অধিকার ছাড়া একটির বেশি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত নেয়া সম্ভব হয় না। তাই ধ্বংস প্রবণতা রোধে রোলব্যাক অধিকারের প্রয়োজনীয়তা অনুভব করে সম্মানিত প্রশাসকগণের কাছে আবেদন করেছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ, নিরীক্ষক সুবিধা ও ফাইল স্থানান্তরের অধিকার যুক্ত আছে। এছাড়া রোলব্যাক ও মৌলিক বিষয়বস্তু নীতিমালা সম্পর্কে অবগত আছি এবং কখন রোলব্যাক ব্যবহার করতে হয় তা জানা আছে। আশা করি আমার সম্পদনা কাজে সহযোগিতা বাড়াতে এ অধিকারটি মঞ্জুর করা হবে।--দেলোয়ার () • ১৫:৩১, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০১, ৩১ আগস্ট ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আসলে উইকিপিডিয়াতে এই অধিকার আমার প্রয়োজন হতো না যদিও আমার একটি মানসম্মত ডিভাইস থাকত। আমার বর্তমান ডিভাইস হলো একটি মোবাইল ডিভাইস। আমার যদি কম্পিউটার ডিভাইস থাকত তাহলে টুইংকল ব্যবহার করে ধ্বংসপ্রবনতা রোধ করতে পারতাম। যদি মোবাইল ডিভাইসটি কম্পিউটার অবস্থায় করা যায়। কিন্তু কম্পিউটার ডিভাইসে পরিবর্তন করলে এই ডিভাইস কাজ করতে চায় না। কিছু দিন আগে ডিভাইসটির সমস্যা হয় এই কম্পিউটার অবস্থায় আনতে গিয়ে। এক কথায় কম্পিউটার অবস্থায় আনা অসম্ভব। তবে এই অধিকার পেলে মোবাইল ডিভাইস (উচ্চতর মোড) থেকে এই ধরনের কাজ করা যাবে বলে মনে করি। আরেকটা বিষয় হলো "পুনঃবস্থায়" ফেরত নামের একটি ব্যবস্থা উইকিপিডিয়াতে থাকলেও সেটা আমার কাছে ধ্বংসপ্রবনতার বিরুদ্ধে কার্যকরী মনে হয় না। আর এই অধিকার দেবার আগে যদি জানতে চান আমি ধ্বংসপ্রবনা সম্পর্কে কতটুকু জানি? কি ধ্বংসপ্রবণতা আর কি ধ্বংসপ্রবণতা না? সেটা নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনার সেই বিষয়ে প্রশ্ন করুন উত্তর প্রদান করব। এই অধিকারটি পাবার মূল উদ্দেশ্য ধ্বংসপ্রবণতা রোধ করা। আর কখন এটা ব্যবহার করব কখন করো না সেটা নিয়েও কিছুটা জানি।  ডোরেমন  (ডোরালাপ)🐱 ০২:০৭, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে। যদিও আপনি বলেছেন, "এটা ব্যবহার করব কখন করো না সেটা নিয়েও কিছুটা জানি", তারপরেও আপনার কাজের অভিজ্ঞতার জন্য অধিকারটি দেয়া হল। এই অধিকারটি ব্যবহারের পূর্বে উইকিপিডিয়া:রোলব্যাক নিবন্ধটি একবার ভালো করে পড়ে নিবেন আশা করি। ধন্যবাদ। --মাসুম-আল-হাসান (আলাপ) ০৩:০৬, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমাকে কি এখানে রোলব্যাক ব্যবহার করার অধিকার দেওয়া যেতে পারে? আমি এখানে খুব সক্রিয় না এবং আমার বেশি সম্পাদনা নেই কিন্তু আমি ধ্বংসপ্রবণতা রোধ করার কর্মে লিপ্ত আছি। সিম্পল, ইংলিশ, কমন্স এবং মেটা উইকিতে আমার রোলব্যাক করার অধিকার আছে এবং আমি সেখানে কখনো এই অধিকারের অপব্যাবহার করিনি। আমার এই অধিকার ব্যবহারের অভিজ্ঞতা আছে। ধন্যবাদান্তে, Masumrezarock100 (আলাপ) ১৮:১৯, ৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৭, ৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা চালিয়ে যাচ্ছি। আমি "রোলব্যাক"- এর নীতি ও ব্যবহারের পদ্ধতি সম্পর্কে অবগত আছি। ফলে আমি রোলব্যাক অধিকার পেতে আগ্রহী। এই অধিকার কোন ধ্বংসপ্রবণতা বা ভ্যানডালিজম দূর করে নিবন্ধকে পূর্বের অবস্থায় পৌঁছে দিতে আমার কাজে লাগবে। এছাড়া আমি বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ তৈরির জন্য প্রয়োজনীয় টেমপ্লেট তৈরি করি। অনেক সময়ে ইংরেজি উইকিপিডিয়া থেকে বাংলা উইকিপিডিয়াতে টেমপ্লেট তৈরিতে ভুল হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি এই রোলব্যাক অধিকার ব্যবহারে আগ্রহী। খাঁ শুভেন্দু (আলাপ) ১৩:৫২, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে। অধিকারটি প্রয়োগ করার পূর্বে উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি ভালো করে পড়ে নেয়ার অনুরোধ রইল! - Suvray (আলাপ) ১৫:১৩, ১৪ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায় আমি দুই বছর যাবৎ সম্পাদনা চালিয়ে যাচ্ছি। "রোলব্যাক" ও "ধ্বংসপ্রবণতা" নীতি সম্পর্কে আমি অবগত। কিছু ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে গিয়ে মনে হলো রোলব্যাকার অধিকারটি থাকলে কাজটি সহজ হতো। তাছাড়া আমি SWViewer টুলসটি ব্যবহার করতে আগ্রহী। আমার কাছে উইকিপিডিয়ার বিশ্বকোষীয় মান বজায় রাখতে এই টুলসটি খুবই কার্যকরী মনে হয়েছে। কিন্তু টুলসটি ব্যবহার করতে হলে লোকাল অথবা গ্লোবাল যে কোনো একটি প্রকল্পে রোলব্যাক অধিকার থাকতে হয়। তাই আমি বাংলা উইকিপিডিয়ায় রোলব্যাকার অধিকারটি চাচ্ছি। ইয়াহিয়া (আলাপ) ১১:২৩, ৩১ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Ieahhiea: শুভেচ্ছা। আমি খুঁজে দেখলাম আপনি শুরু থেকে এই পর্যন্ত সর্বমোট ৬২ বার ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করেছেন। আপনি যদি কেবল মাঝেমধ্যে চোখে পড়া ধ্বংসাত্মক সম্পাদনা বাতিল করতে চান তবে mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript'); কোডটি ব্যবহারকারী:Ieahhiea/common.js পাতায় যোগ করে নিতে পারেন, যা দ্বারা মোবাইলেই আপনি রোলব্যাক করতে পারবেন, এমনকি যদি রোলব্যাক অধিকার নাও থাকে। SWViewer সরঞ্জামের কথা উল্লেখ করেছেন কিন্তু আমার অভিজ্ঞতা বলে আপনি এটা খুলে সারাদিন ফেলে রাখলেও রোলব্যাক করার মত সম্পাদনা খুঁজে পাবেন না বাংলা উইকির জন্য। বাংলা উইকিতে সম্পাদনার জন্য লোকজন এমনিতেই কম, আমি চাই না আপনি SWViewer দিয়ে ধ্বংসাত্মক সম্পাদনা খুঁজতে সারদিন নষ্ট করুন।
১) আপনি কি জানেন কোথায় গেলে সবচেয়ে বেশী ধ্বংসাত্মক সম্পাদনা খুঁজে পাবার সম্ভাবনা রয়েছে? (লিঙ্কটা এখানেই আছে)
২) আপনি কি নিয়মিত টহল দিবেনা কেবল মাঝে মধ্যে? সৎ উত্তর আশা করছি।
--আফতাবুজ্জামান (আলাপ) ০১:৫৬, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আফতাবুজ্জামান সাথে একমত. আপনি যদি ছোটো উইকি গুলি বা অন্যান্য উইকিগুলি পেট্রল করতে না চান তাহলে SWViewer আপনার কোনো কাজে আসবে না। বাংলা উইকিপডিয়ায় সম্পাদনা/মিনিট খুব কম। আপনার শুধু সময় নষ্ট হবে। আমি আমার SWMT ক্রিয়াকলাপের অংশ হিসাবে একইসময়ে এই উইকি এবং শত অন্যান্য উইকিগুলিকে SWViewer-এর সাহায্যে টহল দি। এজন্য আমার সময় "নষ্ট" হয় না। mobileUndo আপনাকে দ্রুত একক সম্পাদনা বাতিল করতে দেয় কিন্তু আপনি রোলব্যাক-এর মত একসঙ্গে অনেক গুলি সম্পাদনা বাতিল করতে পারবেন না এটি দ্বারা। আপনি ইচ্ছা করলে টুইঙ্কল ব্যবহার করতে পারেন বা mw.loader.load('//www.wikidata.org/w/index.php?title=User:Ricordisamoa/Rollback.js&action=raw&ctype=text/javascript'); কোডটি ব্যবহারকারী:Ieahhiea/common.js পাতায় যোগ করে নিতে পারেন। এটি কতটা রোলব্যাক-এর মত আচরণ করে তা আপনি দেখে চমকে যাবেন! Masumrezarock100 (আলাপ) ০৫:২৭, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
ধন্যবাদ। কোডটি মোবাইল সম্পাদনায় সময় বাচাবে। সমস্যা হচ্ছে "পুনর্বহাল" এর মতো এটি দ্বারাও একসাথে একটি সম্পাদনা বাতিল করা যায়। আপনারা যেহেতু বলছেন SWViewer সময় নষ্ট করবে এবং বাংলা উইকির বাইরে অন্য উইকিতে কাজ করার তেমন ইচ্ছাও আমার নেই। তাই এটির চিন্তা আপাতত বাদ দিলাম। আমি উইকিডাটা, ইংরেজি উইকিপিডিয়া ও কমন্সে অনিয়মিতভাবে সম্পাদনা করি। তবে তার জন্য এরকম কোনো টুলের দরকার নেই।
১) আমি বাংলা উইকিপিডিয়ায় আসলেই প্রথমে আমার নজরতালিকা এবং সাম্প্রতিক পরিবর্তন পাতাগুলো আগে ঘুরে আসি। অগঠনমূলক সম্পাদনার ক্ষেত্রে আমি সারাংশ সহ ম্যানুয়ালি বাতিল করি। চরম অবমাননাকর সম্পাদনার ক্ষেত্রে টুইংকেল ব্যবহার করি। যখন কেউ পর পর একাধিক অগঠনমূলক সম্পাদনা করে তখন রিভার্ট একটু জটিল হয়ে যায়। এক্ষেত্রে, রোলব্যাকার অধিকারটি কাজে দিবে।
২) বর্তমানে আমি বাংলা উইকিপিডিয়ায় নিয়মিত। এবং ভবিষ্যতেও থাকতে চাই। --ইয়াহিয়া () ০৬:৪৩, ১ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Ieahhiea: ১ নং উত্তর হিসেবে এই লিঙ্কটার কথা জানতে চাচ্ছিলাম মূলত (যা বিশেষ:সাম্প্রতিক_পরিবর্তনসমূহ এর শুরুর দিকে "আইপি থেকে অবদান" লেখায় ক্লিক করে পাওয়া যাবে)।   অধিকার দেয়া হল। বাংলাকে সমৃদ্ধ করার প্রচেষ্টা চালিয়ে যান। (অন্য: যদিও ইংরেজিতে revert বলে কিন্তু বাংলায় এটি "প্রত্যাবর্তন" বা "পুনর্বহাল"। বাংলায় আমাদের বাংলা পরিভাষা ব্যবহার করা উচিত :) --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:১৬, ২ জানুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]