উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/নিরীক্ষক/২০১৩

Nhasive সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়াতে ২০০৮ সাল থেকে সক্রিয় ভাবে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। উইকিডিয়ায় নিবন্ধ সুরক্ষা এবং অবৈধ সম্পাদনা দ্রুত অপসারণের ক্ষেত্রে দ্রুতশীল উদ্যোগ নেয়ার জন্য আমার পর্যবেক্ষণ অধিকার প্রয়োজন। আমি রোলব্যাকার এবং স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার প্রাপ্ত। আশা করছি এই অধিকারটি উইকিপিডিয়া সমৃদ্ধকরণের ক্ষেত্রে এবং অপেক্ষাকৃত কম সময়ে কাজগুলো সম্পন্ন করতে বিশেষ সহায়ক হবে । --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ১৫:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --নাসির খান সৈকতআলাপ ১৩:১৮, ১২ ফেব্রুয়ারি ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Pratyya Ghosh সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমার মনে হয় রোলব্যাক থাকলে আমি এই অধিকার পাওয়ার যোগ্য। কারন এই অধিকার-তা অনেকটা ধ্বংসপ্রবণতা দূর করার অধিকার মত। খালি এই যে অমিমাংসীত পরিবর্তন রক্ষিত পাতা গুলোতে তাদের কাজ। তবে এই কাজটা হল গিয়ে ওই পাতা গুলর নতুন পরিবর্তন দেখা যে ওই পাতা গুলর নতুন সম্পাদনা গ্রহন এর যোগ্য না ধ্বংসপ্রবণতার উদাহরণ। আর আমি এই ব্যপারে অভিজ্ঞ। ইংরেজি উইকি-তে আমার এই অধিকার আছে এবং সেখানে তা প্রয়োগ করে আমি অভ্যস্ত। এছাড়া অনেক সময় অমিমাংসীত পরিবর্তন ১-৬ মাসের বেশি সময় ধরে পড়ে থাকে। তাই আমি এই উইকি-কে সাহায্য করার জন্যই এই অধিকারের জন্য ৩য় বারের মত আবেদন করছি। কোন প্রশ্ন থাকলে করুন। ধন্যবাদ। প্রত্যয় (স্বাগতম) ১২:১৩, ৮ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  সফল; স্বাগতঃ জানাচ্ছি আপনাকে! - Subrata Roy (আলাপ) ১১:২৯, ১২ মে ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Mohd. Toukir Hamid সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি নিয়মিত বাংলা উইকিপিডিয়াতে বিভিন্ন বিষয়ে নতুন নিবন্ধ যোগ ও নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। আমার উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে স্পষ্ট ধারনা রয়েছে। আমি আমার লেখায়ও কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা, ও রচনাশৈলী নির্দেশনা সংক্রান্ত নীতিমালাগুলো মেনে চলি। তাই নিরীক্ষক অধিকার দেওয়া যায় কিনা তা বিবেচনার অনুরোধ করছি। Mohd. Toukir Hamid (আলাপ) ১৬:২৯, ২৩ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে। — তানভিরআলাপ১৬:৪০, ২৩ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]


NahidSultan সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়ায় তুলনামূলকভাবে নতুন হলেও নিয়মিত অবদান রাখার চেষ্ঠা করছি। বাংলা উইকিতে যেমন আগের থেকে ট্রাফিক অনেক বেড়েছে তেমনি অবৈধ সম্পাদনার পরিমানও বেড়েছে। তাই অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষন ও ধংস্বপ্রবণতা রোধের জন্য আমি নিরীক্ষক হবার যোগ্য কিনা তা বিবেচনার অনুরোধ করছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার রয়েছে। -যুদ্ধমন্ত্রী (আলাপ) ০২:০৮, ২৬ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৫০, ২৬ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]


Mayeenul Islam সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

উইকিপিডিয়ায়, বিশেষ করে বাংলা উইকিপিডিয়ায় আমি পুরোন একজন সারথী। উইকিপিডিয়ার সাথে বিশ্বস্থতার সাথে কাজ করে আসছি এবং অন্য প্লাটফর্মে এই সুবিধাটি ব্যবহার করার অভিজ্ঞতাও আমার আছে। কাজের অভিজ্ঞতায় অনেক অমীমাংসিত সমাধান সম্পাদনা করেছি। তাই এপর্যায়ে মনে করছি, এই অধিকার কিংবা সুবিধাটি আমাকে এক্ষেত্রে আরো সহায়তা করবে। (যদিও ব্যক্তিগত বিশেষ ট্রান্জিশনাল পিরিয়ড চলছে বলে উইকিপিডিয়ায় আগের মতো সময় হয়তো দিতে পারছি না বেশ কিছুদিন ধরে, তবে যথাসাধ্য চেষ্টা করছি উইকিপিডিয়ার সাথে চলতে থাকার)  —মঈনুল ইসলাম (আলাপ * অবদান) ১৬:৪৩, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:১৯, ২৮ জুন ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]


Aashaa সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বিভিন্ন নিবন্ধের অমিমাংসীত পরিবর্তনগুলোর পর্যবেক্ষন ও ধংসপ্রবণতারোধের জন্য আমি একজন নিরীক্ষক হবার যোগ্য কিনা তা বিবেচনা করতে প্রশাসকদের অনুরোধ করছি। আশা (আলাপ) ০৪:৫২, ১৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

এই অধিকারের জন্য আপনি যোগ্য কি না তা যাচাইয়ের জন্য এই আবেদন করেছেন, না কি এই অধিকার পাওয়ার জন্য আবেদন করেছেন? যদি অধিকার পাওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে অন্যকে প্রশ্ন না করে আপনি কেন যোগ্য এবং ঠিক কি কারণে আপনার এই অধিকার প্রয়োজন তা প্রমাণসহ উল্লেখ করুন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৮, ১৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
বিভিন্ন রাজনীতিক ব্যক্তি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বাংলাদেশ সংশ্লিস্ট বিভিন্ন পেইজ (যেমন: সাকিব খান, তারেক রহমান)-এর মত উইকিপিডিয়ার পাতার অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষন ও সাধারন ব্যবহারকারীদের বহুল ব্যবহুত পেইজ (যেমন:ঢাকা বিশ্ববিদ্যালয়)-এর ধংসপ্রবণতা সংশ্লিস্ট বিভিন্ন অনিয়ম রোধের জন্য নিরীক্ষক হবার আবেদন করছি।--আশা (আলাপ) ০০:৩৭, ১৫ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে এখানে দেখুন। -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০৪, ২৫ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Ali Haidar Khan সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি অনেকবছর ধরে বাংলা উইকিপিডিয়ায় সক্রিয় (যদিও মাঝে কিছু সময় সক্রিয়তা কম ছিল)। নিবন্ধ তৈরির পাশাপাশি আমি কিছু রক্ষণাবেক্ষণ কাজও করে থাকি। ইদানিং বাংলা উইকিপিডিয়ায় ধ্বংসপ্রবণতা বৃদ্ধি পাওয়ায় এবং অমিমাংসীত সম্পাদনাগুলো যাচাইয়ের জন্য নিরীক্ষকের অধিকারের জন্য আবেদন করছি। আলী হায়দার খান (তন্ময়) (আলাপ) ১৮:৪৯, ২৪ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  সমর্থন -- যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:০২, ২৫ আগস্ট ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে করা হয়েছে। অভিনন্দন। --নুরুন্নবী চৌধুরী হাছিবআলাপ ০৭:৫১, ২৭ নভেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Ashiq Shawon সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বাংলা উইকিপিডিয়াতে নিয়মিত বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন নিবন্ধ যোগ করার পাশাপাশি ও নিজের এবং অন্যান্যদের তৈরি নিবন্ধের মানোন্নয়নে কাজ করছি। উকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে আমার স্পষ্ট ধারনা রয়েছে; ফলশ্রুতিতে আমি নিবন্ধ তৈরির এবং সম্পাদনার সময় কপিরাইট, যাচাইযোগ্যতা, উল্লেখযোগ্যতা প্রভৃতির ক্ষেত্রে অনুসরনীয় নীতিমালাগুলো মেনে চলি। নিবন্ধের সম্পাদনায় সাম্প্রতিক পরিবর্তনগুলো যাচাই এবং ধংসপ্রবণতা রোধে অবদান রাখার জন্য আমায় নিরীক্ষক সুবিধাটি প্রদানের অনুরোধ করছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার রয়েছে। - Ashiq Shawon (আলাপ) ১৯:২৫, ১১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--Aftab1995 (আলাপ) ২১:০৬, ১১ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Bodhisattwa সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিতে ৩০০টির ওপর নিবন্ধ তৈরী করেছি এবং ৪৭০০ এর ওপর সম্পাদনা রয়েছে। বর্তমানে তিব্বত সম্বন্ধীয় নিবন্ধগুলির ওপর কাজ করছি। চেষ্টা করি নিবন্ধ শুরু করে তা শেষ করার। বাংলা উইকিতে অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও ধংসপ্রবণতা রোধের জন্য আমি এই অধিকারের আবেদন করছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার রয়েছে। বোধিসত্ত্ব (আলাপ) ১৪:০০, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--Aftab1995 (আলাপ) ১৪:৩৩, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

Yahia.barie সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি বেস কয়েক বছর ধরে বাংলা উইকিপিডিয়াতে সক্রিয়ভাবে কাজ করে আচ্ছি। নিবন্ধ, টেমপ্লেট, বিষয়শ্রেণী ইত্যাদি তৈরির পাশাপাশি বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছি এবং চেষ্ঠা করছি বাংলা উইকির জন্য আরও কিছু করার। তাই উইকির অমিমাংসীত পরিবর্তনগুলো পর্যবেক্ষণ ও ধংসপ্রবণতা রোধের জন্য আমি এই অধিকারের আবেদন করছি। উল্লেখ্য, আমার স্বয়ংক্রিয় পরীক্ষণ ও রোলব্যাক অধিকার রয়েছে। --- ইয়াহিয়া (আলাপ) ১৬:৪০, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে--Aftab1995 (আলাপ) ১৬:৪৬, ৩০ ডিসেম্বর ২০১৩ (ইউটিসি)[উত্তর দিন]