উইকিপিডিয়া:অধিকারের আবেদন/সফল/অটো উইকি ব্রাউজার/২০২৪

  • অনুরোধের অবস্থা:    সফল

আমি এই অধিকার পেতে ইচ্ছুক কারণ এই AutoWikiBrowser দিয়ে মূলত বানান সংশোধন করা হয়ে থাকে। এছাড়া কিছু অপ্রয়োজনীয় স্পেস সরানো যায়। অনেক দিন ধরে যেহেতু সম্পাদনা সাথে যুক্ত আছি তাই খেয়াল করেছি নিবন্ধগুলোতে কিছু বানান ভুল থেকেই যায় এবং এসব বানান কিন্তু একটা একটা নিবন্ধ ধরে করাটা খুবই দুরূহ কাজ। এক্ষেত্রে AutoWikiBrowser খু্বই উপকারে আসে। তবে প্রত্যেকবার সম্পাদনা পরিবর্তন প্রকাশের পূর্বে সাবধানতা সাথে দেখে নেওয়াটাও জরুরী। যদিও ইতোমধ্যেই চারজন ব্যবহারকারী ও চারটি বট এটি পরিচালনার জন্য অনুমতি পেয়েছে, তবুও আমি আবেদন করছি, কারণ সাহায্যকারী হাত যত বাড়বে উইকিপিডিয়ার নিবন্ধগুলো ততবেশি নির্ভুল হবে। IqbalHossain (আলাপ) ১৭:৪১, ১৪ মে ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

@আফতাবুজ্জামান, প্রায় ৪ মাস হয়েছে আবেদন করেছি, এখন পর্যন্ত কোনো ধরনের রেসপন্স পেলাম না। বিষয়টা একটু দেখবেন কি? IqbalHossain (আলাপ) ১৮:২২, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০৬, ২৫ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান, ধন্যবাদ আফতাব ভাই।--IqbalHossain (আলাপ) ১০:০০, ২৬ আগস্ট ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

পুনঃপুনঃ (ভুল বানান সংশোধন) ও বিরক্তিকর সম্পাদনাসমূহ দ্রুত ও সহজে করার উদ্দেশ্যে। ~ নাহিয়ান আলাপ ০৬:১৭, ২৭ অক্টোবর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০০:৩২, ৯ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  • অনুরোধের অবস্থা:    সফল

বাংলা উইকিপিডিয়ায় আমি প্রায়ই ভুল বানান সংশোধন করে থাকি। একসাথে অনেকগুলো নিবন্ধে বানান সংশোধনের কাজে অটো উইকি ব্রাউজার আমাকে সাহায্য করবে। পাশাপাশি নিবন্ধ থেকে অপ্রয়োজনীয় স্পেস সরানো, টেমপ্লেটের প্যারামিটার বাংলা করা সহ বিভিন্ন কাজ করা যায় এটা দিয়ে। আমি এই কাজগুলো করতে ইচ্ছুক। আমি নিশ্চয়তা দিচ্ছি যে এটা বুঝেশুনে ব্যবহার করবো, যাতে ভুল না হয়। তবে অতিরিক্ত সম্পাদনা করবো না, যাতে সাম্প্রতিক পরিবর্তন ভেসে না যায়। Ahmed Reza Khan (আলাপ) ১৬:২৯, ১৬ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়েছে --আফতাবুজ্জামান (আলাপ) ০৪:০০, ১৭ নভেম্বর ২০২৪ (ইউটিসি)[উত্তর দিন]