উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০২০

Iftahar Ahammed Toufik সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Iftahar Ahammed Toufik (আলাপ) ১১:১৪, ৩ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Iftahar Ahammed Toufik: কেন আপনি এই অধিকার চাচ্ছেন? এই সম্পর্কে কিছু বলতে হবে। – ইফতেখার নাইম (আলাপ) ১৬:৩৯, ৫ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

[[আমি প্রায় ১১ মাস থেকে উইকিপিডিয়ায় সম্পাদনা করছি।বিভিন্ন স্কুল ও কলেজকে উইকিপিডিয়া জগতে প্রথমবারের মতো উপস্থাপনে আমি সাহায্য করছি।আশা করছি রোলব্যাকের অধিকারটি পেলে অনাকাঙ্খিত ও অসামজস্য তথ্যগুলোকে বাতিল করতে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারি। আশা করি আপনি বিষয়টি বিবেচনায় নেবেন। ইনশাল্লাহ উপকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সদা নিয়োজিত থাকব। ]]Iftahar Ahammed Toufik (আলাপ) ০৯:৪৪, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি অভিজ্ঞতা ব্যতীত এই অধিকার প্রদান করা হয় না। তবে, যাদেরই প্রদান করা হয় তাদের আবেদনে এটা দেখা হয় যে, তাদের পূর্বে ধ্বংসপ্রবণ সম্পাদনা প্রত্যাবর্তন করার ভালো অভিজ্ঞতা রয়েছে। আপনার সে রকম কোন সম্পাদনা নেই। আপনি হতাশ হবেন না, উইকিপিডিয়া:রোলব্যাক পাতাটি পড়ুন। তারপর প্রয়োজন অনুসারে এবং প্রয়োজন প্রমাণ করে আবেদন করলেই পেয়ে যাবেন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩৩, ১০ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Mouryan সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বেশ সক্রিয়ভাবে কাজ করে আসছি বাংলা উইকিতে গত কয়েকবছর যাবৎ। যথাসম্ভব গঠনমূলক কাজ করি, বাংলা উইকিপিডিয়ার ক্রমবর্ধমান সফরের একজন যাত্রী, একজন অংশীদার। অতীতে, বাংলা উইকিপিডিয়ায় একাধিক ধ্বংসাত্মক সম্পাদনাসমূহের মুখে একটি দেওয়ালের মতো রুখে দাঁড়িয়েছি। আশা করছি এই অধিকারের দ্বারা আরো ভালো কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ। -- Mouryan/মৌর্য্য/మౌర్య (আমার সঙ্গে কথা বলুন ❤) ১০:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি মৌর্য্য, যে কোন অধিকার আসলে প্রয়োজন অনুসারে দেওয়া হয়। তোমার কয়েকশত সম্পাদনা পরীক্ষা করে এ ধরণের সম্পদনা দেখতে পেলাম না যাতে প্রতীয়মান হয় যে, এই অধিকারটি তোমার প্রয়োজন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২২, ২২ ফেব্রুয়ারি ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Shekh Mahmudul Hasan সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

প্রায়ই দেখা যায় আইপি থেকে সম্পাদনার অপব্যবহার করা হয়, যেমন: নিবন্ধের মধ্যে নিজের মত উপস্থাপন, না বুঝে নিবন্ধের অনেক অংশ মুছে ফেলা ইত্যাদি। ইতিমধ্যে আমি কয়েকটা "পুর্বাবস্থায় ফেরত" এর মাধ্যমে ঠিক করেছি। আমি ফোন ব্যবহার করি, তাই টুইংকেল এর মাধ্যমেও কাজ করতে পারছিনা। সুতরাং ধংসপ্রবনতা এড়াতে আমার এই অধিকার প্রয়োজন। শেখহাসানআলাপ.. ১৬:২১, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Shekh Mahmudul Hasan: ভাই, আপনি চাইলে মোবাইল থেকে ডেস্কটপ সংস্করণে গিয়ে টুইংকল ব্যবহার করেও এই কাজটি করতে পারেন। তাছাড়া আপনি মাত্র ৬/৭টি সম্পাদনা পূর্বাবস্থায় ফেরত এনেছেন। আমি নিজেও মোবাইল থেকে উইকিপিডিয়া ব্যবহার করে থাকি এবং অতি প্রয়োজনে রোলব্যাক ব্যবহার করি। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৬:৪৪, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Shekh Mahmudul Hasan: আপনি চাইলে নিচের কোডটি দিয়ে ব্যবহারকারী:Shekh Mahmudul Hasan/common.js নামে একটা পাতা তৈরী করতে পারেন। এতে সম্পাদনার পার্থক্য পাতায় পূর্বাবস্থায় ফেরত নামে একটি বাটন তৈরী হবে। যা ব্যবহার করে মোবাইল দিয়েই সম্পাদনা বাতিল করা যায়। নতুন ব্যবহারকারী হিসেবে এটা ব্যবহার করাই ভালো হবে। mw.loader.load('//meta.wikimedia.org/w/index.php?title=User:FR30799386/undo.js&action=raw&ctype=text/javascript');ইয়াহিয়াবলুন... ১৭:১২, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি দুঃখিত, একেবারে নতুনদের এই অধিকারটি সাধারণত দেওয়া হয় না। আপনার অ্যাকাউন্টের বয়স মাত্র ২১ দিন। দয়া করে নিয়মিত উইকিপিডিয়াতে অবদান রাখুন এবং আরো অভিজ্ঞতা অর্জন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:১৭, ২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahian~bnwiki সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিত সাম্প্রতিক পরিবর্তন টহল দিই এবং নিয়মিত খারাপ-ভুল সম্পাদনা বাতিল/পরিমার্জন করি এবং করতে চাই নাহিয়া (আলাপ) ০৩:৪৪, ২২ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অবদান দেখে আমার মনেহয় আপনার আরো অভিজ্ঞতার প্রয়োজন! কেননা এখন পর্যন্ত আপনি শুধুমাত্র চারটি সম্পাদনা বাতিল করেছন, যার মধ্যে তিনটি আপনার নিজের। রোলব্যাক সম্পকে জানুন এবং কাজ চালিয়ে জান, ভবিষ্যৎতে অবশ্যই আপনি এই অধিকার পাবেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৬:৪৫, ২৩ মার্চ ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১১, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Elias Hasan Sohag সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিত উইকিপিডিয়াতে তথ্য সম্পাদনা করি, বাতিল করি এবং কোন ভুল হলে তা সংশোধন করে থাকি। আমি অনেক গুলো নতুন পৃষ্ঠা উইকিপিডিয়াতে যোগ করেছি। এমতোবস্থায় আমার এই অধিকারটি খুবই প্রয়োজন। আপনাদের অনুমতির জন্য আবেদন করলাম এবং অনুমতি দানে বাধিত করিবেন। ধন্যবাদ.. Elias Hasan Sohag (আলাপ) ২১:১১, ১৬ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আপনার অবদান দেখে বুঝা গেলো আপনি এখন পর্যন্ত একটি সম্পাদনাও বাতিল করেন নি। অধিকারটি কেনো প্রয়োজন এবং কাদেরকে দেওয়া হয় তার জন্য রোলব্যাক পাতাটি পড়ে নিন। পরবর্তীতে, অধিকারটি আপনার জন্য দেওয়া হবে। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০২:২৮, ১৭ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:১১, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahian~bnwiki সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

ধ্বংসপ্রবণতা রোধে ভূমিকা রাখতেই রোলব্যাক অধিকার প্রাপ্তির অনুরোধ জানাচ্ছি। ইতিপূর্বে (সম্ভবত মার্চ'২০) অভিজ্ঞতা ও ধারণার অভাবে রোলব্যাক অধিকারের আবেদন করেও পাইনি। তবে আমি চেষ্টা করে যাচ্ছি উইকি' থেকে ধ্বংসপ্রবণতা রুখতে এবং আশা করছি রোলব্যাক অধিকার প্রাপ্তির। ~ নাহিয়ান আলাপ ১৭:৫৪, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আবেদন ব্যর্থ হওয়ার পরও অল্প সময়ের মধ্যে বারংবার অধিকারের আবেদন করা উচিত নয়। এই ধরনের প্রবণতাকে উইকিপিডিয়ার ভাষায় হ্যাট কালেক্টিং বলা হয়। উল্লেখ্য, আপনার রোলব্যাক অধিকারের আবেদন আজকে (১৯/০৪/২০২০) ব্যর্থ বলে প্রশাসক কর্তৃক চিহ্নিত হয়েছিলো। আশা করি বিষয়টি মাথা রাখবেন। ধন্যবাদ — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৮:২০, ১৮ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Nahimbd~ সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি নিয়মিত উইকিপিডিয়াতে তথ্য সম্পাদনা করি, বাতিল করি এবং কোন ভুল হলে তা সংশোধন করে থাকি। আমি অনেক গুলো নতুন পৃষ্ঠা উইকিপিডিয়াতে যোগ করেছি। এমতোবস্থায় আমার এই অধিকারটি খুবই প্রয়োজন। আপনাদের অনুমতির জন্য আবেদন করলাম এবং অনুমতি দানে বাধিত করিবেন। ধন্যবাদ। Nahimbd~ (আলাপ) ১৬:২৭, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@Nahimbd~: প্রথমত আপনি এই অধিকারের জন্য একেবারেই নতুন, আপনার অবদান দেখে আমার মনেহয় আপনি রোলব্যাক সম্পকে কিছুই জানেন না! এটি কেনো এবং কাকে দেয়া হয়। কেননা এখন পর্যন্ত আপনি একটিও সম্পাদনা পূর্বাবস্থায় ফিরাইয়া আনেননি, কিন্ত লিখেছেন "উইকিপিডিয়াতে তথ্য সম্পাদনা করি, বাতিল করি"। আপনি আরো অভিজ্ঞতা অর্জন করুন রোলব্যাক সম্পকে জানুন এবং কাজ চালিয়ে জান, ভবিষ্যৎতে অবশ্যই আপনি এই অধিকার পাবেন। ধন্যবাদ! জনি (আলাপ) ১৭:১৬, ২২ এপ্রিল ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Aishik Rehman সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

রোলব্যাক অধিকার সর্ম্পকে অবগত আছি। রোলব্যাক অধিকারটি পেলে ধ্বংসাত্মক সম্পাদনা সহজে বাতিল করতে পারবো যা (নিবন্ধন ও নিবন্ধিত নবাগত ব্যবহারকারী এবং আইপি হতে ধ্বংসাত্মক সম্পাদনা) টুইংকেল দিয়ে বাতিল করা সময়সাপেক্ষ ও কষ্টকর। পুনশ্চঃ আমার স্বয়ংক্রিয় পরীক্ষক অধিকার রয়েছে। কোপার্নিকাস (আলাপ) ০৪:১৫, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি বাংলাতে যতগুলো অধিকার আছে তা প্রায় সবগুলো একসাথে আবেদন Wikipedia:Hat collecting~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৩৭, ২৭ জুলাই ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

আলবি রেজা সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়া একটি মুক্ত বিশ্বকোষ হওয়ায় অসংখ্য সম্পাদক একে সমৃদ্ধ করতে পারেন। আবার এই উন্মুক্ততার কিছু অসুবিধাও রয়েছে। যেমন: অনিবন্ধিত ব্যবহারকারীর সম্পাদনায় অপটুতা, কোনো কোনো সম্পাদকের অজ্ঞতাবশত ভুল সম্পাদনা। কখনো কখনো এসব সমস্যার সম্মুখীন হওয়ায় রোলব্যাকের অধিকারের প্রয়োজনীয়তা অনুভব করছি‌। এতে অল্প সময়ে নিবন্ধের ত্রুটি দূর করা সম্ভব। বাংলা উইকিপিডিয়া যেন অধিকাংশ ক্ষেত্রে একটি বিশ্বস্ত ও নির্ভুল তথ্যভাণ্ডার হয়ে ওঠে এই আকাঙ্ক্ষা থেকে এই বিশেষ অধিকারটি প্রত্যাশা করি ‌ আলবি রেজা (আলাপ) ১৪:৩৪, ১৮ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

@আলবি রেজা: সুধী, রোলব্যাক অধিকারটি কোনো অনভিজ্ঞ ব্যবহারকারীকে দেওয়া হয় না। আপনার অবদান পর্যালোচনা করে দেখা গেলো ৩১০টি সম্পাদনার মধ্যে এখন পর্যন্ত আপনি একটি সম্পাদনাও বাতিল করেন নি, তাছাড়া আপনার তৈরিকৃত নিবন্ধ সংখ্যাও মাত্র ৪টি। অনুগ্রহ করে রোলব্যাক অধিকার সম্পর্কে জানতে WP:রোলব্যাক দেখুন। বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখতে থাকুন তাহলে এই অধিকারটি প্রশাসকবৃন্দ আপনাকে দিবেন। — আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
  করা হয়নি। নিয়মিত অবদান রাখুন। ভবিষ্যতে আপনাকে অবশ্যই এই অধিকার দেয়া হবে।ফেরদৌস০৮:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

QueerEcofeminist সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

I have been patrolling pages here as part of my crosswiki work, many a times I come here to rollback and mark vandalisms for deletion, it would be very helpful for me to get rollback and if possible autopatroll(as your filters prevent me from marking userpages for deletion.). I am extremelly sorry for writing this in English as I can't type in the project language, But as it would be evident from my contributions that, I can read enough to identify vandalisms, copyvios and help cleaning them. thanks --QueerEcofeminist (আলাপ) ০৫:১৬, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি) QueerEcofeminist (আলাপ) ০৫:১৬, ৭ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি Sorry, we do not normally give rights for cross-wiki purposes. You should get a global rollback rights. Thanks. ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৭:২০, ৮ অক্টোবর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

MdsShakil সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

সাম্প্রতিক সময়ে উইকিপিডিয়ায় নিবন্ধ ও সদস্য সংখ্যা দুটোই বৃদ্ধি পাচ্ছে দ্রুতহারে। সেই সাথে বাড়ছে অনিবন্ধিত আইপি হতে করা ধ্বংসাত্মক সম্পাদনা, নবাগত নিবন্ধিত ব্যবহারকারীগণও পরীক্ষামূলক বা অপ্রয়োজনীয় সম্পাদনা করে চলছেন স্বেচ্ছায় বা অনিচ্ছায়, কখনোবা তারাও ধ্বংসপ্রবণতায় লিপ্ত হচ্ছেন। সাম্প্রতিক সময়ে তা আরো তীব্র হচ্ছে। সংশ্লিষ্ট সমস্ত নীতিমালা সম্পর্কে অবগত হয়ে রোলব্যাক অধিকার প্রাপ্তির অনুরোধ জানাচ্ছি। অধিকারটি পেলে উল্লেখিত বিষয়গুলো সহজে সমন্বয় করতে পারবো যা টুইংকল দিয়ে করা বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। আজকেও এমন বেশ কয়েকটি আমার সামনে এসেছে,যার মধ্যে একটা(কুমিল্লা জেলা ঠিক করেছি কয়েকবার‌, অতএব এইরকম ধ্বংসপ্রবণতা রোধে অবদান রাখার জন্য আমাকে রোলব্যাক অধিকার টি দেওয়া হোক। MdsShakil (আলাপ) ১৩:৪৪, ১ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি, ১১ মাসে মাত্র ১৬৮ টি সম্পাদনা৷ নিয়মিত অবদান রাখুন। আশা করি অচিরেই অধিকারটি অর্জন করবেন। রোলব্যাকের কাজে টুইঙ্কল ব্যবহার করুন। ধন্যবাদ। ফেরদৌস০৯:০৪, ২ নভেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@Ferdous এবং আফতাবুজ্জামান: শাকিল হোসেন ধ্বংসপ্রবণতা রোধে ভালো কাজ করছেন। উনাকে অধিকারটি প্রদান করলে উনার কাজটা সহজ হবে এবং তিনি আরো উৎসাহিত হবেন। প্রশাসকবর্গকে আবেদনটি পুনরায় বিবেচনা করার অনুরোধ করছি। — সাফী মাহফূজ 《ডাকঘর》 ১৪:২৭, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil এবং Safi Mahfouz: সেক্ষেত্রে নতুন করে পুনর্বার আবেদন করতে হবে। দ্বিতীয় দফা আবেদনে প্রথম দফার বিষয়টি উল্লেখ করলে ভালো হবে। আফতাব ভাই, আমিও পূর্ণ সমর্থন দিচ্ছি। — Meghmollar2017আলাপ১৭:০৫, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil, নতুন করে আপনার আবেদন করা উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৪, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ঠিক আছে ভাই, করতেছি -শাকিল হোসেন আলাপ ১৮:৪৮, ২১ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

Shashanka Chandra Das সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আপনি এই অধিকার পেতে ইচ্ছুক Shashanka Chandra Das (আলাপ) ০৮:৩৯, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]

  করা হয়নি গণহারে অধিকারের আবেদন। --~মহীন (আলাপ) ০৮:৫৩, ৩ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)[উত্তর দিন]