উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/আইপি বাধামুক্ত/২০১৮

Ams riyad সম্পাদনা

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি বাংলা উইকিপিডিয়ায় একজন সক্রিয় অবদানকারী এবং এর নিয়ম কানুন সম্পর্কে অবগত। তবে কিছু কিছু ক্ষেত্রে আমার আইপি ঠিকানা বাধাপ্রাপ্ত হয়েছে। এর মধ্যে উইকিমিডিয়া কমন্স উল্লেখযোগ্য। আরো অনেক জায়গায় আমার আইপি ঠিকানা বাধাপ্রাপ্ত হয়েছে। তাই আমি অধিকারটির জন্য আবেদন করছি যাতে সম্পাদনা সুষ্ঠুভাবে করতে পারি। আব্দুল্লাহ আল মুনতাছির (আলাপ) ১১:৫১, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

কমন্সের বা অন্য প্রকল্পের আইপি বাধাদানে বাংলা প্রকল্প থেকে আমাদের কিছু করার নেই। সে ব্যাপারে আপনাকে কমন্সে আবেদন করতে হবে। আর বাংলাতে যখন আইপি বাধাপ্রাপ্ত দেখাবে তখন যে কোন নিয়মিত প্রশাসককে তার ইমেইলে বাধার স্ক্রিনশট দিয়ে তারপর অধিকারটি দিতে বলবেন দিয়ে দিবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১১:৫৫, ৭ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]