ঈশ্বর পাঠশালা বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি প্রাচীন বিদ্যালয়।

Mahesh Chandra established Rammala Library after his mother's name in 1912 and Ishwar Pathsala in memory of his father in 1914.
ঈশ্বর পাঠশালা ১৯১৪ সালের।

বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত দেশের প্রাচীন গ্রন্থাগার রামমালা গ্রন্থাগার। ১৯১২ সালে বাংলার লোকহিতৈষী মহেশচন্দ্র ভট্টাচার্য (১৮৫৮ - ১৯৪৪) ১৯১০ সালে প্রতিষ্ঠিত  ঈশ্বর পাঠশালা টোল নামের সংস্কৃত স্কুলের গ্রন্থাগারটির বিস্তার ঘটিয়ে এটি পুনঃপ্রতিষ্ঠা করেন।

Mahesh Chandra established Rammala Library after his mother's name in 1912
রামমালা গ্রন্থাগার ১৯১২ সালের

মহেশচন্দ্র তার মাতার স্মৃতি রক্ষার্থে  ১৯১২ সালে রামমালা গ্রন্থাগার ও পিতার স্মৃতি রক্ষার্থে ১৯১৪ সালে  ঈশ্বর পাঠশালা প্রতিষ্ঠা করেন। [১] তিনি ১৯১৬ সালে রামমালা ছাত্রাবাস প্রতিষ্ঠা করেছিলেন যেখানে বর্তমানে ৮৪ জন পুরুষ শিক্ষার্থী থাকেন। ১৯১৯ সালে এই সমাজসেবী দ্বারা প্রতিষ্ঠিত নিবেদিতা গার্লস ছাত্রাবাসে ৬২ ছাত্রী রয়েছে।

প্রখ্যাত শিক্ষার্থীরা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "A Lighthouse of Undivided India"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০১-১৩। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৩