ইসলাম বিবি

আফগান মানবাধিকারকর্মী

ইসলাম বিবি (১৯৭৪-২০১৩) আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের জ্যেষ্ঠ পুলিশ অফিসার ছিলেন। তিনি আফগানিস্তানে নারী অধিকার নিয়ে আন্দোলনের অন্যতম পথিকৃৎ ছিলেন। ২০১৩ সালের জুলাই মাসে কর্মক্ষেত্রে যাওয়ার পথে গুলির আঘাতে তিনি নিহত হন।[১][২]

ইসলাম বিবি
জন্ম১৯৭৪
মৃত্যু২০১৩
লস্কর গাহ, হেলমান্দ, আফগানিস্তান
মৃত্যুর কারণগুলির আঘাতে নিহত
জাতীয়তাআফগান
পেশাপুলিশ
আন্দোলননারী অধিকার প্রতিষ্ঠা

ইতিহাস সম্পাদনা

১৯৭৪ সালে আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে জন্মগ্রহণ করেন ইসলাম বিবি। ১৯৯০-এর দিকে তালিবান আফগানিস্তানে বিস্তৃত হওয়ার সময় তিনি ইরানের উদ্বাস্তু ছিলেন। ২০০১ সালে তিনি পরিবারে ফিরে আসেন, যোগ দেন পুলিশফোর্সে। হেলমান্দ প্রদেশের প্রায় ৭০০০ জনেরও বড় পুলিশ ফোর্সের ১ শতাংশেরও কম নারী ছিল। বাইরে কাজ করাটা আঞ্চলিক সংস্কৃতি, আফগানিস্তানের দক্ষিণ ও পূর্ব দিকের সামাজিক জালকে সম্পূর্ণ ছিন্ন করে দেয়। এর ফলে সমাজের পাশাপাশি নিজের পরিবারের সাথে যুদ্ধ করতে হত তাকে। তার নিজের ভাইও তাকে হত্যা করতে চেয়েছিল।[১] ইসলাম বিবি ৪ পুত্র ও ২ কন্যার জননী ছিলেন। বিবির সাথে আর ৩২ জন নারীকর্মী ছিলেন। আফগান সিকিউরিট ফোর্সে যুক্ত হয়ে এবং শেষমেশ ৩২ জন নারী কর্মীর কমান্ডার ইন চিফ হিসেবে তিনি নানারকম মারাত্মক অপারেশনে যোগদান করেন।[৩] তালিবানরা নারীদের শিক্ষার বিরুদ্ধে ছিল সবসময়। নারী কর্মীদেরকে হত্যা করা প্রভৃতি নিয়মিত ব্যাপারে পরিণত হয়েছিল। এর ফলে সকল নারী নিরাপত্তাকর্মীই বিরাট ঝুঁকির মধ্যে কাজ করে যাচ্ছিল।[১]

হত্যা সম্পাদনা

৪ জুলাই ২০১৩ সালে হেলমান্দের প্রাদেশিক রাজধানী লস্কর গাহে কোনো রকমের রক্ষী ছাড়া নিজের পুত্রের সাথে মোটরসাইকেলে করে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন ইসলাম বিবি। পথে আততায়ীরা আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেখানেই মৃত্যুবরণ করেন তিনি। তার সৎপুত্র তখনো হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এর পূর্বেও একাধিক নারী পুলিশ অফিসাররা নিহত হয়েছিল আফগানিস্তানে।[৪][৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Helmand's top female police officer shot dead"দ্য গার্ডিয়ান। ৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  2. "Top Afghanistan female police officer killed"দ্য গার্ডিয়ান। ৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  3. "Female Police Officers Helmand and Kandahar ANP"আফগান ডেটাবেজ। ৮ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  4. "Afghanistan's most senior female police officer, a symbol of women's rights, shot dead outside home"ন্যাশনাল পোস্ট। ৪ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০ 
  5. "Afghanistan's indifference to murder of top female officer: Islam Bibi"। ২৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২০