ইসলাম ও আধুনিকতা (বই)

মুহাম্মদ তাকি উসমানির বই

ইসলাম ও আধুনিকতা (উর্দু: اسلام اور جدت پسندی‎, প্রতিবর্ণী. ইসলাম আওর জিদ্দাত পছন্দি‎ ; Islam and Modernism নামেও পরিচিত) দেওবন্দি ইসলামি পণ্ডিত মুহাম্মদ তাকি উসমানির ইসলাম ও আধুনিকতা বিষয়ে উর্দু ভাষায় রচিত একটি জনপ্রিয় ইসলামি বই।[][][][] এই বইয়ে লেখক বহু পশ্চিমা বিষয়ে আলোকপাত করেছেন যা দীর্ঘকাল ধরে মুসলমানদের মগজ ধোলাই করে চলেছে। এটি ইসলামি বিধিবিধানের একটি যৌক্তিক ধারণা দেয় এবং এটিও বর্ণনা করে মানুষ কীভাবে অতীতে এবং বর্তমানেও নিজেদের সুবিধাজনক করে তোলার জন্য তা পরিবর্তনের চেষ্টা করে। যৌক্তিক যুক্তি দিয়ে বইটি আধুনিক মানসিকতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। এটি আধুনিকতাবাদের একটি অর্থ দেয় এবং ইসলাম কীভাবে আধুনিকতাবাদকে উৎসাহিত করে তা নিয়ে আলোচনা করে। এই বইয়ে লেখক আরও উপস্থাপন করেছেন যে, প্রগতি ও আধুনিকতার নামে ইসলাম বিরোধী বিশ্বাস ও চরিত্র ধ্বংসের যে ভয়াবহ ফিতনা পৃথিবীকে গ্রাস করছে, প্রকৃতপক্ষে তা হচ্ছে মূর্খতা ও পশ্চাৎপদতা। এতে ইসলামের সাথে আধুনিকতা, বিজ্ঞান, শিল্প বিপ্লব, জিহাদ প্রভৃতি বিষয় আলোচিত হয়েছে। লেখক তার যুক্তি ব্যাপক করার জন্য অতীত থেকে পরিস্থিতি সংকলন করতে যথেষ্ট পরিমাণে গবেষণা করেছেন।

ইসলাম ও আধুনিকতা
বাংলা অনুবাদের প্রচ্ছদ
লেখকমুহাম্মদ তাকি উসমানি
মূল শিরোনামউর্দু: اسلام اور جدت پسندی‎, প্রতিবর্ণী. ইসলাম আওর জিদ্দাত পছন্দি
অনুবাদক
  • মুহাম্মদ ছলেহ সিদ্দিকী (ইংরেজি)
  • শামসুল আলম (বাংলা)
প্রচ্ছদ শিল্পীইবনে মুমতায
দেশপাকিস্তান
ভাষাউর্দু (মূল)
মুক্তির সংখ্যা
১ খণ্ড
বিষয়ইসলাম ও আধুনিকতা
প্রকাশিত
  • ১৯৯০ (উর্দু)
  • ২০০২ (বাংলা)
প্রকাশকমাকতাবায়ে দারুল উলুম (উর্দু), মাকতাবাতুল আশরাফ (বাংলা)
মিডিয়া ধরন
পৃষ্ঠাসংখ্যা১২৩ (বাংলা)
আইএসবিএন ৯৭৮৮১৭৪৩৫১৯৭৫
ওসিএলসি৫১৪২০৫৭৮৫
২৯৭.৫
এলসি শ্রেণীবিপি১৬৬.১৪.এম৬৩ ইউ৮৬ ১৯৯৯

ইতিহাস

সম্পাদনা

বর্তমান যুগে ইসলামি বিধান বাস্তবায়ন এবং জীবনের নানা অঙ্গনে উদ্ভূত নতুন সমস্যার ইসলামি সমাধানের ব্যাপারে তাকি উসমানিমাসিক আলবালাগ ’ পত্রিকায় লেখালেখি করতেন। এখান থেকে তার নিবন্ধগুলো নিয়ে ‘আছরে হাজের মে ইসলাম কেইসে নাফেয হাে’ নামে প্রায় সাড়ে সাতশ পৃষ্ঠার একটি সংকলন প্রকাশিত হয়। ঐ গ্রন্থ প্রকাশের পরও এই বিষয়ের বিভিন্ন দিক নিয়ে আরাে বেশ কিছু প্রবন্ধ জমা হয় এবং এগুলো নিয়ে তিনি ‘ইসলাম আওর জিদ্দাত পছন্দি’ নামে আরেকটি গ্রন্থ প্রকাশ করেন। যা উর্দু ভাষায় ১৯৯০ সালে প্রথম প্রকাশিত হয়।[]

২০০২ সালে ‘ইসলাম ও আধুনিকতা’ নামে এই বইটির বঙ্গানুবাদ করে শামসুল ইসলাম, যা সম্পাদনা করেছেন আবুল ফাতাহ মুহাম্মদ ইয়াহইয়া। ২০০৮ সালে মুহাম্মদ ছলেহ সিদ্দিকী এর ইংরেজি অনুবাদ করেন।

বিষয়বস্তু

সম্পাদনা

বইটির অধ্যায় ও আলোচ্য বিষয়সমূহ হল:[][]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

উদ্ধৃতি

সম্পাদনা
  1. জিম্মারম্যান, জন সি. (১ জুলাই ২০০৮)। "এ রিভিউ অফ, মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ইসলাম এন্ড মর্ডানিজম"টেরোরিজম এন্ড পলিটিকাল ভায়োলেন্স২০ (৩): ৪৪৬–৪৪৭। আইএসএসএন 0954-6553ডিওআই:10.1080/09546550802194718 
  2. জিল হুমা (জানুয়ারি–জুন ২০১৯)। "মুফতি মুহাম্মদ তাকি উসমানি কি মারুফ তাসনিফাত ও তালুফাত কা তারুফি জায়েজাহ" [মুফতি মুহাম্মদ তাকী উসমানীর শীর্ষস্থানীয় বই ও রচনাবলীর ব্যাখ্যা]। (১): ১৯৭—২২৪। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  3. জহারুদ্দিন নাভি; জুনায়েদ মুহাম্মদ মারজুকি (২০১৭)। "মুফতি মুহাম্মদ তাকী উসমানী এবং কুরআন গবেষণায় তার পাণ্ডিত্যপূর্ণ অবদান" (১)। সেলাঙ্গর আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ: ইসলামি সভ্যতা স্টাডিজ অনুষদ: ৯৪—১০৯। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  4. লোকমান হাকীম, মাওলানা (২০১৪)। জাস্টিস মুফতী মুহাম্মদ তকী উসমানী জীবন ও কর্ম। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল হেরা। পৃষ্ঠা ১০৩। আইএসবিএন 9789849112310 
  5. উসমানি, মুহাম্মদ তাকি; রাজি, মুহাম্মদ ওয়ালী; সিদ্দিকী, মুহাম্মদ ছলেহ (২০০৮)। ইসলাম এন্ড মর্ডানিজম [ইসলাম ও আধুনিকতা]। শামসুল ইসলাম কর্তৃক অনূদিত। নয়া দিল্লি, ভারত: আদম পাবলিশার্স। পৃষ্ঠা ১—১২। আইএসবিএন 978-81-7435-197-5এএসআইএন B004Q20MF6এলসিসিএন 2002344648ওসিএলসি 514205785 
  6. আবু বকর, ইব্রাহিম (২০০৭)। "বই রিভিউ: ইসলাম ও আধুনিকতা"ইসলামিয়াত (ইংরেজি ভাষায়)। সেলাঙ্গর, মালয়েশিয়া: জাতীয় বিশ্ববিদ্যালয়, মালয়েশিয়া। ২৯ (০)। আইএসএসএন 2600-8556 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা