অ্যালো মহরের নকশবন্দী সাধুদের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
(ইসলামী নকশবন্দী সাধুদের মাজার থেকে পুনর্নির্দেশিত)
নিচে অ্যালো মহর গ্রাম অথবা যাদের মাজারগুলো অ্যালো মহরে অবস্থিত তাদের নাম নকশবন্দী সাধুদের একটি তালিকা রয়েছে:
- সৈয়দ মুহাম্মদ জওয়ান শাহ নকভি
- পীর সৈয়দ মুহাম্মদ চান্নান শাহ নুরী
- পীর মুহাম্মদ আমিন শাহ সানী সরকার।
- পীর সৈয়দ মুহাম্মদ হুসেন শাহ সালিস সরকার।
- পীর সৈয়দ ফয়জ-উল হাসান শাহ
- পীর সৈয়দ খালিদ হাসান শাহ
চিত্রসম্ভার
সম্পাদনা-
শিয়ালকোটের অ্যালো মহর মুহম্মদ চান্নান শাহ নূড়ীর সমাধি প্রবেশপথ
-
মুহাম্মদ ছানান শাহ নুরির কবরস্থানে লেখা ফারসি লাইন
-
মুহাম্মদ চান্নান শাহ নূরী, মুহাম্মদ আমিন শাহ সানী, সৈয়দ মুহাম্মদ হুসেন শাহের ডান থেকে বামে কবর।
-
আলা মাহাহার শ্রীফের সমাধিতে আল ফাতিহার নামাজ পড়ছেন এক দর্শনার্থী।
-
সৈয়দ মুর্তজা আমিন শাহ, নকশবন্দিয়া মুজাদ্দাদি আমোনিয়া বর্তমান নেতা তার অনুসারীদের সাথে বৈঠক করছেন।
-
সৈয়দ ফয়েজ উল হাসান শাহের কবর।
-
সৈয়দ ফয়েজ-উল হাসান শাহ এবং মাওলানা আমিন শাহ সানির সমাধি শিয়ালকোটের অলো মহরে।
-
শিয়ালকোটের অ্যালোর মহরে সৈয়দ মুহাম্মদ জওয়ান শাহ নকভির সমাধি।
-
অ্যালো মহর মাজারের আর একটি দৃশ্য
-
সৈয়দ খালিদ হাসান শাহের কবর
-
জমিয়তে ওলামায়ে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি।
-
মৃত্যুর তারিখ এবং ফার্সী ভাষায় রেখার সাথে গ্রাভস্টোন।
-
পীর সৈয়দ মুহাম্মদ হুসেন শাহের হাতে তৈরি স্কেচ
-
অ্যালো মাহর শ্রীফের সৈয়দ নকভি পরিবারের পারিবারিক শ্রেণী। পীর সৈয়দ মুহাম্মদ জওয়ান শাহ নকভি, আলো মাহর শরীফের প্রতিষ্ঠাতা, খড়াসনের সম্রাটের প্রপৌত্র।
তথ্যসূত্র
সম্পাদনা- স্যার টমাস ওয়াকার আর্নল্ড, ইসলামের প্রচার
- এমজেএইচ গার্সিন ডি তাসি, লা ল্যাং এট লা লিটারিয়েটরি হিন্দুস্তানিজ ১৮৫০ à ১৮৬৯। ডিসকভার্স ডি'অভারচার ডু কোয়েস্ট ডি'হিন্দুস্তানি।
আরও পড়ুন
সম্পাদনাপ্রারম্ভিক সময়ের লেখকদের দ্বারা লেখা সেরা পরিচিত গ্রন্থগুলি এবং প্রতিবেদনগুলি হ'ল:
- আল্লামা পীর সাইয়েদ আহমদ মুজাদাদী রহ। মাশাইখ-ই-অলো মাহর শরীফ । ইদারা-ই-তানজিম উল ইসলাম, গুজরানওয়ালা, পাকিস্তান
- অ্যালো মাহর শরীফ। কাওয়াজগান-ই-নকশাবন্দ
- খাজা নূর মুহাম্মদ ছারহি খলিফা। আরবাব-ই-অলিয়াত
- চুরা শরীফের কালিফাস। আউলিয়া-ই-পথহার
- শায়খ গোলাম নবী। আমির-ই-কারওয়ান সৈয়দ ফয়েজ উল-হাসান শাহ
- সৈয়দ ফয়েজ উল-হাসান শাহ। তারীক-ই-ইশ্রার
- রিজওয়ান সরোয়ার। মাশাইখ-ই-মাহারভিয়া
- পীর সাইয়েদ আহমদ মুজাদাদি। মহারভিয়া নম্বর