ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ, ঘানা

ইসলামী বিশ্ববিদ্যালয় কলেজ, ঘানা ঘানায় অবস্থিত একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বৃহত্তর আকরা অঞ্চলের পূর্ব লেগনে অবস্থিত।

ইসলামি বিশ্ববিদ্যালয় কলেজ, ঘানা
ধরনবেসরকারি
স্থাপিত২০০০ (2000)
সভাপতিআলী আরব খোরাসানী
উপ-সভাপতিগামাল নাসের আদম
অবস্থান
পূর্ব লেগন
,
বৃহত্তর আকরা অঞ্চল
,
ওয়েবসাইটwww.iug.edu.gh
মানচিত্র

২০০০ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[১] ইসলামি প্রজাতন্ত্রী ইরানের আহলুল বাইত ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়। ২০০১ সালে অস্থায়ীভাবে এবং ২০০২ সালে স্থায়ীভাবে বিশ্ববিদ্যালয়টি পরিচালনার অনুমোদন দেওয়া হয়। [২]

শিক্ষায়তনিক সম্পাদনা

অস্নাতক পর্যায়ে এসব বিষয়ে পাঠদান কার্যক্রম চলছেঃ

  • বিবিএ (হিসাবরক্ষণ)
  • বিবিএ (ব্যাংকিং ও আর্থিক)
  • বিবিএ (বিপণন)
  • বিবিএ (মানব সম্পদ ব্যবস্থাপনা)
  • বিএ (ধর্মীয় শিক্ষা)-(ইসলামিক শিক্ষা)
  • বিএ (যোগাযোগ শিক্ষা)-(সাংবাদিকতা)
  • বিএ (যোগাযোগ শিক্ষা)-(জনসংযোগ)
  • বিএ (যোগাযোগ শিক্ষা)- (বিজ্ঞাপন)
  • স্নাতক (শিক্ষা)-(শৈশবের শিক্ষা)
  • ডিপ্লোমা (শিক্ষা)-(শৈশবের শিক্ষা)

স্নাতক পর্যায় সম্পাদনা

স্নাতক পর্যায়ে এসব বিষয় পাঠদান কার্যক্রম চলছেঃ

  • এমফিল (ইসলামিক শিক্ষা)

অন্তর্ভুক্তি সম্পাদনা

  • ঘানা বিশ্ববিদ্যালয়, [৩] লেগন
  • শিক্ষা বিশ্ববিদ্যালয়, উইনেবা (ইউইউইউ) [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Our History"official website। Islamic University College, Ghana। ২০০৬। সেপ্টেম্বর ২৭, ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৫ 
  2. "Accredited Institutions - University Colleges"Official Website। National Accreditation Board - Ghana। ২০০৫। ২০০৭-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৬ 
  3. "University of Ghana-Profile of the University-Institutional Affiliations"Official Website। University of Ghana। ২০০৫। ২০০৭-০২-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৩-১৬ 

বহিঃসংযোগ সম্পাদনা