ইসলামপুর ইউনিয়ন, রাঙ্গুনিয়া

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার একটি ইউনিয়ন

ইসলামপুর বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

ইসলামপুর
ইউনিয়ন
১৩নং ইসলামপুর ইউনিয়ন পরিষদ
ইসলামপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
ইসলামপুর বাংলাদেশ-এ অবস্থিত
ইসলামপুর
ইসলামপুর
বাংলাদেশে ইসলামপুর ইউনিয়ন, রাঙ্গুনিয়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°৩৪′৫৩″ উত্তর ৯২°৪′২″ পূর্ব / ২২.৫৮১৩৯° উত্তর ৯২.০৬৭২২° পূর্ব / 22.58139; 92.06722 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলারাঙ্গুনিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী মিল্টন
আয়তন
 • মোট৩৫.৮১ বর্গকিমি (১৩.৮৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,৯০২
 • জনঘনত্ব৫৬০/বর্গকিমি (১,৪০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৭.৪৬%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৬১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

ইসলামপুর ইউনিয়নের আয়তন ৮৮৪৯ একর (৩৫.৮১ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী ইসলামপুর ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ১৯,৯০২ জন। এর মধ্যে পুরুষ ১০,৮৯৫ জন এবং মহিলা ৯,০০৭ জন।[]

অবস্থান ও সীমানা

সম্পাদনা

রাঙ্গুনিয়া উপজেলার সর্ব-উত্তরে ইসলামপুর ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১৭ কিলোমিটার। এ ইউনিয়নের পশ্চিমে রাজানগর ইউনিয়ন, দক্ষিণে দক্ষিণ রাজানগর ইউনিয়নলালানগর ইউনিয়ন, পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াজ্ঞা ইউনিয়নকাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন এবং উত্তরে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

২০০৩ সালে রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন বৃহত্তর রাজানগর ইউনিয়নকে বিভক্ত করে ৩টি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়, তন্মধ্যে ইসলামপুর অন্যতম।[]

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নং গ্রামের নাম
১নং ওয়ার্ড বেতছড়ি, ত্রিপুরার দীঘি, সেগুনবাগিচা, বহড়াতল, চারা বটতল
২নং ওয়ার্ড রৈস্যাবিলী, খতিবনগর, ছাদিক্যাবিলী, চৌচালাবিলী
৩নং ওয়ার্ড মগাছড়ি, ধুইল্যাছড়ি, পুলিশ ক্যাম্প
৪নং ওয়ার্ড ছাদেকনগর এর পূর্ব পাশ, পুলিশক্যাম্প, খতিবনগর, গাবতল, পাহাড়তলী ঘোনা
৫নং ওয়ার্ড সাহেবনগর, জোরের কূল, ছাদেকনগর এর পশ্চিম ও উত্তর পাশ
৬নং ওয়ার্ড খলিফা পাড়া, নতুন পাড়া আমিন বাড়ী, পূর্ব টিলার পাড়া, সাইর মোহাম্মদ পাড়া, ইসলাম পাড়া, নেজাম শাহ পাড়া
৭নং ওয়ার্ড ছাদেকনগর, আল আমিন পাড়া, ঘাগড়া কূল
৮নং ওয়ার্ড মৌলানা কবির আহমদ পাড়া, পেয়ার মোহাম্মদ পাড়া, বাচুর মোহাম্মদ পাড়া
৯নং ওয়ার্ড গলাচিপা নতুন পাড়া, মাইজ পাড়া, আরফার বাড়ী, বিনছি বাপের বাড়ী, গোল মোহাম্মদ পাড়া, পূর্ব টিলার পাড়া, বদি উদ্দীন তালুকদার বাড়ী, ধর্মগোদা

[]

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৭.৪৬%।[] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি মাদ্রাসা, ৭টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
মাধ্যমিক বিদ্যালয়

[]

মাদ্রাসা
  • ইসলামপুর তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসা
  • ইসলামপূর মাখযানুল উলূম মাদ্রাসা
  • ছালেহ আহমদ মজিদিয়া মাদ্রাসা

[]

প্রাথমিক বিদ্যালয়
  • আল আমিন পাড়া ফয়েজ আলী রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ইসলামপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর ঘাগড়া সেগুনবাগিচা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর নিশ্চিন্তাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধর্মগোদা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম নিশ্চিন্তা কালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রৈস্যাবিলী নব কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়

[]

কিন্ডারগার্টেন
  • ইসলামপুর কেজি স্কুল

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা

চট্টগ্রাম শহরের অক্সিজেন বাস টার্মিনাল হতে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক হয়ে ইসলামপুর ইউনিয়নে আসা যায়। এছাড়াও বহদ্দারহাট বাস টার্মিনাল হতে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী এবং মরিয়ম নগর চৌমুহনী হতে মরিয়মনগর-রানীরহাট সড়ক হয়ে ইসলামপুর ইউনিয়ন আসা যায়।

ধর্মীয় উপাসনালয়

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নে ২৩টি মসজিদ ও ৯টি প্যাগোডা রয়েছে।[]

ভাষা ও সংস্কৃতি

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নে বহু ভাষা ভাষির লোক রয়েছে। যেমন: বাঙ্গালী, চাকমা, মারমা, তঞ্চঙ্গ্যা। তারা প্রত্যেকেই নিজ নিজ ভাষায় কথা বলে।[]

খাল ও নদী

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে বয়ে চলেছে ইছামতি নদী। এছাড়া এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ঘাগড়া খাল, রাজখালী খাল এবং বেতছড়ি খাল।[]

হাট-বাজার

সম্পাদনা

ইসলামপুর ইউনিয়নের প্রধান হাট/বাজার হল গাবতলী বাজার।[]

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • বেতছড়ি পাইন বাগান

রানীরহাট থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। রানীরহাট থেকে কাউখালীর গাড়ীতে করে যেতে হয়। কাউখালী যাওয়ার পথে রাস্তার পাশে সুন্দর মনোরম পরিবেশে পাইন বাগান অবস্থিত।[১০]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা
  • আবদুর রব চৌধুরী –– বীর মুক্তিযোদ্ধা।[১১]

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী মিল্টন[১২]
চেয়ারম্যানগণের তালিকা
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ মোহাম্মদ দিদারুল আলম জসিম
০২ মোহাম্মদ নেছারুল হক (ভারপ্রাপ্ত) ২০০৩-২০০৭
০৩ মোহাম্মদ ইকবাল হোসেন তালুকদার (ভারপ্রাপ্ত) ২০০৭-২০১১
০৪ মোহাম্মদ সিরাজদৌল্লাহ ২০১১-২০১৬
০৫ মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী মিল্টন ২০১৬-২০২১
০৬ সিরাজ উদ্দীন চৌধুরী ২০২১- বর্তমান

[১৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "রাঙ্গুনিয়া উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org 
  2. "ইসলামপুর ইউনিয়নের ইতিহাস - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ১৩ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  3. "একনজরে ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd 
  6. http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=411&thana=41112&union=13[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  7. "ভাষা ও সংস্কৃতি - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  8. "খাল ও নদী - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  9. "হাট বাজারের তালিকা - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd 
  10. "দর্শনীয়স্থান - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  11. "প্রখ্যাত ব্যক্তিত্ব - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  12. Bhorerkagoj। "পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ফলাফল"www.bhorerkagoj.net [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "পূর্ববর্তী চেয়ারম্যানবৃন্দ - ইসলামপুর ইউনিয়ন - ইসলামপুর ইউনিয়ন"islampurup.chittagong.gov.bd। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা