ইসরায়েল মুর ফস্টার
মার্কিন রাজনীতিবিদ
ইসরায়েল মুর ফস্টার (জানুয়ারি ১২, ১৮৭৩ – জুন ১০, ১৯৫০) ওহিও রাজ্য থেকে মার্কিন কংগ্রেসে রিপাবলিকান প্রতিনিধি ছিলেন, ১৯১৯ থেকে ১৯২৫ সাল পর্যন্ত তিনি তিন মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন।
ইসরায়েল মুর ফস্টার | |
---|---|
-নির্বাচিত সদস্য 10th জেলা থেকে | |
কাজের মেয়াদ মার্চ ৪, ১৯১৯ – মার্চ ৩, ১৯২৫ | |
পূর্বসূরী | রবার্ট এম. সুইজার |
উত্তরসূরী | থমাস এ. জেনকিনস |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | অ্যাথেন্স, ওহাইও | ১২ জানুয়ারি ১৮৭৩
মৃত্যু | ১০ জুন ১৯৫০ ওয়াশিংটন, ডিসি | (বয়স ৭৭)
সমাধিস্থল | রক ক্রিক সমাধি |
রাজনৈতিক দল | রিপাবলিকান |
প্রাক্তন শিক্ষার্থী | ওহাইও বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ল স্কুল ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয় আইন কলেজ |
জীবনী
সম্পাদনাতিনি ওহাইওর অ্যাথেন্সে জন্মগ্রহণ করেন এবং পাবলিক স্কুলে পড়াশোনা করেন ও ১৮৯৫ সালে অ্যাথেন্সের ওহাইও বিশ্ববিদ্যালয়থেকে স্নাতক হন। তিনি ১৮৯৫ এবং ১৮৯৬ সালে হার্ভার্ড ল স্কুলে আইন বিষয়ে অধ্যয়ন করেন এবং ১৮৯৮ সালে ওহাইও স্টেট আইন স্কুল থেকে স্নাতক হন। একই বছর অ্যাথেন্সের ওহাইওতে অনুশীলন শুরু করেন।