ইশিতা গঙ্গোপাধ্যায়

ভারতীয় টেলিভিশন অভিনেত্রী

ইশিতা গঙ্গোপাধ্যায় একজন ভারতীয় টেলিভিশন অভিনেত্রী। [১][২]

ইশিতা মামন গঙ্গোপাধ্যায়
জন্ম২৪ জুলাই, ১৯৯২ (বয়স ২৭ বছর)
কলকাতা
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০১৩–বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
শাস্ত্রী সিস্টারস এ আনুশকা সারীন শাস্ত্রী হিসাবে

পেশয়া বাজিরাও কাশিবাঈ হিসাবে

পৃথ্বী বল্লভ - ইতিহাস ভি, রহস্য ভি তে রানি আম্রুশা চরিত্রে
আদি নিবাসকলকাতা

জীবন সম্পাদনা

তিনি অভিনয় শুরু করেন বাংলা টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে ৷তিনি বেশ কিছু বাংলা ধারাবাহিকে মূল চরিত্রে অভিনয় করেছেন ৷যেমন - ইটিভি বাংলার "অন্নপূর্ণা",মিসেস সিংহ রায়,ভাষা[৩][৪]।তিনি বাংলা সিনেমাতে ও কাজ করেন।তিনি অন্নপূর্ণা গার্লস হাই স্কুল থেকে হাই স্কুল এডুকেশন সম্পূর্ণ করেন [৫]। পরে তিনি মুম্বাই পাড়ি দেন ৷ তিনি অনেক পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ৷তিনি নাচে বেশ দক্ষ।[৬]

টিভি সম্পাদনা

বছর প্রদর্শনী ভূমিকা
২০১৪ –২০১৫ শাস্ত্রী সিস্টার্স আনুশকা রজত সারিন নী শাস্ত্রী
২০১৫ তু মেরা হিরো জুহি
দার সবকো লাগতা হ্যায় বাণীসংগ্রহ
২০১৬ ইশক কা রঙ সাফেদ কামিনী
ইয়ে হাই আশিকী নব্যা
২০১৭ পেশোয়া বাজিরাও কাশি বাঈ
২০১৮ পৃথ্বি বল্লভ রাজকুমারী আমরুশা
লাল ইশক নিতাই
কাউন হ্যায়? চন্দ্রলেখা / রাইসা রাস্তোগি
২০১৮ – ২০১৯ বিক্রম বেতাল কি রহস্য কথা রানি পদ্মিনী
২০১৯ শ্রীমদ্ভাগবত মহাপুরাণ পার্বতী
২০১৯ জগ জনানী মা বৈষ্ণো দেবী - কাহানী মাতা রানী কি [৭] মহাকালী / উমা / পার্বতী
২০১৯ লাল ইশক ডাঃ আরশি

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

  • মেরি পিয়ারি বিন্দু - তে বিশেষ উপস্থিতি।এতে আয়ুষ্মান খুরানা এবং পরিণীতি চোপড়া মূল চরিত্রে ছিলেন।
  • রেস্কিউ (২০১৯) - মীরা হিসাবে।এটি নয়ন পাচরি পরিচালিত।
  • অচেনা মানুষ ও একটি ছোট্ট মেয়ের গল্প- বাংলা শর্ট ফিল্ম।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ishita Ganguly takes up Horse riding for Peshwa Bajirao role"toi। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৭ 
  2. "Ishita Ganguly Feels Great To Join 'Prithvi Vallabh'"mid-day.com। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০১৭ 
  3. "Ishita Ganguly (TV Actress) Height, Weight, Age, Boyfriend, Biography & More » StarsUnfolded"StarsUnfolded (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩ 
  4. "রোজা ছবির গানে দুরন্ত ভিডিও শ্যুট করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টেলি অভিনেত্রী"bengali.news18.com। ২০১৯-১০-২৬। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  5. "Ishita Ganguly Wiki, Biography, Age, Height, Family, Husband"Celeb Center (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-০৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-২৩ 
  6. "'ইয়াদ পিয়া কী আনে লগি' অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় কাঁপানো নাচ সুপার ভাইরাল"bengali.news18.com। ২০২০-০১-১৮। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 
  7. "ঐতিহাসিক থেকে আধ্যাত্মিক, দেবী কালিকা রূপে আসছেন ঈশিতা"NDTVMovies.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০১-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা