ইয়ুভেন্তুস স্টেডিয়াম

ইতালির ফুটবল স্টেডিয়াম

ইয়ুভেন্তুস স্টেডিয়াম ২০১৭ সাল থেকে ব্যবসায়িক ভাবে আল্লিয়াঞ্জ স্টেডিয়াম নামে পরিচিত। এটি ইতালির তুরিনে অবস্থিত। এটি ইতালি জাতীয় দলের, ক্লব সিরিয়ে এ এবং ইয়ুভেন্তুসের হোম মাঠ হিসেবে পরিচিত। জুবেন্টাস ৮ সেপ্টেম্বর ২০১১ সালে নটস কাট্রির বিপেক্ষে এই স্টেডিয়ামে প্রথম খেলে ইয়ুভেন্তুস এই মাঠে ইতালীয়লিগেরর প্রথম ১০০ খেলায় মাত্র ৩ টিতে পরাজিত হয়। এই স্টেডিয়ামে ২০১৪ সালের উইফা ইউরোফা লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়

ইয়ুভেন্তুস স্টেডিয়াম
এল্লিয়াঞ্জ স্টেডিয়াম
মানচিত্র
প্রাক্তন নামইয়ুভেন্তুস স্টেডিয়াম
ঠিকানাCorso Gaetano Scirea, 50
অবস্থানতুরিন, ইতালি
স্থানাঙ্ক৪৫°৬′৩৪″ উত্তর ৭°৩৮′২৮″ পূর্ব / ৪৫.১০৯৪৪° উত্তর ৭.৬৪১১১° পূর্ব / 45.10944; 7.64111
মালিকইয়ুভেন্তুস ফুটবল ক্লাব
পরিচালকইয়ুভেন্তুস ফুটবল ক্লাব
নির্বাহী কর্মকর্তা৮৪
ধারণক্ষমতা৪১,৫০৭ সিট
উপস্থিতির রেকর্ড৪১,৪৭০ vs রোমা (১৭ ডিসেম্বর ২০১৬ , সিরি এ)
আয়তন১০৫ মি × ৬৮ মি (৩৪৪ ফু × ২২৩ ফু)
উপরিভাগঘাস
স্কোরবোর্ডএলসিডি
নির্মাণ
কপর্দকহীন মাঠ১ মার্চ ২০০৯
উদ্বোধন৮ সেপ্টেম্বর ২০১১
নির্মাণ ব্যয়€১৫৫ মিলিয়ন
স্থপতিহারনান্দু সুয়ারেজ
গিনু জাভেনলা
গিয়ুজিয়ারু
কাঠামোগত প্রকৌশলীফ্রান্সসেস্কু
মাসসিমু মাজোইস্কি
ভাড়াটে
ইয়ুভেন্তুস ফুটবল ক্লাব (২০১১–বর্তমান)
ইতালি জাতীয় ফুটবল দল

তথ্যসূত্র সম্পাদনা