ইয়াহিয়া ইবনে মুয়ায আল-রাজী

আবু যাকারিয়া ইয়াহিয়া ইবনে মুয়ায আল-রাজি (৮৩০-৮৭১ খ্রিস্টাব্দ) ছিলেন একজন মুসলিম সুফী যিনি মধ্য এশিয়ায় শিক্ষা দান করতেন। মসজিদে সুফিবাদ প্রচারের ক্ষেত্রে তিনি প্রথম সারির ব্যক্তিত্ব ছিলেন যেখানে তিনি এই বিষয়ে বেশ কয়েকটি বই লিখেন এবং অনেক উক্তি প্রদান করেন। রাজা র প্রতি গুরুত্ব সত্ত্বেও, জান্নাত এবং আল্লাহর ক্ষমার আশায়, তিনি একনিষ্ঠ ইবাদত এবং ধর্ম বিষয়ে মহান বিবেকনিষ্ঠার জন্যে বিখ্যাত ছিলেন। [১] ইবনে কাররাম এর কাছে শিক্ষা নিতে তিনি তার নিজের শহর রি ছাড়েন এবং কিছু সময়ের জন্য বালখে বসবাস করেন, পরে তিনি নিশাপুরে ৪১ বছর বয়সে ৮৭১ সালে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Abu Nu'aym, x. 51–70; Sulami, 98–104; Fihrist, 184; GAS, 1. 644; Hujwiri, 122–23; Massignon, Essai, 268–72