ইভলিনা হ্যাভেরফিল্ড

ইভলিনা হ্যাভেরফিল্ড (৯ আগস্ট ১৮৬৭ - ২১ মার্চ 1১৯২০)[১] ছিলেন একজন ব্রিটিশ ভোটাধিকার কর্মী ও সহায়তা কর্মী। বিশ শতকের গোড়ার দিকে তিনি এমলেলাইন পাখুর্স্টের জঙ্গি মহিলাদের ভোটাধিকার সংগঠন উইমেনস সোশ্যাল অ্যান্ড পলিটিকাল ইউনিয়নে যুক্ত ছিলেনপ্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি সার্বিয়ায় নার্স হিসাবে কাজ করেছিলেন। যুদ্ধের পরে তিনি তার সহযোগী ভেরা হলমের সাথে সার্বিয়ায় ফিরে এসেছিলেন দেশের পশ্চিমের একটি শহর বাজিনা বাটায় একটি অনাথ আশ্রয় প্রতিষ্ঠার জন্য।[২]

ইভলিনা হ্যাভেরফিল্ড
জন্ম
এভিলেনা স্কারলেট

(১৮৬৭-০৮-০৯)৯ আগস্ট ১৮৬৭
কিংসি, যুক্তরাজ্য
মৃত্যু২১ মার্চ ১৯২০(1920-03-21) (বয়স ৫২)
বাজিনা বাতা, সার্বিয়া
জাতীয়তাব্রিটিশ
পেশাসামাজিক কর্মী, সাফ্রেগেট
দাম্পত্য সঙ্গীহেনরি হ্যাভেরফিল্ড (বি. ১৮৮৭১৮৯৫) his death
জন বালগুয় (বি. ১৮৯৯)
প্রথম বিশ্বযুদ্ধের ব্রিটিশ নায়িকারা" সিরিজ থেকে ২০১৫ সালের সার্বিয়ান স্ট্যাম্পে হাভারফিল্ড।

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Burke, Bernard; Pirie-Gordon, Charles Harry Clinton (১৯৩৭)। Genealogical and heraldic history of the landed gentry: founded by the late Sir Bernard Burke (15. Auflage সংস্করণ)। Shaw। পৃষ্ঠা 90। 
  2. "Women's Reserve Ambulance – World War One"COHSE Britain's Health Service Union