ইবনে ইউনূস হাম্বলী

আবুল মুজাফফর জালালউদ্দিন ওবায়দুল্লাহ ইবনে ইউনূস ইবনে আহমদ বাগদাদী আযজী হাম্বলি(আরবী:ابو المظفر جلال الدین عبید اللہ بن یونس بن احمد بغدادی ازجی حنبلی)একজন আব্বাসীয় মন্ত্রী এবং শীর্ষস্থানীয় হাম্বলী ফকীহ ছিলেন।

ইবনে ইউনূস হাম্বলী
ইবনে ইউনূস হাম্বলী
জন্মআবুল মুজাফফর জালালউদ্দিন ওবায়দুল্লাহ ইবনে ইউনূস
মৃত্যু৫৯৩হিজরি/১১৯৬খ্রিষ্টাব্দ
বাগদাদ,আব্বাসীয় খিলাফত
মৃত্যুর কারণকারাগারে নির্যাতন
জাতীয়তাইরাকি
যুগহিজরী ষষ্ঠ শতাব্দী
পেশাহাম্বলী ফিকহের ইমাম
সম্প্রদায়আবু আল-হাসান কাতিয়ী ও ইবনে দালফ
মাজহাবআহমদ ইবনে হাম্বল
শাখাআশায়েরী
মূল আগ্রহফিকহ
লক্ষণীয় কাজফিকহশাস্ত্রের উন্নয়ন
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেন
  • আবু হাকিম নেহরওয়ানী

একাডেমিক জীবন সম্পাদনা

শিক্ষক সম্পাদনা

তিনি আবু হাকিম নেহরওয়ানীর কাছ থেকে ফিকাহ শিক্ষাগ্রহণ করেন। সাদাকা ইবনুল হুসােইন থেতে নীতিশাস্ত্র ও ধর্মতত্ত্ব পড়েছেন। আবুল আ’লা আত্তার(রা.) থেকে রেওয়ায়েত শিক্ষা অর্জন করেন। নসর ইবনে নসর আল-আকবরী ও অন্যান্য মুহাদ্দিসদের থেকে হাদীসের জ্ঞান অর্জন করেন।

ছাত্র সম্পাদনা

আবু আল-হাসান কাতিয়ী ও ইবনে দালফ তার থেকে হাদীস বর্ণনা করেছেন। অতঃপর উম্মে নাসিরের গুরু হন। তারপরে তার মর্যাদা আরো বৃদ্ধি পেতে থাকে।

মন্ত্রীত্ব সম্পাদনা

৮৩ খ্রিষ্টাব্দে আব্বাসীয় শাসক নাসিরের[১] মন্ত্রী হন।এর পরে হামদানের অধিপতি সুলতান তুঘরলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আব্বাসীয় সেনাবাহিনী প্রেরণ করা হয় এবং তিনি নিজেও যুদ্ধে যোগ দেন। উজির ইবনে ইউনূস পরাজিত হন। সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ে। ইবনে ইউনূসকে আটক করে তোরিজে আনা হয়েছিল, সেখান থেকে তিনি মসুল চলে যান। তারপর গোপনে বাগদাদে চলে আসেন এবং কিছুদিন তার বাড়িতে লুকিয়ে রইলেন।কিছুদিন পরে ইবনুল কাসাব ৯০ খ্রিষ্টাব্দে মন্ত্রী হয়ে গেলে তাকে গ্রেপ্তার করে কারাবন্দী করা হয়। দুই বছর পরে ইবনুল কাসাব মারা যান। ইবনে ইউনূস একটি ভূগর্ভস্থ কক্ষে পালিয়ে আশ্রয় নেন। শেষ বয়স পর্যন্ত সেখানেই বাস করেন। ইবনে নাজ্জার বলেছেন: "তিনি ধর্মতত্ত্বের গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি নীতিশাস্ত্রের উপর একটি গ্রন্থও রচনা করেছেন। তিনি বহু বিশিষ্ট আলেম তার কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন।" [২]

মৃত্যু সম্পাদনা

কথিত আছে যে তিনি সফর মাসে ৫৯৩হিজরি/১১৯৬খ্রিষ্টাব্দে ভূগর্ভস্থ মারা যান। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "الناصر لدین اللہ"آزاد دائرۃ المعارف، ویکیپیڈیا (উর্দু ভাষায়)। ২০১৯-১২-২১। 
  2. الأمراء بأنباء الوزراءالمكتبة الشاملة. وصل لهذا المسار في 30 أبريل 2016 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ জুন ২০১৭ তারিখে
  3. سير أعلام النبلاء الطبقة الحادية والثلاثون ابن يونس ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৫ মার্চ ২০২০ তারিখে المكتبة الإسلامية. وصل لهذا المسار في 30 أبريل 2016