ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইসলামিক স্টাডিজ

সংস্থা

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইসলামিক স্টাডিজ নয়াদিল্লির একটি ইসলাম শিক্ষার প্রতিষ্ঠান।[১] হাকিম আবদুল হামিদ সহ বিশিষ্ট মুসলিম নেতৃবৃন্দ ১৯৬৩ সালে এটি প্রতিষ্ঠা করেন, হাকিম আবদুল হামিদ পরে জামিয়া হামদর্দ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।[২] ইনস্টিটিউটটির উপর ভারতে ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব অর্পণ করা হয়েছে। এছাড়াও এই ইনস্টিটিউট ইসলামে পড়াশোনা এবং গবেষণার পাশাপাশি তুলনামূলক গবেষণা করে থাকে।[৩] এটি বহু ইসলামি সংগ্রহের ভাণ্ডার, যেগুলোর বেশিরভাগ ফারসি ও আরবি ভাষায় রচিত এবং এটি একটি ত্রৈমাসিক জার্নাল,স্টাডিজ ইন ইসলাম প্রকাশ করে থাকে।[৪]

১৯৮৪ সালে ইনস্টিটিউটটি, দিল্লী-ভিত্তিক ভারত ইসলামিক কালচারাল সেন্টার (আইআইসিসি) এর অনুদানের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।[৫]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Indian Institute of Islamic Studies (New Delhi, India)"। University of Chicago। ৬ ফেব্রু ২০০৯। ১৫ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. "About Jamia Hamdard"Jamia Hamdard। ২০১১-১২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "The Hatreds of India"New York Times। ১১ ডিসেম্বর ১৯৯২। পৃষ্ঠা 4। 
  4. "Studies in Islam : quarterly journal of the Indian Institute of Islamic Studies"National Library of Australia 
  5. "About IICC"। IICC। 

বহিঃসংযোগ সম্পাদনা