ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা

ইংরেজি মিডিয়া স্কুল

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বাংলাদেশের ঢাকা জেলার বসুন্ধরা এলাকায় অবস্থিত একটি আন্তর্জাতিক মানের ইংরেজি মিডিয়া স্কুল।[২]

ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল
ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষাঙ্গন
ধরনবেসরকারি স্কুল
স্থাপিত১৯৯৯
শিক্ষার্থী৭০০+[১]
ঠিকানা
প্লট নং-৮০, ব্লক-ই, বসুন্ধরা আবাসিক এলাকা
, ,
শিক্ষাঙ্গনশহুরে
সংক্ষিপ্ত নামআই.এস.ডি
অধিভুক্তিইন্টারন্যাশনাল ব্যাচেলরেট ওয়ার্ল্ড স্কুল
ওয়েবসাইটwww.isdbd.org
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) নার্সারি থেকে গ্রেড-৫ পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে ১৯৯৯ সালের আগস্ট মাসে প্রাথমিক যাত্রা শুরু করে। তবে আনুষ্ঠানিকভাবে স্কুলের শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০০০ সালের ২৪ মে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মানবিক ও বিজ্ঞান বিভাগে সাতশ’র বেশি শিক্ষার্থী রয়েছে।[৩]

স্কুলটি চালুর পর থেকেই তিনটি প্রোগ্রাম পরিচালনা করার জন্য আন্তর্জাতিক ব্যাকালরেট সংস্থা থেকে পরিপূর্ণ অনুমোদন পায়। যা পরবর্তীতে সিআইএস এবং এনইএএসসি থেকেও অনুমোদিত হয়েছে।

এছারাও স্কুলটিতে বাংলা, ইংরেজি, স্প্যানিশসহ বিভিন্ন ভাষার প্রতি গুরুত্ব দেওয়া হয়।

সুযোগ সুবিধা সম্পাদনা

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) ক্যম্পাসে রয়েছে সুবিশাল খেলার মাঠ, সুইমিংপুল, জিমনেশিয়াম, বিজ্ঞান ল্যাব, বিশাল অডিটরিয়াম, ক্যাফেটেরিয়াসহ মানসিক বিকাশ ঘটাতে যাবতীয় সুযোগ-সুবিধা।[৪]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ১৫ বছর পূর্তি উদ্‌যাপন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] কালের কন্ঠ | ১৫ জুন, ২০১৫
  2. "About Us"International School Dhaka 
  3. "History"International School Dhaka 
  4. "ISD in the Community"International School Dhaka। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা