ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী বা সংক্ষেপে আই.এইচ.টি, রাজশাহী বাংলাদেশের সরকারি মেডিক্যাল ইন্সটিটিউটগুলোর মধ্যে অন্যতম। এটি ১৯৭৬ সালে মাত্র ৭৫ জন ছাত্র-ছাত্রী নিয়ে যাত্রা শুরু করে।[১]

ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, রাজশাহী
অন্যান্য নাম
আই.এইচ.টি, রাজশাহী
ধরনসরকারি
স্থাপিত১৯৭৬; ৪৮ বছর আগে (1976)
প্রতিষ্ঠাতাগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যক্ষডা.ফারহানা হক
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৩৮+
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৬+
শিক্ষার্থী১২১৫+
স্নাতকডিপ্লোমা ইন ফার্মেসী, ল্যাবরেটরি মেডিসিন, ফিজিওথেরাপি, রেডিওথেরাপি, রেডিওলোজী এন্ড ইমেজিং, ডেন্টিস্ট্রি, স্যানেটারি ইন্সপেক্টর শিপ ট্রেইনিং
স্নাতকোত্তরবিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাবরেটরি), বিএসসি ইন ফিজিওথেরাপি
ঠিকানা
লক্ষ্মীপুর, রাজশাহী
, ,
অধিভুক্তিফার্মেসী কাউন্সিল অব বাংলাদেশ, স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি অব বাংলাদেশ
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৭৬ সালে রাজশাহীবাসীর জন্য রাজশাহী জেলার লক্ষ্মীপুরে একটি প্যারামেডিক্যাল ইন্সটিটিউট স্থাপিত হয়।[১] প্রতিষ্ঠা লগ্নে এটি ৩টি অনুষদে (ফার্মেসী, ল্যাবঃমেডিসিন এবং রেডিওগ্রাফি অনুষদ) মাত্র ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭টি অনুষদে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। ১৯৮৯ সালের ১২ জুলাই থেকে সরকারী আদেশক্রমে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইন্সটিটিউট অব হেলথ্ টেকনোলোজি রাখা হয়।[১] ২০০৯-২০১০ শিক্ষাবর্ষ থেকে এখানে বিএসসি কোর্স চালু করে ছাত্র ভর্তি করা হয়। বিএসসি কোর্সে ২টি অনুষদে (বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি ল্যাবরেটরি এবং বিএসসি ইন ফিজিওথেরাপি) ৬০ জন শিক্ষার্থী নিয়ে এর কার্যক্রম শুরু হয়।[২] বর্তমানে বিএসসি কোর্সের দুইটি অণুষদে ৫ টি ব্যাচে মোট প্রায় ২৭৫ জন শিক্ষার্থী লেখাপড়া করছে।[২]

ভবনসমূহ সম্পাদনা

 
প্রধান ফটক
 
একাডেমিক ভবন

একটি মাত্র ভবন আছে যেখানে প্রায় ১৫০০ ছাত্র-ছাত্রী পড়াশোনা করে।

গ্রন্থাগার সম্পাদনা

আই,এইচ,টি তে একটি সমৃদ্ধ গ্রন্থাগার রয়েছে। যাতে পুরাতন মূল্যবান ও সাম্প্রতিক সংস্করণের বই, জার্নাল এবং সাময়িকীর প্রাচুর্য রয়েছে।

গবেষণাগার সম্পাদনা

আই,এইচ,টি তে সব বিভাগের আলাদা আলাদা গবেষণাগার আছে। এখানে বিভাগ অনুযায়ী বিভিন্ন গবেষণার কাজ সম্পাদনা করা হয়। দক্ষ শিক্ষক মন্ডলি ও টেকনোলজিষ্ট দ্বারা গবেষণাগার গুলো পরিচালনা করা হয়।

প্রকাশনা সম্পাদনা

আই,এইচ,টি তে নিয়মিত ভাবে জনপ্রিয় বার্ষিকী ও সাময়িকী প্রকাশ করা হয়। ইন্সটিটিউটের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাও এতে লিখতে পারেন। সব মিলিয়ে একটি গবেষণা সমৃদ্ধ সাময়িকি প্রকাশ পায়।

নথিভুক্ত শিক্ষার্থী সম্পাদনা

১৯৭৬ সালে মাত্র ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে আই.এইচ.টি রাজশাহী। মাত্র ৭৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও অতিদ্রুত সব অনিশ্চয়তা ও প্রতিবন্ধকতাকে জয় করে আই.এইচ.টি দেখা পায় সোনালী ভবিষ্যতের। আস্তে আস্তে শিক্ষার্থীর সংখা ক্রমান্বয়ে বাড়তে থাকে। পর্যায়ক্রমে অনুষদের সংখ্যা বৃদ্ধি হয়ে বর্তমানে ৭ টি অনুষদে প্রায় ১০৫০ জন শিক্ষার্থী পড়াশুনা করছে। আগে সচরাচর যেভাবে ভর্তি করা হয় সেভাবে ভর্তি করা হত, কিন্তু এখন এখানে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তির্ন হয়ে তারপর ভর্তি হতে হয়।

বর্তমান অনুষদ ও বিভাগসমূহ সম্পাদনা

ডিপ্লোমা সম্পাদনা

  1. ডিপ্লোমা ইন ফার্মেসী
  2. ডিপ্লোমা ইন ল্যাবরেটরি মেডিসিন
  3. ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি
  4. ডিপ্লোমা ইন রেডিওথেরাপি
  5. ডিপ্লোমা ইন রেডিওলোজী এন্ড ইমেজিং
  6. ডিপ্লোমা ইন ডেন্টিস্

বিএসসি সম্পাদনা

  1. বিএসসি ইন মেডিক্যাল টেকনোলজি (ল্যাবরেটরি)
  2. বিএসসি ইন ফিজিওথেরাপি

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Rajshahi / শিক্ষাপ্রতিষ্ঠান"। erajshahi.gov.bd। ১০ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬ 
  2. "শিক্ষা প্রতিষ্ঠানসমূহ / Rajshahi District / রাজশাহী জেলা"। রাজশাহী জেলা প্রশাসন। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]