ইট হ্যাপেন্ড ওয়ান নাইট

ইট হ্যাপেন্ড ওয়ান নাইট (ইংরেজি: It Happened One Night) ১৯৩৪ সালের আমেরিকান রোমান্টিক কমেডি চলচ্চিত্র। এই খ্যাপা কমেডি চলচ্চিত্র পরিচালনা করেন ফ্রাংক কাপরা। যেখানে কেতাদুরস্ত সমাজের আদুরে মেয়ে এলি তাঁর বাবার হাত থেকে মুক্তি পেতে চেষ্টা করে, এবং একজন অসৎ প্রতিবেদক পিটারের প্রেমে পড়ে। চলচ্চিত্রটি স্যামুয়েল হপকিন্স অ্যাডামসে্‌র আগস্ট ১৯৩৩ সালের ছোট গল্প "নাইট বাস"-এর উপর ভিত্তি করে এর প্রেক্ষাপট নির্মিত হয়েছে।

ইট হ্যাপেন্ড ওয়ান নাইট
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালকফ্রাঙ্ক ক্যাপ্রা
প্রযোজক
রচয়িতাস্যামুয়েল হপকিন্স অ্যাডামস
চিত্রনাট্যকাররবার্ট রিসকিন
উৎসস্যামুয়েল হপকিন্স অ্যাডামস্ কর্তৃক 
নাইট বাস
শ্রেষ্ঠাংশে
সুরকার
চিত্রগ্রাহকজোসেফ ওয়াকার
সম্পাদকজিন হ্যাভলিক
পরিবেশককলাম্বিয়া পিকচার্স
মুক্তি
  • ২২ ফেব্রুয়ারি ১৯৩৪ (1934-02-22) (ইউএস)
[১]
স্থিতিকাল১০৫ মিনিট
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩২৫,০০০[২]
আয়$২,৫০০,০০০[৩]
$২,০০০,০০০ (প্রেক্ষাগৃহে ভাড়া)

কাহিনীসংক্ষেপ সম্পাদনা

 
হিচহাইকিং দৃশ্য

কোটিপতি বাবার মেয়ে এলি তার পছন্দের মানুষ কিং ওয়েষ্টলিকে বিয়ে করতে চান, কিন্তু তার বাবা ওয়েষ্টলিকে একেবারেই অপছন্দ করেন। ক্ষুদ্ধ বাবা আলেক্সান্ডার এন্ড্রুস অবাধ্য মেয়ে এলিকে তার বিলাসবহুল প্রমোদতরীতে আটকে রাখেন এবং এলি সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এন্ড্রুস মেয়েকে খুঁজতে হুলিয়া জারি করেন, অন্যদিকে এলি নিউইয়র্ক গামী বাসে চড়ে বসেন। সেখানে নিউইয়র্কের এক পত্রিকার সাংবাদিক পিটার ওয়ার্নের সাথে তার পরিচয় হয়। ওয়ার্ন পত্রিকায় এলির নিখোঁজ সংবাদ দেখার কারণে তাকে চিনতে পারেন। ওয়ার্ন আকর্ষনীয় সংবাদের আশায় এলিকে প্রস্তাব দেন যে, একটি স্টোরি কাভার করার সুযোগ দিতে আর না হলে সে তার বাবার কাছে ধরিয়ে দেব। দুজনের চারিত্রিক বৈপরিত্য সত্ত্বেও তারা একত্রে যাত্রা শুরু করে। এলির খামখেয়ালি আর স্বেচ্ছাচারিতায় ওয়ার্ন শুরুতে বিরক্ত হলেও তাদের দুজনের মধ্যে ধীরে প্রেমময় অণুভূতি ক্রিয়া করতে শুরু করে। একসময় সংবাদ, অর্থ না প্রেম, কোনটিকে প্রাধান্য দেবে ওয়ার্ন এ-নিয়ে দ্বন্ধ্ব শুরু হয়।

অভিনয়ে সম্পাদনা

  • ক্লার্ক গেবল — পিটার ওয়ার্ন
  • ক্লোদেত কোলবের — এলেন "এলি" অ্যান্ড্রুজ
  • ওয়াল্টার কনলি — আলেকজান্ডার অ্যান্ড্রুজ
  • রসকো কার্ন্স — অস্কার শেপলি
  • জেমসন থমাস — "কিং" ওয়েস্টলি
  • অ্যালান হেল — ড্যাঙ্কার
  • আর্থার হয়ট — জেক
  • ব্লাঞ্চ ফ্রিদেরিকি — জেকের স্ত্রী
  • চার্লস সি. উইলসন — জো গর্ডন

পুরস্কার সম্পাদনা

একাডেমি পুরস্কার সম্পাদনা

চলচ্চিত্র একাডেমি পুরস্কারে পাঁচটি বিভাগের পুরস্কার জেতে:

পুরস্কার ফল বিজয়ী
সেরা চলচ্চিত্র বিজয়ী কলাম্বিয়া পিকচার্স (ফ্রাঙ্ক ক্যাপ্রা এবং হ্যারি কন)
সেরা পরিচালক বিজয়ী ফ্রাঙ্ক ক্যাপ্রা
সেরা অভিনেতা বিজয়ী ক্লার্ক গ্যাবল
সেরা অভিনেত্রী বিজয়ী ক্লডিটে কোলবার্ট
সেরা রচনা, অভিযোজন বিজয়ী রবার্ট রিসকিন

আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট সম্পাদনা

জনপ্রিয় সংস্কৃতিতে সম্পাদনা

ইট হ্যাপেন্ড ওয়ান নাইট জনসাধারণের উপর তাৎক্ষণিক প্রভাব তৈরি করেছে। একটি দৃশ্যে গ্যাবল শার্ট খুললে তার শরীর নয় বরং ভেতরের গেঞ্জি দেখা যায়। এই দৃশ্যের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে গেঞ্জি বিক্রি লক্ষণীয়ভাবে বেড়ে যায়; এবং চালু হয় শার্টের নিচে গেঞ্জি পড়ার ফ্যাশন।[৪] চলচ্চিত্রে এছাড়াও স্পষ্টরূপে একটি গ্রেহাউন্ড বাস দেখানো হয়, ফলে দেশব্যাপী বাস ভ্রমণের আগ্রহ বৃদ্ধি পায়।[৫]

এনিমেটর ফ্রিজ ফার্লেঙ্গ তার অপ্রকাশিত স্মৃতিকথায় একে তার তার প্রিয় চলচ্চিত্র হিসেবে উল্লেখ করেন। গ্যাবলের চকমচ করে গাজর চিবানোর একটি দৃশ্য থেকে পরবর্তীতে তিনি লুনি টুনস ধারাবাহিক বাগস বানির মতো বিখ্যাত কার্টুন চরিত্রের সৃষ্টি করেন।[৬]

ইওসিফ স্তালিন এই চলচ্চিত্রের একজন অণুরাগী ছিলেরম,[৭] যেমন ছিলেন আডলফ হিটলার[৮]

এই চলচ্চিত্রের অণুকরণে বলিউডে দুটি চলচ্চিত্র নির্মিত হয়েচে। আমির খান এবং পূজা ভাট অভিনীত মহেশ ভাট পরিচালিত দিল হ্যায় কে মানতা নেহি (১৯৯১) এবং রাজ কাপুর এবং নার্গিস অভিনীত অনন্ত ঠাকুর পরিচালিত চোরি চোরি (১৯৫৬)।

তথ্যসূত্র সম্পাদনা

টীকা

  1. Brown 1995, p. 118.
  2. Rudy Behlmer, Behind the Scenes, Samuel French, 1990 p 37
  3. "Box Office Information for 'It Happened One Night'". The Numbers. Retrieved: April 12, 2012.
  4. মেরি গোটশ্চাল্ক (ডিসেম্বর ৭, ২০০৯)। "The Shirt Off His Back"। snopes.com। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪ 
  5. "ঐতিহাসিক সময়রেখা"। গ্রেহাউন্ড। ৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪ 
  6. "ইট হ্যাপেন্ড ওয়ান নাইট (১৯৩৪)"। filmsite.org। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪ 
  7. সাইমন সেবাগ মন্টেফিওর (জুন ৪, ২০০৪)। "Why Stalin loved Tarzan and wanted John Wayne shot."দ্য ডেইলি টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ জুলাই ২১, ২০১৪ 
  8. Shirer ১৯৮৫। ১৯৮৫। পৃষ্ঠা ৫৮৮। 

গ্রন্থতালিকা

বহিঃসংযোগ সম্পাদনা

স্ট্রিমিং অডিও