ইটা রাজ্য বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রাচীন স্বাধীন রাজ্য, যা বর্তমান সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কিয়দংশ নিয়ে গঠিত ছিলো। বাৎস্য গোত্রীয় দ্বিজ নিধিপতির মাধ্যমে ১১৯৫ খ্রিস্টাব্দে পত্তন হওয়া এই রাজ্যের রাজধানী স্থাপিত হয় ভূমিউড়া এওলাতলী গ্রামে।[১]

ইতিহাস সম্পাদনা

১১দশ শতকের শেষ দিকে ব্রহ্মাচলের শাসক ব্রহ্মজিৎ ও ধর্মধ্বজ এক যজ্ঞের আয়োজন করেন যার পুরোহিত ছিলেন দ্বিজ নিধিপতি বাৎস্য এবং এই যজ্ঞের অব্যহতির পর তিনি দক্ষিণ গৌড়ে কতক ভূমি লাভ করেন।[১]

শাসকবৃন্দ সম্পাদনা

ঐতিহাসিকগণের প্রদত্ত তালিকা অনুসারে ইটা রাজ্যটি এর স্থপতি নিধিপতি হতে শুরু করে রাজা সুবিদ নারায়ণ পর্যন্ত ১০ জন শাসকের অধীনে ছিলো:[২]

  • দ্বিজ নিধিপতি বাৎস্য
  • ভূধর ঠাকুর
  • কান্দর্প ঠাকুর
  • পণ্ডিত বৃহস্পতি
  • ঠাকুর লক্ষ্মী নাথ
  • ঠাকুর দেব চন্দ্র
  • ঠাকুর প্রভাকর
  • ঠাকুর শুভরাজ খাঁ
  • রাজা ভানু নারায়ণ
  • রাজা সুবিদ নারায়ণ।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. রহমান, ফজলুর (১৯৯১)। সিলেটের মাটি সিলেটের মানুষ। পৃষ্ঠা ৪১-৫৩। 
  2. চৌধুরী, অচ্যুত চরণ (১৯১০)। শ্রীহট্টের ইতিবৃত্ত। পৃষ্ঠা ৭৮-১৩৫।