ইউসুফ হোসেন চৌধুরী

ইউসুফ হোসেন চৌধুরী পূর্ব পাকিস্তানের প্রতিনিধি হিসাবে পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[১]

ইউসুফ হোসেন চৌধুরী
পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৫
ব্যক্তিগত বিবরণ
রাজনৈতিক দলনিখিল ভারত মুসলিম লীগ

রাজনৈতিক জীবন সম্পাদনা

ইউসুফ হোসেন চৌধুরী পাকিস্তানের তৃতীয় জাতীয় পরিষদের সদস্য ছিলেন।[২] তিনি মুসলিম লীগের রাজনীতিবিদ ছিলেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Assembly, Pakistan National (১৯৬৬)। Debates: official report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। পৃষ্ঠা 255। 
  2. Debates: Official Report (ইংরেজি ভাষায়)। Manager of Publications.। ১৯৬৪। পৃষ্ঠা 1129। 
  3. Quaid-i-Azam Mohammad Ali Jinnah Papers (ইংরেজি ভাষায়)। Quaid-i-Azam Papers Project, National Archives of Pakistan। ১৯৯৩। পৃষ্ঠা 619। আইএসবিএন 978-969-8156-03-9