ইউসুফ কারান

দক্ষিণ আফ্রিকার ইসলামী পন্ডিত

ইউসুফ কারান (এছাড়াও ইউসুফ আবদুল্লাহ কারান নামেও লেখা হয়)[১] (১৫ নভেম্বর ১৯৩৫ - ১০ মে ২০১৫) ছিলেন স্ট্র্যান্ডের (পশ্চিম অন্তরীপ) একজন দক্ষিণ আফ্রিকার সুন্নি মুসলিম পণ্ডিত।[২] যিনি মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের (ইসলামী বিচার বিভাগ) প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করেন।[৩][৪][৫]

শিক্ষা জীবন সম্পাদনা

কারান ১৫ই নভেম্বর ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্র্যান্ড মুসলেম প্রাথমিক বিদ্যালয়মেথডিস্ট মিশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন এবং ১৯৫২ সালে অ্যাথলোন মাধ্যমিক বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন সম্পন্ন করেন।[৬] ১৯৫৭ সালে তিনি ভারতে চলে যান যেখানে তিনি পাঁচ বছর দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেন এবং ১৯৬২ সালে স্নাতক হন।[৭][৬]

কর্ম জীবন সম্পাদনা

তিনি ১৯৫৫ সালে স্ট্র্যান্ড প্রগ্রেসিভ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৬৬ সালে স্ট্র্যান্ড মুসলিম সম্প্রদায়ের চারটি দলকে ঐক্যবদ্ধ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৬] ফুটপ্রিন্টের লেখক এম এ বাদেরোয়েনের মতে "তিনি একজন অসাধারণ বক্তা ছিলেন এবং স্থানীয় সম্প্রদায় তার আন্তরিকতায় মুগ্ধ হয় এবং একটি একক প্রশাসনিক পরিষদের অধীনে ঐক্যবদ্ধ হতে উৎসাহিত হয়।"।[৭] তিনি ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার ইউনাইটেড উলামা কাউন্সিলের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।[৮]

মৃত্যু সম্পাদনা

তিনি ১০ই মে ২০১৫ সালে স্ট্র্যান্ডে (পশ্চিম অন্তরীপ) মারা যান।[৬] তার পুত্র তাহা কারান একজন ইসলামী পণ্ডিত এবং স্ট্র্যান্ডে দারুল উলুম আল-আরাবিয়াহ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা।[৫][৮]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Design, S19; al-Shāfiʿī, Sālim ibn ʿAbdullah ibn Saʿd ibn Samīr al-Haḍramī (২০১৪-০৯-০৮)। Safinah Safinat al-Naja' - The Ship of Salvation: A classic manual of Islāmic Doctrine and Jurisprudence: In English with Arabic text, commentary and appendices. (ইংরেজি ভাষায়)। S19 Design। আইএসবিএন 978-967-12218-1-5 
  2. Kaba, Amadu Jacky; Anyanwu, Ogechi; Mazrui, Ali A.; Haron, Muhammed; Sounaye, Abdoulaye; Morrow, John Andrew; Takim, Liyakat; Kersten, Carool; Bejja, Rachida (২০০৯-০৬-০১)। American Journal of Islamic Social Sciences 26:3 (ইংরেজি ভাষায়)। International Institute of Islamic Thought (IIIT)। 
  3. Andrew Booso (২০১৯-১০-০৩)। "[Book Review Essay] Brannon D. Ingram, Revival from Below: The Deoband Movement and Global Islam | Reviewed by Andrew Booso"Maydan (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  4. Ingram, Brannon D. (২০১৮-১১-২১)। Revival from Below: The Deoband Movement and Global Islam (ইংরেজি ভাষায়)। Univ of California Press। আইএসবিএন 978-0-520-29799-9 
  5. Lo, Mbaye; Haron, Muhammed (২০১৬-০১-২৬)। Muslim Institutions of Higher Education in Postcolonial Africa (ইংরেজি ভাষায়)। Springer। আইএসবিএন 978-1-137-55231-0 
  6. Jantjies, Deur Tamsyn (২০১৫-০৫-১৮)। "An icon and Islamic scholar of the Strand passes on"Netwerk24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯ 
  7. Baderoen, M. A. (2012-07)। Footprints (ইংরেজি ভাষায়)। Booktango। আইএসবিএন 978-1-4689-0886-2  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  8. "8 Radiant Contributions of Moulana Yusuf Karaan RA"Jamiatul Ulama KZN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১০-০৯