ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন
সংস্থা
(ইউরোপীয়ান ক্লাব অ্যাসোসিয়েশন থেকে পুনর্নির্দেশিত)
ইউরোপিয়ান ক্লাব অ্যাসোসিয়েশন (ইসিএ) ইউরোপের ফুটবল ক্লাবের একটি সংগঠন। ২০০৮ সালের জানুয়ারি মাসে জি-১৪ সঙ্ঘ ভেঙ্গে ১০৩ টি ক্লাব নিয়ে এর জন্ম, যার মধ্যে অন্তত প্রতিটি জাতীয় অ্যাসোসিয়েশনের একটি ক্লাব রয়েছে (আয়ারল্যান্ড প্রজাতন্ত্র ছাড়া)। এই অ্যাসোসিয়েশনের সদস্য ক্লাবের প্রকৃত সংখ্যা দুই উয়েফা বর্ষ পর পর নির্ধারিত হবে। তিনটি সর্বোচ্চ র্যাঙ্কিং এর অ্যাসোসিয়েশনের ৫টি করে, পরবর্তী তিনটি অ্যাসোসিয়েশনের ৪টি করে ক্লাব, ৭ থেকে ১৫-তম অ্যাসোসিয়েশনের ৩টি করে, ১৬ থেকে ২৬-তম অ্যাসোসিয়েশনের ২টি করে এবং বাকী অ্যাসোসিয়েশনের ১টি করে ক্লাব এতে অন্তর্ভুক্ত থাকবে। কার্ল-হাইঞ্জ রুমেনিগ বর্তমানে এর ভারপ্রাপ্ত সভাপতি।[১][২]
গঠিত | জানুয়ারি ২০০৮ |
---|---|
ধরন | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | নিওঁ, সুইজারল্যান্ড |
সদস্যপদ | ১৩৭ ক্লাব |
কার্ল-হাইঞ্জ রুমেনিগ | |
ওয়েবসাইট | http://www.ecaeurope.com/ |
২০০৮ সালের প্রতিষ্ঠাতা সদস্যসম্পাদনা
Nationality | Football Club |
---|---|
Belgium | Anderlecht |
Croatia | Dinamo Zagreb |
Denmark | FC Copenhagen |
England | Chelsea |
England | Manchester United |
France | Lyon |
Germany | Bayern Munich |
Greece | Olympiacos |
Italy | Juventus |
Italy | AC Milan |
Malta | Birkirkara |
Netherlands | Ajax |
Portugal | Porto |
Scotland | Rangers |
Spain | Real Madrid |
Spain | Barcelona |
সকল ইসিএ সদস্যসম্পাদনা
This list is complete 2008/2009
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "UEFA hails creation of European Club Association"। ২ মার্চ ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০০৯।
- ↑ ক খ Agreement heralds new era in football