ইউরেশীয় কুট

পাখির প্রজাতি

ইউরেশীয় কুট (Fulica atra), এছাড়াও যারা কুট নামে পরিচিত, হল প্রধানত এরধরনের জলচর পাখি। এরা রেলিডি পরিবারের অন্তর্গত। অস্ট্রেলিয়ান উপজাতিরা অস্ট্রেলিয়ান কুট নামে পরিচিত।

ইউরেশীয় কুট
ইউরেশীয় কুট
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: পক্ষী
বর্গ: Gruiformes
পরিবার: রেলিডি
গণ: Fulica
প্রজাতি: F. atra
দ্বিপদী নাম
Fulica atra
Linnaeus, 1758
Range of F. atra      Breeding range     Year-round range     Wintering range
প্রতিশব্দ
  • Fulica prior De Vis, 1888[২]

বিতরণ সম্পাদনা

এই পাখিরা প্রধানত জলচর পাখি, তাই তারা জলভাগেই প্রজনন করে এবং এদের বসবাস জলভাগেই। এরা প্রধানত ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা প্রভৃতি মহাদেশে প্রজনন করে ও এখানেই বড় হয়। এই প্রজাতিটি হটাতই নিউজিল্যান্ড পর্যন্ত তাদের পরিধি বিস্তার করেছে। এটা তার পরিসীমা মধ্যের অংশে বসবাসকারী হয় কিন্তু শীতকালে জল বরফ হয়ে গেলে এরা দক্ষিণ থেকে পূর্ব এশিয়ার দিকে পরিযান করে।

বর্ণনা সম্পাদনা

ইউরেশীয় কুট ৩২–৪২ সেমি (১৩–১৭ ইঞ্চি) লম্বা এবং এদের ওজন হয় ৫৮৫–১,১০০ গ্রাম (১.২৯০–২.৪২৫ পা), এরা পুরোপুরি কালো শুধুমাত্র সম্মুখের সাদা ঢাল ছাড়া। (যা থেকে একটি প্রবাদ বাক্য তৈরি হয়েছে "কুটের মতোন টাক")।[৩] জলচর পাখি হিসেবে তাদের দীর্ঘ শক্তিশালী পায়ের আঙ্গুলের উপর আংশিক বয়ন করার বস্তু আছে।

তরুণরা প্রাপ্তবয়স্কদের থেকে হাল্কা রঙের হয়। এদের মুখের সামনে কোন ঢাল থাকে না বড়োদের মতোন। যখন এদের প্রায় ৩-৪ মাস বয়স হয় তখন এদের কালো পাখনা বেরতে শুরু করে। কিন্তু ওই সাদা ঢালটি তৈরি হয় যখন ওদের বয়স হয় ১ বছর।

এটি একটি সশব্দ পাখি, কচ্কচিয়া আওয়াজ, বিস্ফোরক বা ডঙ্কা আওয়াজের মাধ্যমে এদের চেনা যায়। এমনকি রাতেও এরা এইসব শব্দ করে বলে এরা খুব আওয়াজ সৃষ্টিকারী পাখি হিসেবে পরিচিত।

গ্যালারি সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. BirdLife International (২০১২)। "Fulica atra"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩ 
  2. Condon, H. T. (1975) Checklist of the Birds of Australia: Non-Passerines Royal Australasian Ornithologists Union, 57:311
  3. CRC Handbook of Avian Body Masses by John B. Dunning Jr. (Editor). CRC Press (1992), আইএসবিএন ৯৭৮-০-৮৪৯৩-৪২৫৮-৫.

বহিঃসংযোগ সম্পাদনা