ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম

বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম (বাংলা: সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম) বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর অধীনে ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়।[২][৩] বিশ্ববিদ্যালয়টিতে ইংরেজিতে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম পড়ানো হয়।[৪]

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চট্টগ্রাম
সৃজনশীল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
ধরনবেসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত২০১৫; ৯ বছর আগে (2015)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (বাংলাদেশ)
আচার্যরাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
উপাচার্যঅধ্যাপক মুহাম্মদ ইউনুস[১]
ঠিকানা
চান্দগাঁও থানা, শাহ আমানত সেতু সংযোগ সড়ক
, ,
৪২১২
,
শিক্ষাঙ্গনপৌর এলাকা
পোশাকের রঙ                 অলিভ, বাদামী, নেভি ব্লু এবং ডজার ব্লু
সংক্ষিপ্ত নামইউসিটিসি
ওয়েবসাইটuctc.edu.bd
মানচিত্র

উপাচার্য সম্পাদনা

নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন:

একাডেমিক সেশন সম্পাদনা

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম-এ দুটি সেমিস্টার ভিত্তিতে ছাত্র-ছাত্রী ভর্তি এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা করা হয়।[৫] প্রতিটি সেমিস্টার ছয় মাস মেয়াদি।

  • বসন্ত (জানুয়ারি থেকে জুন)
  • শরৎ (জুলাই থেকে ডিসেম্বর)

বিভাগ ও অনুষদ সম্পাদনা

বিশ্ববিদ্যালয়টি তিনটি বিভাগের অধীনে সাতটি অনুষদ পরিচালনা করে।[৬]

ব্যবসায় প্রশাসন
  • ব্যবসায় প্রশাসনে স্নাতক
  • ব্যবসায় প্রশাসনে মাস্টার
বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
  • যন্ত্র প্রকৌশলে বিজ্ঞান স্নাতক (বিএসসি)
  • পুরকৌশলে বিজ্ঞান স্নাতক (বিএসসি)
  • কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে বিজ্ঞান স্নাতক (বিএসসি)
  • তড়িৎ ও বৈদ্যুতিন প্রকৌশলে বিজ্ঞান স্নাতক(বিএসসি)
কলা অনুষদ
  • ইংরেজি ভাষা ও সাহিত্যে ব্যাচেলর অফ আর্টস (বিএ) (অনার্স)
  • জনস্বাস্থ্যের মাস্টার

তথ্যসূত্র সম্পাদনা

  1. "The Vice Chancellor" 
  2. "The Private University Act, 1992"The Heidelberg Bangladesh Law Translation Project। Heidelberg University। সংগ্রহের তারিখ জুন ২৫, ২০০৭ 
  3. "Bangladesh government approves six more private universities"bdnews24.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৮ 
  4. "Only 12 out of 51 move to permanent campuses"The Independent। Dhaka। সংগ্রহের তারিখ ২০১৮-০৬-১০ 
  5. Refsnes, Hege। "University of Creative Technology, Chittagong"University of Creative Technology, Chittagong। সংগ্রহের তারিখ ২০১৬-০৬-২৮ 
  6. "UNIVERSITY OF CREATIVE TECHNOLOGY CHITTAGONG"www.uctc.edu.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-৩০