আ স্টার ইজ বর্ন (২০১৮-এর চলচ্চিত্র)

২০১৮ ব্র্যাডলি কুপার পরিচালিত চলচ্চিত্র

আ স্টার ইজ বর্ন (ইংরেজি: A Star Is Born) হল ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন প্রণয়মূলক-সঙ্গীতধর্মী নাট্য চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন ব্র্যাডলি কুপার। এটি তার পরিচালিত প্রথম চলচ্চিত্র। ১৯৩৭ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের চলচ্চিত্র অবলম্বনে এর চিত্রনাট্য রচনা করেছেন এরিক রথ, ব্র্যাডলি কুপার, উইল ফেটারস। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন লেডি গাগা, ব্র্যাডলি কুপার, অ্যান্ড্রু ডাইস ক্লে, ডেভ চ্যাপেল ও স্যাম এলিয়ট।

আ স্টার ইজ বর্ন
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
ইংরেজি: A Star Is Born
পরিচালকব্র্যাডলি কুপার
প্রযোজক
  • বিল গারবার
  • জন পিটারস
  • ব্র্যাডলি কুপার
  • টড ফিলিপস
  • লাইনেট হাওয়েল টেলর[][]
চিত্রনাট্যকার
  • এরিক রথ
  • ব্র্যাডলি কুপার
  • উইল ফেটারস
উৎসউইলিয়াম এ. ওয়েলম্যান
রবার্ট কারসন
ডরোথি পার্কার ও
অ্যালান ক্যামবেল কর্তৃক 
আ স্টার ইজ বর্ন
শ্রেষ্ঠাংশে
চিত্রগ্রাহকম্যাথিউ লিবাটিক[]
সম্পাদকজে ক্যাসিডি[]
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকওয়ার্নার ব্রস.[]
মুক্তি
  • ৩১ আগস্ট ২০১৮ (2018-08-31) (ভেনিস)
  • ৫ অক্টোবর ২০১৮ (2018-10-05) (মার্কিন যুক্তরাষ্ট্র)
স্থিতিকাল১৩৫ মিনিট[]
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩৬-৪০ মিলিয়ন[]
আয়$৩৯৯.৮ মিলিয়ন[]

এটি আ স্টার ইজ বর্ন-এর তিনটি প্রাতিষ্ঠানিক পুনর্নির্মাণের তৃতীয় চলচ্চিত্র। ১৯৫৪ সালে জুডি গারল্যান্ডজেমস মেসান অভিনীত প্রথম এবং ১৯৭৬ সালে বারবারা স্ট্রাইস্যান্ডক্রিস ক্রিস্টোফারসন অভিনীত দ্বিতীয় পুনর্নির্মাণ মুক্তি পায়; এছাড়া ২০১৩ সালে একই গল্পে বলিউড চলচ্চিত্র আশিকি টু মুক্তি পায়।

২০১৮ সালের ৩১শে আগস্ট ৭৫তম ভেনিস চলচ্চিত্র উৎসবে আ স্টার ইজ বর্ন ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয় এবং ওয়ার্নার ব্রসের পরিবেশনায় ছবিটি ৫ই অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি কুপার, গাগা ও এলিয়টের অভিনয়, কুপারের পরিচালনা এবং এর চিত্রনাট্য, চিত্রগ্রহণ, ও সঙ্গীতের জন্য প্রশংসিত হয়। ন্যাশনাল বোর্ড অব রিভিউআমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ছবিটিকে ২০১৮ সালের সেরা ১০ চলচ্চিত্রের একটি হিসেবে স্থান দেয়। ছবিটি একাধিক পুরস্কার অর্জন করেছে। ৭৬তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছবিটি সেরা নাট্যধর্মী চলচ্চিত্রসহ পাঁচটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং গাগা "শ্যালো" গানের জন্য সেরা মৌলিক গানের পুরস্কার অর্জন করেন।

অভিনয়শিল্পীদল

সম্পাদনা
  • ব্র্যাডলি কুপার - জ্যাকসন "জ্যাক" মেইন, একজন প্রতিষ্ঠিত মদ্যপ গায়ক-গীতিকার।
  • লেডি গাগা - অ্যালি মেইন, একজন নাইটক্লাব গায়ক-গীতিকার, জ্যাক তাকে আবিষ্কার করেন।
  • স্যাম এলিয়ট - ববি মেইন, জ্যাকের সৎ বড় ভাই ও ম্যানেজার।
  • ডেভ চ্যাপেল - জর্জ "নুডলস" স্টোন, জ্যাকের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক সঙ্গীতজ্ঞ।
  • অ্যান্ড্রু ডাইস ক্লে - লরেঞ্জো ক্যাম্পানা, অ্যালির বন্ধু।
  • অ্যান্টনি র‍্যামোস - র‍্যামন, অ্যালির বন্ধু।
  • মাইকেল হার্নি - উল্‌ফি, একজন লিমো চালক ও লরেঞ্জোর বন্ধু।
  • রাফি গ্যাভরন - রেজ গ্যাভরন, একজন সঙ্গীত প্রযোজক ও অ্যালির ম্যানেজার।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. পেরি, স্পেন্সার (১৭ এপ্রিল ২০১৭)। "First Look at Lady Gaga in A Star is Born Remake"কামিং সুন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  2. ইয়াং, রেচেল (১৪ সেপ্টেম্বর ২০১৮)। "'A Star Is Born' Director Bradley Cooper Talks Jon Peters Allegations"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  3. "A Star Is Born trailer with Bradley Cooper and Lady Gaga" (ইংরেজি ভাষায়)। ফিল্ম নিউজ। ৭ জুন ২০১৮। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  4. "A Star is Born" (ইংরেজি ভাষায়)। ওয়ার্নার ব্রস। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  5. "A Star is Born"টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  6. কিলডে, গ্রেগ (২২ আগস্ট ২০১৮)। "How 'A Star Is Born' Re-created the "Man's World" of Music, Coachella Concert Scenes"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 
  7. "A Star Is Born (2018)" (ইংরেজি ভাষায়)। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:স্যাটেলাইট পুরস্কার শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক চলচ্চিত্র