আ কাউন্টেস ফ্রম হংকং

আ কাউন্টেস ফ্রম হংকং (ইংরেজি: A Countess from Hong Kong) হল ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত মার্কিন চলচ্চিত্র। এটি রচনা, পরিচালনা ও প্রযোজনা করেছেন চার্লি চ্যাপলিন। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্লোন ব্র্যান্ডো, সোফিয়া লরেন, টিপ্পি হেড্রেন, ও সিডনি আর্ল চ্যাপলিন। এটি চ্যাপলিন পরিচালিত, প্রযোজিত ও রচিত এবং সুরারোপিত সর্বশেষ চলচ্চিত্র। এছারা এটি তার পরিচালিত দুটি চলচ্চিত্রের একটি যাতে তিনি নিজে অভিনয় করেন নি, অপরটি ছিল আ ওম্যান অব প্যারিস

আ কাউন্টেস ফ্রম হংকং
পরিচালকচার্লি চ্যাপলিন
প্রযোজকচার্লি চ্যাপলিন
জেরোম এপস্টেইন
রচয়িতাচার্লি চ্যাপলিন
শ্রেষ্ঠাংশে
সুরকারচার্লি চ্যাপলিন
চিত্রগ্রাহকআর্থার ইবেৎসন
পরিবেশকইউনিভার্সাল পিকচার্স
মুক্তি৫ জানুয়ারি ১৯৬৭
স্থিতিকাল১০৭ মিনিট
দেশযুক্তরাজ্য
ভাষাইংরেজি
নির্মাণব্যয়$৩,৫০০,০০০ (আনু.)[১]
আয়$১,১০০,০০০ (যুক্তরাষ্ট্র ও কানাডা)[২]

কুশীলব সম্পাদনা

মূল্যায়ন সম্পাদনা

চলচ্চিত্র মিশ্র ও ইতিবাচক পর্যালোচনা অর্জন করে এবং পর্যালোচনাভিত্তিক ওয়েবসাইট রটেন টম্যাটোসে ৫টি পর্যালোচনার ভিত্তিতে ছবিটির রেটিং স্কোর ৬০%।[৩][৪]

সমালোচক টিম হান্টার ও অ্যান্ড্রু স্যারিস, কবি জন বেৎজেমান, এবং পরিচালক ফ্রঁসোয়া ত্রুফো এই চলচ্চিত্রটিকে চ্যাপলিনের শ্রেষ্ঠ চলচ্চিত্র বলে বিবেচনা করেন। অভিনেতা জ্যাক নিকোলসন এই চলচ্চিত্রের বিশাল ভক্ত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Alexander Walker, Hollywood, England, Stein and Day, 1974 p345
  2. "Big Rental Films of 1967", Variety, 3 January 1968 p 25. Please note these figures refer to rentals accruing to the distributors.
  3. "A Countess from Hong Kong (1967)"রটেন টম্যাটোস। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৭ 
  4. Maltin, Leonard (সেপ্টেম্বর ১৯৯৪)। Leonard Maltin's Movie and Video Guide 1995। Signet। পৃষ্ঠা 263। 

বহিঃসংযোগ সম্পাদনা