আহমেদ আলী (দ্ব্যর্থতা নিরসন)

আহমেদ আলী নামে নিম্নের ব্যক্তিবর্গকে নির্দেশ করতে পারে-

  • আহমেদ আলী (১৯৩২–২০২০) - বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ, ভাষা সৈনিক ও স্বাধীনতা যুদ্ধের একজন মুক্তিযোদ্ধা।
  • আহমেদ আলি চেলিকতেন (১৮৮৩-১৯৬৯) -একজন উসমানীয় বৈমানিক। উড্ডয়ন ইতিহাসে তাকে প্রথম কৃষ্ণাঙ্গ সামরিক পাইলট হিসেবে বিবেচনা করা হয়
  • আহমদ আলী এনায়েতপুরী - (২১ জানুয়ারি ১৮৯৮ - ৪ জানুয়ারি ১৯৫৯) একজন লেখক, সাংবাদিক ও রাজনীতিবিদ ছিলেন। ব্রিটিশ সরকার তাকে শামসুল উলামা (জ্ঞানীদের সূর্য) উপাধিতে ভূষিত করেন।
  • আহমাদ আলী - (১৮৩৩-১৯৭৬) বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একজন খ্যাতনামা আলেম ও সুবক্তা।
  • আহমাদ আলি লাহোরি- (১৮৮৭ – ২৩ ফেব্রুয়ারি ১৯৬২) (উর্দু: مولانا احمد علی لاہوری‎‎) দক্ষিণ এশিয়ার মুফাসসির ও উর্দু কুরআন ব্যাখ্যাকারী।