আসামি খরগোশ

স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি

আসামি খরগোশ বা কালো খরগোশ[৩] বা হিসপিড খরগোশ[৪] (ইংরেজি: Hispid hare) (বৈজ্ঞানিক নাম:Caprolagus hispidus) হচ্ছে Leporidae পরিবারের Caprolagus গণের একটি কালচে বাদামি শাকাশী প্রাণী।[৩]

আসামি খরগোশ
Hispid hare[১]
Illustration published in 1845
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Animalia
পর্ব: কর্ডাটা
শ্রেণী: Mammalia
বর্গ: Lagomorpha
পরিবার: Leporidae
গণ: Caprolagus
Blyth, 1845
প্রজাতি: C. hispidus
দ্বিপদী নাম
Caprolagus hispidus
(Pearson), 1839
Hispid hare range

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[৪]

বর্ণনা সম্পাদনা

আসামি খরগোশ একটি কালচে বাদামি শাকাশী প্রাণী। এদের লোম দ্বিস্তরী; বাইরের স্তরের লোম মোটা, খাড়া ও শক্ত এবং নিচের স্তরের লোম তুলনামূলক খাটো ও সূক্ষ্ম। প্রাপ্তবয়স্ক এই প্রজাতির খরগোশের মাথাসহ দেহের দৈর্ঘ্য ৪৬ সেমি এবং ওজন গড়ে আড়াই কেজি।[৩]

বিস্তৃতি সম্পাদনা

আসামি খরগোশ বাংলাদেশ ছাড়াও ভারত, নেপালভুটানে পাওয়া যায়।[৩]

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. টেমপ্লেট:MSW3 Hoffmann
  2. Maheswaran, G., Smith, A. T. (২০১১)। "Caprolagus hispidus"বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2014.2প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন 
  3. জিয়া উদ্দিন আহমেদ (সম্পা.), বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ: স্তন্যপায়ী, খণ্ড: ২৭ (ঢাকা: বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি, ২০০৯), পৃ. ৬৩-৬৪।
  4. বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা-১১৮৪৯২