আশরাফ আলী খান চৌধুরী

আশরাফ আলী খান চৌধুরী ছিলেন একজন বাঙালি আইনজীবী এবং রাজনীতিবিদ।

আশরফ আলী খান চৌধুরী
বঙ্গীয় আইনসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৩৭ – ১৯৪৭
নির্বাচনী এলাকানাটোর
বঙ্গীয় আইন পরিষদের সদস্য
কাজের মেয়াদ
১৯২৮ – ১৯৩৬
নির্বাচনী এলাকানাটোর
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৮৭৮
নাটোর, রাজশাহী জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি
মৃত্যু৮ ডিসেম্বর ১৯৪১(1941-12-08) (বয়স ৬২–৬৩)
কলিকাতা
রাজনৈতিক দলমুসলিম লীগ
আত্মীয়স্বজনআবদুস সাত্তার খান চৌধুরী
আমজাদ খান চৌধুরী
সৈয়দ হাসান আলী চৌধুরী (জামাতা)
সৈয়দ নওয়াব আলী চৌধুরী (বেয়াই)
সৈয়দা আশিকা আকবর (নাতনী)

প্রথম জীবন

সম্পাদনা

আশরাফ আলী খান চৌধুরী ১৮৭৮ সালে ব্রিটিশ ভারত, বাঙালি প্রেসিডেন্সির নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা খান বাহাদুর এরশাদ আলী খান চৌধুরী, বঙ্গীয় আইন পরিষদের সদস্য এবং তার মা মাসিরুননেসা খানম ছিলেন। তিনি ইংল্যান্ডে আইন অধ্যয়ন করেন এবং ১৯১২ সালে ব্যারিস্টার হন। []

কলকাতা হাই কোর্টে যোগ দিয়ে আশরাফ আলী খান চৌধুরী তার আইনি কর্মজীবন শুরু করেন। তার পিতার রাজনীতিতে তিনি প্রবর্তিত হন এবং সৈয়দ নওয়াব আলী চৌধুরীর পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক কর্মজীবন গড়ে তোলেন। তিনি পূর্ববাংলা ও আসাম প্রাদেশিক মুসলিম শিক্ষা সমিতি প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। তিনি অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। ১৯২৮ সালে তিনি নাটোর জেলার বঙ্গীয় আইন পরিষদের নির্বাচিত হন। ১৯৩২ সালে তাকে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়, কারণ তিনি আইনের উপর রাজনীতির ক্ষেত্রে ক্যারিয়ারকে অগ্রাধিকার দিয়েছিলেন। ১৯৩৭ সালে তিনি অট ইন্ডিয়া মুসলিম লীগের প্রার্থী হিসেবে নাটোর জেলার বঙ্গীয় আইন পরিষদে পুনরায় নির্বাচিত হন। তিনি বঙ্গীয় আইন পরিষদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। []

১৯৪১ সালের ৮ ডিসেম্বর কলকাতার পশ্চিমবঙ্গে ব্রিটিশ ভারতে তিনি মৃত্যুবরণ করেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মাযহারুল ইসলাম তরু (২০১২)। "চৌধুরী, আশরাফ আলী খান"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743