আশরাফুল হক (অধ্যাপক)
আশরাফুল হক একজন বাংলাদেশী তড়িৎ প্রকৌশলী। তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক। বর্তমানে তিনি আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
অধ্যাপক ড. আশরাফুল হক | |
---|---|
উপাচার্য | |
আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৫ সেপ্টেম্বর ২০২৪ | |
পূর্বসূরী | মুহাম্মদ ফাজলী ইলাহী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রংপুর, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড |
পেশা | অধ্যাপক, বিশ্ববিদ্যালয় প্রশাসক |
জন্ম ও শিক্ষা
সম্পাদনাআশরাফুল রংপুরে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি কানাডার মেমোরিয়াল ইউনিভার্সিটি অব নিউফাউন্ডল্যান্ড থেকে ১৯৯৩ সালে স্নাতকোত্তর এবং ১৯৯৬ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।[২][৩]
কর্মজীবন
সম্পাদনাআশরাফুল হক ১৯৮৬ সালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন এবং ২০০৬ সাল পর্যন্ত সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। অধ্যাপনার পাশাপাশি তিনি ছাত্রী হলের প্রভোস্ট, রিসার্চ এক্সটেনশন, অ্যাডভাইজরি সার্ভিসেস অ্যান্ড পাবলিকেশনস (আরইএএসপি)-এর প্রধান, ইইই বিভাগের প্রধান, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন এবং আইইউটি-এর ভারপ্রাপ্ত উপ-উপাচার্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।[২]
আশরাফুল হক ২০২৪ সালের ২৭ আগস্ট আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন এবং ৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।[৪]
গবেষণা ও প্রকাশনা
সম্পাদনাআন্তর্জাতিক জার্নালে তার ৪১টি গবেষণাপত্র এবং ৫৯টি কনফারেন্স প্রসিডিংস প্রকাশিত হয়েছে। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে পাওয়ার ইলেকট্রনিক্সের প্রয়োগ নিয়ে গবেষণার সঙ্গে সম্পৃক্ত।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য"। কালবেলা। ৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ "অধ্যাপক ড. আশরাফুল হক-এর জীবনবৃত্তান্ত"। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ "আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য আশরাফুল হক"। বণিক বার্তা। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।
- ↑ ক খ "আহ্ছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আশরাফুল হক"। জাগোনিউজ২৪.কম। ৮ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২৪।