আল-মুতামিদ

খলিফা
(আল মুতামিদ থেকে পুনর্নির্দেশিত)

আল মুতামিদ (المعتمد al-Muʿtamid) (৮৪৪ – ১৫ অক্টোবর ৮৯২) ছিলেন ১৫শ আব্বাসীয় খলিফা। তিনি ৮৭০ থেকে ৮৯২ সাল পর্যন্ত খলিফার পদে আসীন ছিলেন। আল মুতাওয়াক্কিলের বেঁচে থাকা সন্তানদের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। ২৩ বছর যাবত খলিফার দায়িত্ব পালন করলেও তার শাসন আনুষ্ঠানিক ছিল।

আল মুতামিদ
Al-Mu'tamid
المعتمد
আব্বাসীয় খিলাফতের ১৫শ খলিফা
রাজত্ব৮৭০-৮৯২
পূর্বসূরিআল মুহতাদি
উত্তরসূরিআল মুতাদিদ
জন্ম৮৪৪
মৃত্যু১৫ অক্টোবর ৮৯২
রাজবংশআব্বাসীয়
পিতাআল মুতাওয়াক্কিল
ধর্মইসলাম
আল মুতামিদের শাসনামলের দিনার।

তথ্যসূত্র সম্পাদনা

আল-মুতামিদ
জন্ম: ৮৪৪ মৃত্যু: ৮৯২
সুন্নি ইসলাম পদবীসমূহ
পূর্বসূরী
আল মুহতাদি
ইসলামের খলিফা
৮৭০–৮৯২
উত্তরসূরী
আল মুতাদিদ