আল ফিয়াতি সীরাতুন নবী
আল ফিয়াতি সীরাতুন নবী (আক্ষ. 'সহস্রাব্দে নবীজীর জীবনী') হাদিস বিশারদ হাফিজ আব্দুর রহিম আল-ইরাকির লেখা নবীর জীবনীর একটি কাব্যিক সংকলন।[১] মদিনায় তার জীবনের শেষ দিনগুলোতে বইটি লেখা হয়েছিলো। বইটি সুন্নিদের একটি বিশুদ্ধ জীবনী সংকলন হিসাবে পরিচিত।[২][৩] এই গ্রন্থটি আরব বিশ্বে ইসলামী শিক্ষার্থীদের জন্য সীরাত অধ্যয়নের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে।
![]() বইয়ের প্রচ্ছদ | |
লেখক | যাইনুদ্দিন আল-ইরাকি |
---|---|
মূল শিরোনাম | ألفية السيرة النبوية (আরবি ভাষা) |
কাজের শিরোনাম | সহস্রাব্দে নবীজীর জীবনী |
প্রকাশনার স্থান | ইরাক |
ভাষা | আরবি |
বিষয় | মুহাম্মাদের জীবনী |
ধরন | কাব্য সংকলন, নন-ফিকশন |
পটভূমি | নবীর সালাম প্রেরণ |
মিডিয়া ধরন | মুদ্রিত গ্রন্থ (শক্তমলাট) |
লেখকের ভূমিকা
সম্পাদনা“ | তিনি শুরুতেই বলেন,
|
” |
— আব্দুর রহিম আল-ইরাকি, প্রথমাংশ, আল ফিয়াতি সীরাতুন নাবী |
বিষয়বস্তু
সম্পাদনাএই কাব্যগ্রন্থটি ১,০০০-এর অধিক কবিতার মাধ্যমে রাসুলুল্লাহর জীবনী বর্ণনা করে, যা মুখস্থ করার জন্য সহজ এবং ছন্দবদ্ধভাবে উপস্থাপিত। গ্রন্থটিতে নবী করিমের জন্ম, বংশ, শৈশব, নবুয়ত প্রাপ্তি, মক্কা ও মদিনার দাওয়াতি কার্যক্রম, হিজরত, যুদ্ধসমূহ, এবং ওফাতসহ তাঁর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষা তুলে ধরা হয়েছে। এই গ্রন্থের উপর রচিত “আল-উজালাহ আস-সানিয়্যাহ” নামক ব্যাখ্যাসহ সংস্করণও পরবর্তী সময়ে লেখা হয়েছে।[৪]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "كتاب ألفية السيرة النبوية - نظم الدرر السنية الزكية - المكتبة الشاملة"। shamela.ws। সংগ্রহের তারিখ ২০২৪-১০-০৪।
- ↑ "ألفية السيرة النبوية"। alminhaj.com। দার আল-মিনহাজ। ২০১৭-১২-০১। ২০২২-০৮-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "ألفية السيرة النبوية – محب الكتب" (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-০৮।
- ↑ "ألفية العراقي في السيرة | المتون الإضافية | متون طالب العلم"। موقع الشيخ د. عبد المحسن بن محمد القاسم (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৫-০৫-০৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- আর্কাইভ.কম ওয়েবসাইটে আল ফিয়াতি সীরাতুন নবী