আল-ফাতেহ্‌ মসজিদ, (আরবি: مسجد الفاتح, উচ্চারণঃ মাসজিদ আল ফতিহ্‌), যা আল-ফাতেহ্‌ গ্র্যান্ড মসজিদ এবং আল-ফতেহ্‌ ইসলামিক সেন্টার নামেও পরিচিত; বাহরাইনের মানামায় অবস্থিত পৃথিবীর অন্যতম বৃহত্তম মসজিদ। এর আয়তন ৬ হাজার ৫শ বর্গমিটার এবং একই সাথে ৭ হাজার মানুষের ধারণের ক্ষমতা রাখে এই মসজিদ।[২] এই মসজিদটি ১৯৮৬ সালে শেখ ঈসা ইবনে সালমান আল খলিফার আমলে নির্মিত হয় এবং নাম দেয়া হয় ২০০৬ সালে

আল ফাতেহ্‌ গ্র্যান্ড মসজিদ
আল-ফাতেহ্‌ মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম[১]
জেলামানামা
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
অবস্থান
অবস্থানমানামা,  বাহরাইন
স্থানাঙ্ক২৬°১৩′০৮″ উত্তর ৫০°৩৫′৫৩″ পূর্ব / ২৬.২১৮৮৯° উত্তর ৫০.৫৯৮০৬° পূর্ব / 26.21889; 50.59806
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীইসলামিক
সম্পূর্ণ হয়১৯৮৮
বিনির্দেশ
সম্মুখভাগের দিকদক্ষিণপূর্ব
ধারণক্ষমতা৭,০০০
দৈর্ঘ্য১০০ মি (৩৩০ ফু)
প্রস্থ৭৫ মি (২৪৬ ফু)
গম্বুজসমূহ
গম্বুজের ব্যাস (বাহিরে)২৪ মি (৭৯ ফু)
মিনার
উপাদানসমূহকংক্রিট, ফাইবারগ্লাস

গ্যালারী সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

বহি:সংযোগ সম্পাদনা