আল ওয়াব স্পোর্টস ক্লাব
একটি কাতারি ফুটবল ক্লাব যা কাতারের দোহা সিটির আল ওয়াব অঞ্চল কে প্রতিনিধিত্ব করে।
আল ওয়াব স্পোর্টস ক্লাব (আরবি: نادي الوعب الرياضي, ইংরেজি: Al-Waab SC; সাধারণত আল ওয়াব এসসি অথবা শুধুমাত্র আল ওয়াব নামে পরিচিত) হচ্ছে আল ওয়াব ভিত্তিক একটি কাতারি পেশাদার ফুটবল ক্লাব।[১][২] এই ক্লাবটি বর্তমানে কাতারের দ্বিতীয় স্তরের ফুটবল লীগ কাতারি দ্বিতীয় বিভাগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০১৪ সালে আল নাসর স্পোর্টস ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়েছে।
![]() | |
পূর্ণ নাম | আল ওয়াব স্পোর্টস ক্লাব |
---|---|
প্রতিষ্ঠিত | ২০১৪ (আল নাসর স্পোর্টস ক্লাব হিসেবে) |
লিগ | কাতারি দ্বিতীয় বিভাগ |
২০২০–২১ | ৮ম |
মুহাম্মদ মুবারক বুদাউদ, সালেহ আনাদ আল দেরে, জাসিম মুহাম্মদ আল জাবির, আব্দুলরহমান মিসবাহ এবং মুহাম্মদ মাহজুব হাসানের মতো খেলোয়াড়গণ আল ওয়াবের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "আল ওয়াব"। ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ "تغيير اسم فريق النصر الذي تم الاعلان عن انضمامه مؤخراً لدوري_الدرجة_الثانية ليصبح اسمه نادي الوعب"।
বহিঃসংযোগ
সম্পাদনা- কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আল ওয়াব স্পোর্টস ক্লাব[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি) (আরবি)