আল-জামেয়াতুল-ইসলামিয়া
আল জামেয়াতুল ইসলামিয়া হলো সুন্নি বেরলভী মুসলমানদের একটি ইসলামী মাদ্রাসা।[১][২] এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলার রৌনাহানির কাছে অবস্থিত।
ধরন | ইসলামি বিশ্ববিদ্যালয় |
---|---|
স্থাপিত | ১৯৬৪ |
রেক্টর | কামারুজ্জামান আজমী |
অবস্থান | , , |
ইতিহাস
সম্পাদনাআল জামেয়াতুল-ইসলামিয়া ১৯৬৪ সালে কামারুজ্জামান আজমি প্রতিষ্ঠা করেছিলেন।[৩] ডঃ সৈয়দ মাহফুজুর রহমান, ডাঃ সৈয়দ হাবিবুর রহমান, সৈয়দ মোহাম্মদ ইলিয়াছ, আলহাজ শামিউল্লাহ খান, হাজী সাগীর আহমেদ খান (কলকাতা), আখলাক খান (দিল্লি), মোস্তাক আহমেদ, মুন্নি খান, ইতলাফত আহমদ খান, মোহাম্মদ রিয়াজ খান ও ওয়াসিম আহমদ প্রভৃতি মূল ব্যক্তিদের একটি মূল দল আজমিকে সমর্থন করেছিল। ১৯৭৪ সালে জালালউদ্দিন কাদরিকে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়।[৪]
বিভাগ
সম্পাদনা- প্রাথমিক বিভাগ
- হিফজ বিভাগ (পবিত্র কোরআনের মুখস্থ)
- তাজবিদ ও ক্বিরাত বিভাগ
- আলিয়া বিভাগ
- পবিত্র কোরআনের ব্যাখ্যা
- প্রচার ও প্রচার বিভাগ
- ইফতা বিভাগ (ধর্মীয় আদেশ)
- প্রকাশনা বিভাগ
- সাংবাদিকতা বিভাগ
- কম্পিউটার বিভাগ
আরও দেখুন
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে আল-জামেয়াতুল-ইসলামিয়া সংক্রান্ত মিডিয়া রয়েছে।
সূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২০।
- ↑ "Archived copy"। ২০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১১।
- ↑ Azmi, H. Hazrat Allama Maulana Qamaruzzaman | The Muslim 500 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ অক্টোবর ২০১৫ তারিখে themuslim500.com
- ↑ "Archived copy"। ২০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১১।