আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ
এই নিবন্ধে একাধিক সমস্যা রয়েছে। অনুগ্রহ করে নিবন্ধটির মান উন্নয়ন করুন অথবা আলাপ পাতায় বিষয়গুলো নিয়ে আলোচনা করুন।
|
আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার ০৭ নম্বর ওয়ার্ডের মুকন্দগাঁতী মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ।[২] মসজিদটি ২০২১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।[৩]
আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ | |
---|---|
অবস্থান | ![]() |
প্রতিষ্ঠিত | [১] | ২ এপ্রিল ২০২১
মালিকানা | বাংলাদেশ সরকার |
স্থাপত্য তথ্য | |
নির্মাতা | মোহাম্মদ আলী সরকার [১] |
ধরন | ইসলামিক স্থাপত্য |
ধারণক্ষমতা | ৫০০০[১] |
ইতিহাসসম্পাদনা
২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দগাতী গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরভবনসংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে ৩০ কোটি টাকার বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণে সময় লেগেছে চার বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪৫ শ্রমিক কাজ করেছেন।[১]
অবকাঠামোসম্পাদনা
মসজিদটিতে ছাই রঙের বড় একটি গম্বুজ রয়েছে। এ ছাড়া মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথর জড়ানো রয়েছে। মসজিদের তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমল ঝাড়বাতি। দুই পাশে রয়েছে ১১০ ফিট উচ্চতার দুটি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, উঁচু জানালা, সাদা রঙের টাইলস এবং মসজিদচত্বরে সবুজ ঘাস।[৪]
অবস্থানসম্পাদনা
আল-আমান বাহেলা খাতুন মসজিদ বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী গ্রামের বেলকুচি পৌরভবনের দক্ষিণে অবস্থিত।[৫]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ গ ঘ দৃষ্টিনন্দন নির্মাণশৈলী বাহেলা খাতুন জামে মসজিদ|দৈনিক যুগান্তর | ০১ এপ্রিল ২০২১
- ↑ উদ্বোধনের আগেই দৃষ্টি কেড়েছে ৩০ কোটি টাকার মসজিদটি| banglanews24.com
- ↑ "আজ বেলকুচিতে দৃষ্টিনন্দন মসজিদের উদ্বোধন|দৈনিক ইত্তেফাক | এপ্রিল ২৪, ২০২১"। ২৩ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২১।
- ↑ বেলকুচিতে জুমার নামাজের মধ্যে দিয়ে উদ্বোধন দৃষ্টিনন্দন মসজিদের | দৈনিক নয়াদিগন্ত | ০২ এপ্রিল ২০২১
- ↑ আড়াই বিঘা জমির ওপর যে মসজিদ|banglatribune