আলেক্সান্ডার টড

রসায়নে নোবেল পুরষ্কার বিজয়ী

আলেক্সান্ডার রবার্টাস টড, ব্যারন টড একজন স্কটিশ প্রাণরসায়নবিদ। তিনি ১৯৫৭ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

লর্ড টড
জন্ম(১৯০৭-১০-০২)২ অক্টোবর ১৯০৭
মৃত্যু১০ জানুয়ারি ১৯৯৭(1997-01-10) (বয়স ৮৯)
জাতীয়তাস্কটিশ
মাতৃশিক্ষায়তনগ্লাসগো বিশ্ববিদ্যালয়
University of Frankfurt am Main
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কাররসায়নে নোবেল পুরস্কার ১৯৫৭
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন, প্রাণরসায়ন
প্রতিষ্ঠানসমূহLister Institute
এডিনবরা বিশ্ববিদ্যালয়
লন্ডন বিশ্ববিদ্যালয়
ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
University of Strathclyde
Hatfield Polytechnic
ডক্টরাল উপদেষ্টাWalter Borsche, Sir Robert Robinson

জীবনী সম্পাদনা

 
আলেক্সান্ডার টডের স্মৃতি ফলক

টড গ্লাসগোর কাছে জন্মগ্রহণ করেন। তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয় থেকে ১৯২৮ সালে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ১৯৩৩ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৩৮ সালে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯৪৪ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্রাইস্টপ্স কলেজের ফেলো নির্বাচিত হন এবং ১৯৬৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত মাস্টারের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৪২ সালে রয়েল সোসাইটির ফেলো নির্বাচিত হন এবং ১৯৭৫ থেকে ১৯৮০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।[১] ১৯৭৭ সালে অর্ডার অব মেরিটে ভূষিত হন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1098/rsbm.1999.0099, এর পরিবর্তে দয়া করে |doi=10.1098/rsbm.1999.0099 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।

গ্রন্থপঞ্জি সম্পাদনা

  • Reynolds, David (২০০৫), Christ's: A Cambridge College Over Five Centuries, Macmillan, আইএসবিএন 0-333-98988-0 : "The Era of Todd, Plumb and Snow", by Sir David Cannadine.
  • Todd, Alexander (১৯৮৩), A time to remember: the autobiography of a chemist, Cambridge University Press 
  • Obituary in the Independent
  • Obituary in the New York Times

বহিঃসংযোগ সম্পাদনা