আলী মোহাম্মদ আল-হুসাইন আলী আল-আদিব একজন ইরাকি রাজনীতিবিদ ও ইসলামিক দাওয়া পার্টির সিনিয়র সদস্য। ২০০৬ সালের এপ্রিল মাসে সম্মিলিত ইরাকি জোট তাকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী হিসেবে নির্বাচিত করে।

মাননীয়
আলি আল-আদিব
উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রণালয়
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
21 December 2010
রাষ্ট্রপতিজালাল তালাবানি
প্রধানমন্ত্রীনুরি আল মালিকি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৪৪
কারবালা, ইরাক
রাজনৈতিক দলইসলামিক দাওয়া পার্টি
সন্তান
জীবিকাPolitician
ধর্মShia Islam

প্রাথমিক জীবন সম্পাদনা

১৯৪৪ সালে আল আদিব ইরাকের কারবালা শহরে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবন সম্পাদনা

১৯৫৬ সালে আল হুসাইন প্রাথমিক বিদ্যালয়, কারবালা, ইরাক থেকে প্রাথমিক শিক্ষা শেষে ১৯৬১ সালে কারবালা মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। উচ্চশিক্ষার জন্য আলী মোহাম্মদ আল-হুসাইন আলী আল-আদিব বাগদাদে যান এবং বাগদাদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৫ সালে তিনি শিক্ষা ও মনোবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর মনোবিজ্ঞান নিয়ে পিএইচডি করেন। এর অনেক দিন পর ২০০৯ সালে বাগদাদের মুনতাসিরিয়া বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। [১]

কর্মজীবন সম্পাদনা

পেশাগত জীবনে রাজনীতির পাশাপাশি তিনি মনোবিজ্ঞান বিষয়ে শিক্ষকতা করতেন। ২০০৪ সালে ইরাকি জাতীয় কাউন্সিলের সদস্য, একই বছরে ইরাক জাতীয় এসেম্বলির সদস্য এবং সংবিধান লেখা কমিটির সদস্য হন। তিনি ২০০৫ থেকে ২০০৬ সাল এবং ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ইরকের সংসদ সদস্য ছিলেন। 

রাজনীতি সম্পাদনা

যখন সাদ্দাম হোসাইন ইরাকের প্রেসিডেন্ট ছিলেন, আল আদিব ইরানে নির্বাসিত ছিলেন। সেখানে তেহেরান ভিত্তিক দাওয়া পার্টিকে তিনি নেতৃত্ব দেন। তখন তিনি উপনাম হিসেবে আল বিলাল গ্রহণ করেন। এরপর ২০০৩ সালে আল আদিব ইরাকে ফিরে আসেন। 

২০০৪ সালে ইরাকের সংবিধান তৈরীর জন্য একটি কমিটি করা হয়। আদিব উক্ত কমিটিতে নিযুক্ত হন। ২০০৪ সাল পর্যন্ত তিনি ইরাকের সংসদের সদস্যও ছিলেন।[২]

প্রকাশনা সম্পাদনা

আল আদিব "ডেভলপমেন্ট স্টাডিজ" নামে একটি সাময়িকী সম্পাদনা করতেন। [১]

উৎস  সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "H.E. Dr. Ali Al Adeeb | e-infrastructure in a Global Environment (e-AGE 2013)"। ২০১৮-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০১-০৪ 
  2. "Curriculum Vitae of His Excellency Minister of Higher Education and Scientific Research, Mr. Ali Al-Adeeb"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৭