আলাহার বন জার্মানির মিউনিখের উত্তরে আলেহ-উন্টেরমেনজিন জেলায় অবস্থিত একটি বন

আলেহার বন
জার্মান: Allacher Forst
আলাহার বন
ভূগোল
মানচিত্র আলেহার বনের অবস্থান দেখাচ্ছে
মানচিত্র আলেহার বনের অবস্থান দেখাচ্ছে
অবস্থানমিউনিখ, জার্মানি
স্থানাঙ্ক৪৮°১২′২২″ উত্তর ১১°২৮′২৭″ পূর্ব / ৪৮.২০৬১° উত্তর ১১.৪৭৪২° পূর্ব / 48.2061; 11.4742 স্থানাঙ্ক: প্যারামিটার: "region=" হওয়া উচিত "region:"
স্থানাঙ্ক: প্যারামিটার: "type=" হওয়া উচিত "type:"
এলাকা১ বর্গকিলোমিটার ([রূপান্তর: অসামঞ্জস্য একক])
অবস্থাসক্রিয়
কর্তৃপক্ষইউরোপীয় ইউনিয়ন

অবস্থান সম্পাদনা

আলাহার বন মিউনিখ উত্তর সংযোগ ট্রেন আঙ্গিনার উত্তরে, মিউনিখের আলেহ, লুডভিগসফেল্ড ও কার্লসফেল্ড জেলার মধ্যবর্তী স্থানে অবস্থিত, যা ডাখাও জেলার একটি পৌরসভা।[১]

বাস্তুতন্ত্র সম্পাদনা

 
আলাহার বন

আলাহার বন মিউনিখের উত্তরে ১ বর্গকিলোমিটার আয়তন বিশিষ্ট সাবেক লোহভাল্ডগারটেলের অবশিষ্ট অংশ। এখানে পুরনো লিন্ডেনওক বৃক্ষ ছাড়াও সাইকামোর ম্যাপল, স্প্রাস, পার্বত্য এল্ম, পাইনএশ বৃক্ষ রয়েছে। বসন্তকালে এখানে লুনভোর্ট, কাউস্লিপ বা উড এনেমন ফুল ফোটে। এছাড়াও এখানে তিন শতাধিকের আধিক প্রকারের মাশরুম দেখা যায়।[১]

মিউনিখ উত্তর সংযোগ আঙ্গিনা, একটি বড় স্থানচ্যুতি এবং ধারক স্টেশন, ১৯৯১ সালে আলাহার বনের দক্ষিণ প্রান্তে নির্মিত হয়।[২] এই প্রকল্পে ১৭৪ হেক্টর বায়োটাইপ এলাকা ধ্বংস করা হয় যার কারণ এটি সংরক্ষণবাদিদের সমালোচনার শিকার হয়েছিল। এটি ৫কিমি দীর্ঘ ও ৫০০ মিটার প্রশস্ত। এখানে ৩৫৬টি সংযোগ ও ১২০ কিলোমিটারের বেশি রেলপথ রয়েছে। প্রতিদিন এখানে সর্বোচ্চ ৪০০০ রেলগাড়ি ধারণ করা হয়।[১] এটি বর্তমানে একটি দুর্লভ নদীতীরবর্তী বন। জনগণ ও বিশেষজ্ঞদের প্রতিবাদের পরে এ৯৯ মোটরওয়ে রিং মিউনিখ উত্তর-পশ্চিম বনের নিচ দিয়ে আলাহা সুড়ঙ্গ দিয়ে অতিক্রম করে।

এই বনে আলাহার লোহ নামে একটি হ্রদ এবং একটি ফরেস্ট ক্লাসরুম দেখা যায়।

আলাহার বন একটি প্রাকৃতিক সংরক্ষণ এলাকা (এনএসজি-০০৫৭৩.০১, ডব্লিউডিপিএ আইডি: ৩১৮০৮৭) এবং এর উত্তরপশ্চিমাংশও সংরক্ষিত এলাকা (এলএসজি-০০১২০.০৬, ডব্লিউডিপিএ আইডি: ৩৯৫৫৬৩)।[৩] এছাড়া দক্ষিণের এঙ্গারলোহের সাথে সম্মিলিতভাবে এটি ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় বায়োটাইপ নেটওয়ার্কের ফনা-ফ্লোরা-হ্যাবিটেট এলাকা (এফএফএইচ এলাকা নং. ৭৭৩৪-৩০২) হিসেবে বিবেচিত।[৩][৪] এছাড়া এই বন মিউনিখ গ্রিন বেল্টের অংশ।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "München: Allacher Forst" [মিউনিখ: আলাহার বন]। onlinereisefuehrer.de (জার্মান ভাষায়)। onlinereisefuehrer। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  2. "Rangierbahnhof München Nord" [মিউনিখ উত্তর] (জার্মান ভাষায়)। Luftbilder München। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  3. "Landschaftsschutzgebiet Angerlohe" [ল্যান্ডস্যাফ্টসসচুতজজিবিট অ্যাঞ্জারলো] (জার্মান ভাষায়)। Landeshauptstadt München। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 
  4. "Fauna-Flora-Habitatgebiet Allacher Forst und Angerloh" (জার্মান ভাষায়)। Bayerisches Staatsministerium für Ernährung, Landwirtschaft und Forsten। ২০০০। ৩০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা